Advertisment

বিরাট বিপদের ইঙ্গিত! একদিনে সংক্রমিত আটহাজার ছুঁইছুঁই, ৪০ হাজার পার সক্রিয় রোগীর সংখ্যা

XBB.1.16 ভেরিয়েন্টের দাপটে নাহেজাল অবস্থা

author-image
IE Bangla Web Desk
New Update
India Covid cases, India coronavirus cases, Covid cases update, Covid cases in India, coronavirus cases in India, coronavirus in India, Covid in India, latest news, mask rules in states

হুহু করে ছড়াচ্ছে করোনা ভাইরাস।

হুহু করে ছড়াচ্ছে করোনা ভাইরাস। একদিনে আক্রান্তের সংখ্যা কপালে চিন্তার ভাঁজ ফেলেছে স্বাস্থ্যকর্তাদের। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুসারে দেশে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৭হাজার ৮৩০ জন। গতকাল এই সংখ্যা ছিল ৫হাজার ৬৭৬। সেই সঙ্গে লাফিয়ে বেড়েছে অ্যাকটিভ আক্রান্তের সংখ্যাও। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুসারে এই মুহূর্তে দেশে অ্যাকটিভ আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০,২১৫। পাশাপাশি দৈনিক ইতিবাচকতার হার ৩.৬৫% এবং সাপ্তাহিক ইতিবাচকতার হার বেড়ে হয়েছে ৩.৮৩ শতাংশ।

Advertisment

বাড়ছে করোনা, এমন পরিস্থিতি্তে সারা দেশের হাসপাতালের পরিকাঠামো খতিয়ে দেখতে সোম-মঙ্গল্বার দেশ জুড়ে হাসপাতালগুলিতে অনুষ্ঠিত হয় মক ড্রিল। সোমবার ফের করোনা আক্রান্তের সংখ্যা ছিল প্রায় ৬ হাজারের কাছাকাছি। মঙ্গলবার তা সামান্য কমলেও বুধবারই আবার লাফিয়ে বেড়েছে আক্রান্তের সংখ্যা।

রোগ প্রতিরোধ ক্ষমতাকে বুড়ো আঙুল দেখাচ্ছে ওমিক্রন XBB.1.16 ভেরিয়েন্ট। ক্রমশ মিউটেশনের মাধ্যমে নিজেকে আরও বেশি সংক্রামক করে তুলছে ওমিক্রনের এই ভেরিয়েন্ট। ভারতে এখনও পর্যন্ত নয়া এই ভেরিয়েন্টে আক্রান্তের সংখ্যা ১১৩। যার মধ্যে সিংহভাগই গুজরাট ও মহারাষ্ট্রে রেকর্ড করা হয়েছে। গত ১৫ মাসে ভারতে ওমিক্রনের চারশো নতুন সাব-ভেরিয়েন্টকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে, সমস্ত ভেরিয়েন্টের ৯০ শতাংশ হল XBB৷ XBB.1.16।

XBB.1.16 ভেরিয়েন্টটি এখন পর্যন্ত ভারতে মোট কোভিড সংক্রমণের ৩৮.২ শতাংশ সংক্রমণের জন্য দায়ি। XBB.1.16-ভেরিয়েন্টে আক্রান্তের লক্ষণগুলি মোটামুটি একই। জ্বর, কাশি, সর্দি, সর্দি, মাথাব্যথা, শরীরে ব্যথা, কখনও কখনও পেটে ব্যথা এবং ডায়রিয়ার মতো উপসর্গ লক্ষিত হচ্ছে এই ভেরিয়েন্টে আক্রান্ত হলে।

বেশিরভাগ ক্ষেত্রেই রোগীরা বাড়িতেই সুস্থ হয়ে ওঠেন তবে কারুর যদি অন্য কোন শারীরিক সমস্যা থাকে সেক্ষেত্রে রোগীকে অনেকসময় হাসপাতালে ভর্তি করার প্রয়োজন হতে পারে। দেশে আবার মাথা চাড়া দিচ্ছে করোনা সংক্রমণ। তবে এবারে নয়া রূপে। সংক্রমণের হার বাড়ছে তরতরিয়ে। কারণটা আর কিছুই না। বিশেষজ্ঞদের কথায়, এই নয়া স্ট্রেন সহজেই রোগ প্রতিরোধ ক্ষমতা ভেঙে দিতে পারে।

বিশেষজ্ঞদের কথায়, এই স্ট্রেনটি ওমিক্রনের দুটি রিকম্বিন্যান্ট স্ট্রেনের সংমিশ্রন। এটি হাইব্রিড প্রজাতির ভাইরাস। এদিকে স্বাস্থ্য মন্ত্রকের সর্বশেষ তথ্য অনুসারে গতকালের আজ অনেকটাই বেড়েছে সংক্রমণ। এদিকে বাড়তে থাকা সংক্রমণের মাঝে শনিবার কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ গর্ভবতী মহিলা, বয়স্ক এবং অনান্য রোগে আক্রান্তদের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক বলে ঘোষণা করেছে। তিনি রাজ্যে কোভিড পরিস্থিতি মূল্যায়নের জন্য একটি উচ্চ-পর্যায়ের বৈঠকের পর এই নির্দেশ দেন। তিনি আরও বলেন, কোভিডে মৃতের মধ্যে বেশিরভাগই ৬০ উর্ধ্ব। তাই তাদের ক্ষেত্রে বাড়তি সতর্কতার দরকার।

Corona India
Advertisment