দৈনিক সংক্রমণের ওঠানামা জারি, বড়সড় স্বস্তি অ্যাক্টিভ কেসে

দেশে বেড়েই চলেছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। রাজ্যে-রাজ্যে জারি চূড়ান্ত সতর্কতা।

দেশে বেড়েই চলেছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। রাজ্যে-রাজ্যে জারি চূড়ান্ত সতর্কতা।

author-image
IE Bangla Web Desk
New Update
India reports COVID 19 omicron cases 18 february 2022

করোনার তৃতীয় ঢেউ সামলে ক্রমশ সুস্থ হচ্ছে দেশ।

ওমিক্রন আতঙ্কের আবহে দেশের দৈনিক সংক্রমণের ওঠানামা জারি। স্বস্তি দিয়ে আজও কমেছে করোনা সক্রিয় রোগীর সংখ্যা। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৮১ জন। একদিনে দেশে করোনার বলি আরও ২৬৪।

Advertisment

করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন আতঙ্ক বাড়াচ্ছে। দেশের একাধিক রাজ্যে ওমিক্রনের সংক্রমণ ছড়াচ্ছে। ইতিমধ্যেই দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা সেঞ্চুরি ছাড়িয়ে এগোচ্ছে। মহারাষ্ট্র ও কেরলে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।

এই আবহে লাগাতার বেশ কয়েকদিন দেশের দৈনিক সংক্রমণ নিয়ন্ত্রণেই রয়েছে। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, একদিনে নতুন করে করোনা আক্রান্ত ৭ হাজার ৮১ জন। নতুন করে সংক্রমিত হওয়ার পাশাপাশি বাড়ছে করোনামুক্ত হওয়া মানুষের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ৭ হাজার ৪৬৯ জন।

Advertisment

স্বস্তি দিয়ে এদিন দেশে আরও কমেছে করোনা সক্রিয় রোগীর সংখ্যাও। গত বছরের মার্চের পর থেকে এই প্রথম দেশে করোনা সক্রিয় রোগীর সংখ্যা কমে ৮৩ হাজার ৯১৩।

আরও পড়ুন- ধর্মগ্রন্থ অবমাননার অভিযোগ, স্বর্ণমন্দির চত্বরে ‘পিটিয়ে মারা’ হল যুবককে

ইতিমধ্যেই ৩ কোটি ৪১ লক্ষ ৭৮ হাজার ৯৪০ জন করোনামুক্ত হয়েছেন। করোনায় দেশে মৃতের সংখ্যা বেড়ে ৪ লক্ষ ৭৭ হাজার ৪২২। ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে দেশে চলছে করোনার টিকাকরণ অভিযানও। এখনও পর্যন্ত ১৩৭ কোটি ৪৬ লক্ষ ১৩ হাজার ২৫২ টিকার ডোজ দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৭৬ লক্ষ টিকার ডোজ দেওয়া হয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus health Ministry Omicron