ফের ৭ হাজারের নীচে দেশের দৈনিক সংক্রমণ, ওমিক্রন আক্রান্ত বেড়ে ৪২২

ভাইরাসের বিরুদ্ধে লড়াই জারি। দেশের দৈনিক সংক্রমণ কমার পাশাপাশি এদিন করোনা সক্রিয় রোগীর সংখ্যাও আরও কমেছে।

ভাইরাসের বিরুদ্ধে লড়াই জারি। দেশের দৈনিক সংক্রমণ কমার পাশাপাশি এদিন করোনা সক্রিয় রোগীর সংখ্যাও আরও কমেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
India recorded new 3,451 COVID19 cases 8 May 2022

সংক্রমণ সামান্য কমলেও উদ্বেগ যাচ্ছে না।

দেশজুড়ে উদ্বেগ বাড়াচ্ছে করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন। স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে আরও ৭ ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে গত ২৪ ঘণ্টায়। তবে এই আবহে দেশের দৈনিক সংক্রমণ নিম্নমুখী। ফের ৭ হাজারের নীচে নেমেছে করোনার দৈনিক সংক্রমণ, কমেছে মৃত্যু। পাল্লা দিয়ে আজ আরও নেমেছে করোনা সক্রিয় রোগীর সংখ্যা।

Advertisment

রবিবার সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯৮৭ জন। একদিনে দেশে করোনায় মৃত্যু ১৬২ জনের। সব মিলিয়ে রবিবার সকাল পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৪ লক্ষ ৭৯ হাজার ৬৮২।

গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৭ হাজার ২১ জন। গোটা দেশে ইতিমধ্যেই ৩ কোটি ৪২ লক্ষ ৩০ হাজার ৩৫৪ জন করোনাকে হারিয়ে জয়ী হয়েছেন। এরই পাশাপাশি দেশে করোনা সক্রিয় রোগীর সংখ্যাও লাগাতার কমছে। বর্তমানে দেশে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা ৭৬ হাজার ৭৬৬।

Advertisment

আরও পড়ুন- অক্সিজেনের দৈনিক চাহিদা ৮০০ মেট্রিক টন হলেই লকডাউনের ভাবনা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী

তবে এই আবহে আতঙ্ক বাড়াচ্ছে করোনার নতুন স্ট্রেন ওমিক্রন। ভাইরাসের অত্যন্ত সংক্রামক এই প্রজাতি ইতিমধ্যেই রাজ্যে-রাজ্যে ছড়িয়ে পড়েছে। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে বর্তমানে ৪২২। ওমিক্রন মোকাবিলায় দেশজুড়ে চূড়ান্ত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দেশের প্রতিটি বিমানবন্দরে বাড়তি সুরক্ষার বন্দোবস্ত করা হয়েছে। বিদেশ থেকে আসা যাত্রীদের করোনা পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। রিপোর্ট নেগেটিভ এলেও কমপক্ষে সাত দিন তাঁদের আইসোলশনে থাকতে বলা হচ্ছে। এছাড়াও ওমিক্রন মোকাবিলায় একধিক রাজ্য নতুন করে ফের একগুচ্ছ বিধি-নিষেধ আরোপ করেছে।

coronavirus health Ministry Omicron