/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/03/corona.jpg)
দেশের কোভিডগ্রাফ ঊর্ধ্বমুখী।
আরও নিম্নমুখী দেশের করোনা গ্রাফ। দেশে কমল মহামারীর সংক্রমণ ও মৃত্যু। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬,৫৬১ জন। বুধবার এই সংখ্যা ছিল ৬,৯০০র বেশি। দেশে কমছে করোনা অ্যাকটিভ কেসও।
গত ২৪ ঘন্টায় দেশে করোনাকে জয় করেছেন ১৪,৯৪৭ জন। একদিনে সক্রিয় সংখ্যা কমেছে ৮,৫২৮ জন, ফলে মোট সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৭,১৫২-তে। মোট মৃতের সংখ্যা ৫,১৪,৩৮৮জন।
সক্রিয় রোগীর সংখ্যা .১৮ শতাংশ নিম্নমুখী। কোভিডে সুস্থতার হার ৯৮.৬২ শতাংশ।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক প্রকাশিত বৃস্পতিবার সকালের তথ্য অনুযায়ী, বুধবার পর্যন্ত ভারতে কোভিড -১৯ ভ্যাকসিনের ডোজ বিলি হয়েছে ১৭৮ কোটি। ওইদিন সন্ধ্যা ৭ টা পর্যন্ত ১৮ লক্ষেরও বেশি (১৮,৯৩,৬৯৭) টিকার ডোজ দেওয়া হয়েছে এবং এখনও পর্যন্ত ২.০২ কোটির বেশি বুস্টার ডোজ স্বাস্থ্যসেবা কর্মী, ফ্রন্টলাইন ওয়ার্কার এবং ৬০ বছর বা তার বেশি বয়সী কমর্বিডদের দেওয়া হয়েছে।
দিল্লিতে বুধবার নতুন করে আক্রান্ত হয়েছেন ৩২৫জন।মৃত্যু হয়েছে একজনের। পজিটিভিটির হার ০.৮১ শতাংশ। ২০২০ সালের মার্চ মাসে করোনভাইরাস মহামারী শুরু হওয়ার পর প্রথমবারের মতো, মহারাষ্ট্র মারণ ভাইরাসে মৃত্যুর সংখ্যা শূন্য। রাজ্যে ৫৪৪ জন নতুন করে কোভিডে সংক্রমিত।এর মধ্যেই মহারাষ্ট্র সরকার কোভিড -১৯ বিধিনিষেধ আরও শিথিল করেছে। মুম্বাই সহ ১৪টি জেলার শপিং কমপ্লেক্স, রেস্তোঁরা, সিনেমা এবং থিয়েটার হলগুলিকে ১০০ শতাংশ ক্ষমতা নিয়ে কাজ করার অনুমতি দেওয়া হয়েছে।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন রাজ্যে মামলার সংখ্যা হ্রাসের পরিপ্রেক্ষিতে কোভিড -19 নিষেধাজ্ঞাগুলি আরও শিথিলের ঘোষণা করেছেন। বিয়েতে মোট ৫০০ জন এবং অন্ত্যেষ্টিক্রিয়ায় ২৫০ জনের জমায়েতের অনুমতি দেওয়া হয়েছে। বুধবার তামিলনাড়িতে ৩২০জন মতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন।
COVID-19 | India reports 6,561 new cases, 142 deaths and 14,947 recoveries; Active caseload stands at 77,152 pic.twitter.com/e3YA993QYG
— ANI (@ANI) March 3, 2022
Read in English