/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/02/Covid-Vaccination.jpg)
মুম্বইয়ের একটি টিকাকেন্দ্রে এক যুবককে করোনার টিকা দেওয়া হচ্ছে।
লাগাতার নিম্নমুখী দেশের দৈনিক সংক্রমণ। ক্রমেই করোনা-মুক্তির পথে ভারত। দ্রুত গতিতে চলা টিকাকরণের হাত ধরেই সুস্থ হচ্ছে দেশ, এমনই মনে করছেন বিশেষজ্ঞরা। করোনার সংক্রমণ কমতে থাকায় রাজ্যে-রাজ্যে উঠছে বিধি-নিষেধ। ইতিমধ্যেই প্রায় সব রাজ্যে খুলে গিয়েছে স্কুল, কলেজ-সহ সব শিক্ষা প্রতিষ্ঠান। করোনার আঁধার পেরিয়ে সুস্থতার পথে দেশ।
শনিবার সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৪৯৯ জন। একদিনে দেশে করোনায় মৃত্যু ২৫৫ জনের। সব মিলিয়ে এখনও পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৫ লক্ষ ১৩ হাজার ৪৮১। গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ২৩ হাজার ৫৯৮ জন। সব মিলিয়ে দেশে মোট করোনামুক্ত হয়েছেন ৪ কোটি ২২ লক্ষ ৭০ হাজার ৪৮২ জন। এদিন আরও কমেছে করোনা সক্রিয় রোগীর সংখ্যাও।
India reports 11,499 fresh #COVID19 cases, 23,598 recoveries, and 255 deaths in the last 24 hours.
Active case: 1,21,881 (0.28%)
Daily positivity rate: 1.01%
Total recoveries: 4,22,70,482
Death toll: 5,13,481
Total vaccination: 1,77,17,68,379 pic.twitter.com/IW6KWWFjdr— ANI (@ANI) February 26, 2022
স্বাস্থ্যমন্ত্রকের তথ্য বলছে, এই মুহূর্তে দেশে করোনা সক্রিয় রোগীর সংখ্যা কমে ১ লক্ষ ২১ হাজার ৮৮১। দেশে করোনার সংক্রমণ হার বর্তমানে ১.০১ শতাংশ। সাপ্তাহিক করোনা পজিটিভি রেট ১.৪৮ শতাংশ। শুক্রবার পর্যন্ত দেশে ১৭৭ কোটি ১৭ লক্ষ ৬৮ হাজার ৩৭৯টি করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে। শুক্রবার দেশে ২৫ লক্ষেরও বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে।
আরও পড়ুন- দিল্লিতে উঠে গেল বিধি-নিষেধ! সিদ্ধান্তে খুশি পড়ুয়া-অভিভাবক থেকে ব্যবসায়ীরা
এদিকে, দেশের অধিকাংশ রাজ্যেই করোনার সংক্রমণ কমছে। সব বড় শহরের সংক্রমণ কমছে। দিল্লিতে করোনার সংক্রমণ কমায় বিধি-নিষেধ উঠছে। দিল্লির বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ জানিয়েছে, কোভিড-১৯-এর সংক্রমণ ক্রমশ নিম্নমুখী হচ্ছে। সেই জন্যই কোভিড বিধি-নিষেধ তুলে নেওয়া হচ্ছে। যদিও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এই প্রসঙ্গে বলেন, ''সংক্রমণ কমেছে ঠিকই। কিন্তু তাও সতর্ক থাকতে হবে। সরকারও এই বিষয়ে সজাগ থাকবে। মানুষ যেন কোভিড বিধি মেনে চলেন সেই দিকে নজর রাখবে দিল্লি সরকার।''
Read story in English