আরও কমল করোনার দৈনিক সংক্রমণ। গতকালের চেয়ে অনেকটাই কমেছে করোনায় মৃতের সংখ্যাও। পাল্লা দিয়ে কমেছে সংক্রমণের হারও। সব মিলিয়ে শুক্রবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া আপডেটে স্বস্তির বার্তা।
গতকালের চেয়ে আরও কমল করোনার দৈনিক সংক্রমণ। শুক্রবার সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫৮ হাজার ৭৭ জন। একদিনে দেশে করোনামুক্ত হয়েছেন ১ লক্ষ ৫০ হাজার ৪০৭ জন।
তথ্য বলছে, এই মুহূর্তে দেশে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ৬ লক্ষ ৯৭ হাজার ৮০২ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৬৫৭ জনের। সব মিলিয়ে এখনও পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৫ লক্ষ ৭ হাজার ১৭৭ জন। গতকালের চেয়ে এদিন দেশের সংক্রমণ হারও কমেছে। এই মুহূর্তে দেশে করোনার সংক্রমণ হার ৩.৮৯ শতাংশ।
ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জারি রয়েছে করোনার টিকাকরণ কর্মসূচি। প্রাপ্তবয়স্কদের পাশাপাশি জোরদার গতিতে এগোচ্ছে ১৫-১৮ বছর বয়সীদের টিকাকরণ। রাজ্যে-রাজ্যে অন্য টিকাকেন্দ্র কেন্দ্র ছাড়াও স্কুলগুলিতে টিকা দেওয়ার বন্দোবস্ত করা হয়েছে। যার সুফলও মিলছে হাতে নাতে। একসঙ্গে ১৫-১৮ বছর বয়সী বহু কিশোর কিশোরীকে টিকাকরণের আওতায় আনা সম্ভব হচ্ছে। এখনও পর্যন্ত দেশে ১৭১ কোটি ৭৯ লক্ষ ৫১ হাজার ৪৩২ টিকার ডোজ দেওয়া হয়েছে।
আরও পড়ুন- চার রাজ্যের অ্যাকটিভ আক্রান্তের সংখ্যা চিন্তা বাড়াচ্ছে স্বাস্থ্যমন্ত্রকের
এদিকে, দেশজুড়ে করোনার সংক্রমণ কমলেও এখনই এনিয়ে আত্মতুষ্টির কোনও কারণ নেই বলে আবারও সতর্ক করে দিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO-র সতর্কবাণী মাথায় রাখছে কেন্দ্র।
WHO জানিয়েছে, যে কোনও মুহূর্তে ফের সংক্রমণ উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করতে পারে। নতুন করে শক্তিশালীও হয়ে উঠতে পারে ভাইরাস। এখনও বারবার রূপ পাল্টাচ্ছে করোনা। সেই কারণে আরও বেশ কিছু করোনা সংক্রান্ত সব বিধি নিষেধ যথাযোগ্যভাবে মেনে চলার পরামর্শ কেন্দ্রের।
Read story in English