Advertisment

সুস্থ হচ্ছে দেশ, আরও কমল দৈনিক সংক্রমণ, বড়সড় স্বস্তি অ্যাকটিভ কেসেও

টিকাকরণকে হাতিয়ার করেই করোনা-যুদ্ধে জয়ের চেষ্টা ভারতের।

author-image
IE Bangla Web Desk
New Update
India Covid 19 Omicron cases 11 march 2022

করোনায় মৃতের সংখ্যা এক ধাক্বায় বেশ খানিকটা বেড়ে যাওয়ায় নয়া আতঙ্ক।

করোনার তৃতীয় ধাক্কা কি সামাল দেওয়া গেল? উত্তরটা এখনই স্পষ্ট না হলেও ইঙ্গিত কিন্তু মিলছে। অন্তত গত কয়েকদিনের দেশজুড়ে মেলা করোনা পরিসংখ্যানে স্বস্তি মিলছে। রবিবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া করোনা আপডেটও বেশ স্বস্তিবাহী। আরও কমেছে দৈনিক সংক্রমণ। বড়সড় স্বস্তি মিলেছে করোনা সক্রিয় রোগীর সংখ্যাতেও। পাল্লা দিয়ে কমেছে সংক্রমণের হারও।

Advertisment

কেন্দ্রের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৮৭৭ জন। গতকালের চেয়ে বেশ খানিকটা কমেছে দৈনিক সংক্রমণ। এই মুহূর্তে দেশে করোনা সক্রিয় রোগীর সংখ্যা কমে ৫ লক্ষ ৩৭ হাজার ৪৫।

গতকাল এই পরিসংখ্যান ছিল ৬ লক্ষের উপরে। সুতরাং মহামারীর কবল থেকে ক্রমেই সুস্থ হচ্ছে দেশ। অন্তত গত কয়েকদিনের পরিসংখ্যান তাই বলছে। এদিন আরও কমেছে সংক্রমণ হার। এই মুহূর্তে দেশে করোনার সংক্রমণের হার ৩.১৭ শতাংশ।

আরও পড়ুন- ছোটদের টিকাদান কবে থেকে? অবশেষে মুখ খুললেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

রাজ্যে-রাজ্যে সংক্রমণ কমছে। মহারাষ্ট্র, দিল্লি, পশ্চিমবঙ্গ-সহ একাধিক রাজ্যের কোভিড-গ্রাফ নিম্নমুখী। দেশের বড় শহরগুলির সংক্রমণ পরিস্থিতি বর্তমানে মোটের উপর নিয়ন্ত্রণে। তবে সংক্রমণ কমলেও এখনই সব বিধি-নিষেধ শিথিলের পরিণাম মারাত্মক হতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ কমলেও বিপদ এখনও কাটেনি। ফের রূপ বদলে বড়সড় কামড় বসাতে পারে করোনা। সেই কারণে আরও বেশ কিছু দিন বিধি-নিষেধ বহাল রাখার পক্ষেই সওয়াল করছেন বিশেষজ্ঞরা। একইসঙ্গে স্বাস্থ্য বিধি মেনে চলার ব্যাপারেও সতর্ক থাকতে পরামর্শ বিশেষজ্ঞদের।

Read in English

coronavirus health Ministry Omicron
Advertisment