Advertisment

আরও কমল সংক্রমণ, দেশে ৫৩৯ দিনে সর্বনিম্ন অ্যাক্টিভ কেস

বিশেষজ্ঞদের একাংশ বলছেন, টিকাকরণকে হাতিয়ার করেই করোনা-যুদ্ধ জয়ের পথে ভারত।

author-image
IE Bangla Web Desk
New Update
India reports 9,119 new cases 25 November 2021

কমছে সংক্রমণ, সুস্থ হচ্ছে দেশ।

ক্রমশ সুস্থ হচ্ছে দেশ। প্রতিদিন কমছে দৈনিক সংক্রমণ, পাল্লা দিয়ে কমছে অ্যাক্টিভ কেসের সংখ্যাও। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গতকালের চেয়ে দৈনিক সংক্রমণ আরও কমেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৯ হাজার ১১৯ জন। একদিনে দেশে করোনায় মৃত্যু ৩৯৬ জনের।

Advertisment

করোনার তৃতীয় ধাক্কা নিয়ে আতঙ্ক কমছে। দেশের সার্বিক সংক্রমণ পরিস্থিতিই সেই আতঙ্ক কমাচ্ছে। প্রতিদিন কমছে সংক্রমিতের সংখ্যা। কমছে করোনা সক্রিয় রোগীর সংখ্যাও। বিশেষজ্ঞদের একাংশ বলছেন, টিকাকরণকে হাতিয়ার করেই করোনা-যুদ্ধ জয়ের পথে ভারত। যদিও এব্যাপারে বিন্দুমাত্র আত্মতুষ্টির কোনও জায়গা নেই বলেও মনে করিয়ে দিচ্ছেন তাঁরা। সংক্রমণ এড়াতে এখনও করোনা-বিধি মেন চলতে হবে বলেও বারবার জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া এদিনের পরিসংখ্যান স্বস্তি দিচ্ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় কাবু ৯ হাজার ১১৯ জন, মৃত্যু ৩৯৬ জনের। একদিনে দেশে করোনামুক্ত হয়েছেন ১০ হাজার ২৬৪ জন। এই মুহূর্তে দেশে করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা ১ লক্ষ ৯ হাজার ৯৪০। গত ৫৩৯ দিনের মধ্যে যে পরিসংখ্যান সর্বনিম্ন। টিকাকরণকে হাতিার করেই করোনার বিরুদ্ধে লড়াইয়ে এই সাফল্য এসেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন- ফের ঘর ভাঙছে কংগ্রেসের, প্রাক্তন মুখ্যমন্ত্রী-সহ ১২ বিধায়ক যোগ দিচ্ছেন তৃণমূলে

রাজ্যে-রাজ্যে চলছে টিকাকরণ কর্মসূচি। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য বলছে, এখনও পর্যন্ত ১৩২ কোটিরও বেশি টিকার ডোজ দেওয়া রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির হাতে তুলে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই ১১৯ কোটিরও বেশি দেশবাসী করোনা টিকার অন্তত একটি ডোজ পেয়ে গিয়েছেন।

ইন্ডিয়ানএক্সপ্রেসবাংলাএখনটেলিগ্রামে, পড়তেথাকুন

coronavirus health Ministry Coronavirus India
Advertisment