সংক্রমণ কমছে, সুস্থ হচ্ছে দেশ। করোনার করাল গ্রাস থেকে ক্রমেই মুক্ত ভারত। গতকালের চেয়ে এদিন দৈনিক সংক্রমণ আরও কমেছে। রাজ্যে-রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা কমছে। ফের স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে জনজীবন।
বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ১৪৮ জন। গতকাল আক্রান্তের এই পরিসংখ্যান ছিল ১৫,১০২। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩০২ জনের। সব মিলিয়ে এখনও পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৫ লক্ষ ১২ হাজার ৯২৪।
এরই পাশাপাশি তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ৩০ হাজার ৯ জন। সব মিলিয়ে দেশে করোনার সংক্রমণ ছড়ানো থেকে শুরু করে গতকাল পর্যন্ত ভাইরাসের কবল থেকে মুক্ত হয়েছেন মোট ৪ কোটি ২২ লক্ষ ১৯ হাজার ৮৯৬ জন।
আরও পড়ুন- মহারাষ্ট্রে করোনার হাইজাম্প, উদ্বেগ বাড়াল মৃতের সংখ্যা
এই মুহূর্তে দেশে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ১ লক্ষ ৪৮ হাজার ৩৫৯। দেশে করোনার সংক্রমণ হার ১.২২ শতাংশ। টিকাকরণকে হাতিয়ার করেই করেনামুক্তির পথে ভারত। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য বলছে, গতকাল পর্যন্ত দেশে ১৭৬ কোটিরও বেশি করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে।
দেশের অধিকাংশ রাজ্যেরই করোনাগ্রাফ নিম্নমুখী। এদিকে ফের সংক্রমণ বেড়েছে মহারাষ্ট্রে। রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে করোনা সংক্রমিত হয়েছেন হাজারেরও বেশি, মৃত্যু হয়েছে ৪৭ জনের। মহারাষ্ট্রে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭৮ লক্ষ ৬০ হাজার ৩১৭। রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ লক্ষ ৪৩ হাজার ৬৩৩ জন। সেই সঙ্গে সংক্রমণ হারও সামান্য বেড়ে হয়েছে ১.৮২ শতাংশ।
Read story in English