সপ্তাহের প্রথম দিনে দেশে বড়সড় করোনা স্বস্তি। এক ধাক্কায় ৩০ হাজারের ঘরে নেমে গেল দৈনিক সংক্রমণ। পজিটিভিটি রেট সামান্য বাড়লেও উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে করোনা সক্রিয় রোগীর সংখ্যা। দিন যত যাচ্ছে করোনার গ্রাস থেকে মুক্ত হওয়া মানুষের সংখ্যাও ততই বাড়ছে।
সোমবার সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ১১৩ জন। একদিনে দেশে করোনায় মৃত্যু ৩৪৬ জনের। সব মিলিয়ে দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৫ লক্ষ ৯ হাজার ১১। গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ৯১ হাজার ৯৩০ জন।
সব মিলিয়ে এখনও পর্যন্ত ৪১ কোটি ৬৭ লক্ষ ৭ হাজার ৬৪১ জন করোনামুক্ত হয়েছেন দেশজুড়ে। এই মুহুর্তে দেশে করোনার সংক্রমণ হার ৩.১৯ শতাংশ। বর্তমানে দেশে ৪ লক্ষ ৭৮ হাজার ৮৮২ জন করোনা সক্রিয় রোগী রয়েছেন। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ১৭২ কোটি ৯৫ লক্ষ ৮৭ হাজার ৪৯০ টি করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে।
আরও পড়ুন- তৃতীয় ঢেউয়ে প্রায় ৯২ শতাংশ মৃত্যুই কোমর্বিডিটিতে, জানাল দিল্লি সরকার
এদিকে, ১৫ বছরের কমবয়সীদের টিকাকরণ নিয়েও এবার সরকারের মনোভাব জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ড্যভিয়া। তিনি জানিয়েছেন, ছোটদের টিকাকরণ নিয়ে বিশেষজ্ঞ কমিটির কাছ থেকে সুপারিশের পরই প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু হবে।
তিনি আরও জানান, এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকারের কাছে এ ধরনের কোনও সুপারিশ করা হয়নি। কখন কোন জনগোষ্ঠীকে টিকা দিতে হবে সেব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব বিশেষজ্ঞ কমিটির ওপর রয়েছে। তাঁদের সুপারিশের ভিত্তিতে সরকার টিকাদানের কাজ এগিয়ে নিয়ে যাবে হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।