/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/04/corona-2.jpg)
কিছুতেই কাটছে না করোনা-উদ্বেগ।
সপ্তাহের শুরুতেই দেশের করোনা-স্বস্তি। কমল দৈনিক সংক্রমণ। সক্রিয় রোগীর সংখ্যা কিছুটা বাড়লেও গতকালের চেয়ে মৃত্যু কমেছে। তবে উদ্বেগ এখনও জারি। রাজ্যে-রাজ্যে ছডা়চ্ছে সংক্রমণ। মহারাষ্ট্র, কেরল, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতি নিয়ে চিন্তা বাড়ছে স্বাস্থ্যমন্ত্রকের।
সোমবার সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৬৭৮। যা গতকালের তুলনায় বেশ খানিকটা কম। একদিনে দেশে করোনায় মৃত্যু ২৬ জনের। পরিসংখ্যান বলছে, এই মুহূর্তে দেশে করোনা সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে ১ লক্ষ ৩০ হাজার ৭১৩ জন। দেশে দৈনিক করোনা পজিটিভিটি রেট ৫.৯৯ শতাংশ।
#COVID19 | India reports 16,678 fresh cases, 14,629 recoveries and 26 deaths in the last 24 hours.
Active cases 1,30,713
Daily positivity rate 5.99% pic.twitter.com/A2M7HQprWW— ANI (@ANI) July 11, 2022
রাজ্যে-রাজ্যে ছড়াচ্ছে সংক্রমণ। মহারাষ্ট্র, কেরল, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গের মতো রাজ্যগুলিতে উদ্বেগ বাড়াচ্ছে করোনা। সংক্রমণে লাগাম পরাতে এখনই কোভিড বিধিতে কড়াকড়ি করার সওয়াল তুলেছেন বিশেষজ্ঞরা। ফের একবার বাড়ির বাইরে পা রাখলেই মাস্ককে অপরিহার্য সঙ্গী করতে আবেদন জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন- ফি বছর হড়পা বানের কবলে অমরনাথ, মৃত্যু মিছিলের পর প্রশাসনিক ব্যর্থতা নিয়ে উঠছে প্রশ্ন
দেশের অন্য বেশ কয়েকটি রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গেও চিন্তা বাড়াচ্ছে করোনা। বাংলায় নতুন করে আক্রান্তদের মধ্যে অধিকাংশই উপসর্গহীন করোনা রোগী। তাঁরা অন্যান্য রোগের চিকিৎসা করাতে আসছেন হাসপাতালে। সেখানে এসেই ধরা পড়ছে করোনা। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় ২০%-এর বেশি করোনা পজিটিভিটি রেট রেকর্ড করা হয়েছে।