সুস্থ হচ্ছে দেশ, আরও কমল দেশের দৈনিক সংক্রমণ

একদিনে দেশে করোনামুক্ত হয়েছেন ১৩ হাজার ৪৫০ জন।

একদিনে দেশে করোনামুক্ত হয়েছেন ১৩ হাজার ৪৫০ জন।

author-image
IE Bangla Web Desk
New Update
India reports COVID19 omicron cases 4 march 2022

চলছে নমুনা পরীক্ষা। ছবি: শশী ঘোষ

সুস্থ হচ্ছে দেশ। প্রতিদিন কমছে সংক্রমণ। গতকালের চেয়ে এদিন দেশে করোনার দৈনিক সংক্রমণ আরও কমেছে। রীতিমতো স্বস্তি করোনা অ্যাক্টিভ কেসেও। গতকালের চেয়ে এদিন করোনা সক্রিয় রোগীর সংখ্যাও বেশ খানিকটা কমেছে। তবে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতের সংখ্যা বৃদ্ধিতে উদ্বেগ।

Advertisment

শুক্রবার সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৩৯৬ জন। একদিনে দেশে করোনামুক্ত হয়েছেন ১৩ হাজার ৪৫০ জন। সব মিলিয়ে দেশে করোনার সংক্রমণ ছড়ানোর পর থেকে এখনও পর্যন্ত মোট সুস্থ হলেন ৪ কোটি ২৩ লক্ষ ৬৭ হাজার ৭০ জন। এই মুহূর্তে দেশে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ৬৯ হাজার ৮৯৭।

Advertisment

গত ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি ২০১। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য বলছে, দেশে করোনার মৃতের মোট সংখ্যা বেড়ে ৫ লক্ষ ১৪ হাজার ৫৮৯। এই মুহূর্তে করোনার দৈনিক সংক্রমণ হার ০.৬৯ শতাংশ। অন্যদিকে, রাজ্যে-রাজ্যে জারি করোনার টিকাকরণ কর্মসূচি। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার পর্যন্ত দেশে ১৭৮ কোটি ২৯ লক্ষ ১৩ হাজার ৬০টি করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে।

আরও পড়ুন- মুম্বইয়ে দু’বছর পর পূর্ণ ক্ষমতায় চালু হল স্কুল, অবশেষে মুক্তির স্বাদ পড়ুয়াদের

এদিকে, সংক্রমণ কমতেই দেশজুড়ে উঠে যাচ্ছে করোনা সংক্রান্ত বিধি-নিষেধ। দেশজুড়ে স্বাভাবিক পরিস্থিতি ফেরানোর চেষ্টা জারি। দেশে করোনার সংক্রমণ ছড়ানোর পর থেকে সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয় মহারাষ্ট্রে। দেশের মধ্যে সর্বাধিক করোনা সংক্রমিত রাজ্য মহারাষ্ট্র। তবে সেরাজ্যেও সংক্রমণ কমতেই উঠে গিয়েছে বিধি-নিষেধ। খুলে গিয়েছে স্কুল, কলেজ-সহ সব শিক্ষা প্রতিষ্ঠান।

Read story in English

coronavirus India Corona health Ministry