করোনার নয়া স্ট্রেন ওমিক্রন নিয়ে আতঙ্ক দেশজুড়ে। এরই মাঝে দেশের দৈনিক সংক্রমণের ওঠানামা জারি। তবে গতকালের চেয়ে দৈনিক সংক্রমণ আজ বেশ খানিকটা কমেছে। তবে বেড়েছে মৃত্যুর সংখ্যাও। মোটের উপর একই জায়গায় দাঁড়িয়ে দেশে করোনা সক্রিয় রোগীর সংখ্যা।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৬০৩ জন। গতকালের চেয়ে সংক্রমণের এইপরিসংখ্যান বেশ কম। একদিনে দেশে করোনায় মৃত্যু ৪১৫ জনের। গতকালের চেয়ে করোনায় মৃত্যু রসংখ্যা এদিন বেশ কানিকটা বেড়েছে।
স্বাস্থ্যমন্ত্রকের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ৮ হাজার ১৯০ জন। দেশে করোনা সক্রিয় রোগীর সংখ্যাতেও এদিন বিশেষ বদল নেই। গতকাল দেশে করোনা অ্যাক্টিভ কেস ছিল ৯৯ হাজার ৯৭৬ জন। আজ সেই সংখ্যা ৯৯ হাজার ৯৭৪ জন।
ওমিক্রন মোকাবিলায় রাজ্যগুলিকে আরও বেশি সতর্ক থাকতে চিঠি দিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই মতো নির্দেশিকা জারি করে ওমিক্রন মোকাবিলায় তৎপরতা নিয়েছে রাজ্য সরকারগুলি। রাজ্যে রাজ্যে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে জারি চূড়ান্ত সতর্কতা। ‘ওমিক্রন’ প্রভাবিত দেশগুলিকে ‘ঝুঁকিপূর্ণ’ তালিকায় রেখেছে কেন্দ্রীয় সরকার।
আরও পড়ুন- আতঙ্ক বাড়ল, ‘ঝুঁকিপূর্ণ’ দেশগুলি থেকে বিমানবন্দরে নামা ১২ জনের ৮ জনই করোনা পজিটিভ
এই দেশগুলি থেকে আসা যাত্রীদের RT-PCR পরীক্ষা বাধ্যতামূলক। দেশের প্রতিটি বিমানবন্দরে জারি সতর্কতা। এদিকে, সেই ‘ঝুঁকিপূর্ণ’ বিভিন্ন দেশ থেকে দিল্লি বিমানবন্দরে সম্প্রতি ১২ জন নেমেছেন। তাঁদের ৮ জনই করোনা পজিটিভ। আপাতত প্রত্যেককেই দিল্লির লোকনায়ক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ওই ৮ জন ওমিক্রন আক্রান্ত কিনা তা এখনও স্পষ্ট নয়। নমুনা পাঠানো হয়েছে জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন