রবিবার সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১১৬ জন। গতকাল এই পরিসংখ্যান ছিল ৩ হাজার ৬১৪ জন। গতকালের চেয়ে এদিন আক্রান্তের সংখ্যা বেশ খানিকটা কমেছে। অন্যদিকে, গতকালের চেয়ে এদিন আরও কমেছে করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যাও।
স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী এই মুহূর্তে দেশে করোনা সক্রিয় রোগীর সংখ্যা কমে ৩৮ হাজার ৬৯ জন। গতকাল এই সংখ্যাটা ৪০ হাজারের বেশি ছিল। একদিকে প্রতিদিন যেমন আক্রান্তের সংখ্যা কমছে তেমনি করোনার গ্রাস থেকে মুক্তও হচ্ছেন অনেকে। দেশজুড়ে দ্রুত গতিতে চলা টিকাকরণকে হাতিয়ার করেই সুস্থতার পথে ভারত। এমনই বলছেন বিশেষজ্ঞকরা।
রাজ্যে-রাজ্যে কমছে সংক্রমণ। ইতিমধ্যেই দেশের প্রায় সব রাজ্যে স্বাভাবিক পরিস্থিতি ফিরে এসেছে। দেশজুড়ে করোনার সংক্রমণ কমতে থাকায় এবার ফের একবার আগের পরিষেবায় ফিরতে চলেছে ভারতীয় রেলও। সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থেকে দূরপাল্লার ট্রেনগুলিতে বালিশ, কম্বল, তোয়ালে সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছিল।
আরও পড়ুন- দেশের নাগরিকদের উদ্ধারের জন্য মোদীকে শুভেচ্ছা নেপালের প্রধানমন্ত্রীর
প্রথমবার ২০২০ সালের ১১ মে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে বালিশ, কম্বল, তোয়ালে সরবরাহ বন্ধ করে রেল। মাঝে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও পরে সংক্রমণ বাড়লে নতুন করে ২০২১ সালের ৫ মে একই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে পরিষেবা বন্ধ রাখা হয়। তবে দেশজুড়ে সংক্রমণ কমতে থাকায় ফের পুরনো ব্যবস্থায় ফিরতে চলেছে ভারতীয় রেলও। দেশের সব রেলওয়ে জোনকে বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। যাত্রীদের পুরনো পরিষেবা ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে রেল মন্ত্রক।