/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/01/corona-vaccine-children.jpg)
টিকাকরণ জীবন বাঁচাতে পারে
ফের ঊর্ধ্বমুখী দেশের কোভিড-গ্রাফ। গতকালের চেয়ে একধাক্কায় ৬.৮ শতাংশ বেড়ে গিয়েছে দৈনিক সংক্রমণ। উদ্বেগ বাড়িয়ে এদিনও করোনায় মৃতের সংখ্যা ১ হাজারের বেশি। বেড়েছে সংক্রমণের হারও। তবে স্বস্তি শুধুই অ্যাক্টিভ কেসে। গতকালের চেয়ে এদিন করোনা সক্রিয় রোগীর সংখ্যা কমেছে।
বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৭২ হাজার ৪৩৩ জন। গতকাল এই পরিসংখ্যান ছিল ১ লক্ষ ৬১ হাজারের কিছু বেশি। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার গ্রাস থেকে মুক্ত হয়েছেন ২ লক্ষ ৫৯ হাজার ১০৭ জন।
India reports 1,72,433 fresh COVID cases (6.8% higher than yesterday), 2,59,107 recoveries, and 1008 deaths in the last 24 hours
Active cases: 15,33,921
Death toll: 4,98,983
Daily positivity rate: 10.99%
Total vaccination: 167.87 crore pic.twitter.com/ZgQtIloAzu— ANI (@ANI) February 3, 2022
এই মুহূর্তে দেশে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ১৫ লক্ষ ৩৩ হাজার ৯২১। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০০৮ জনের। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য বলছে, দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৪ লক্ষ ৯৮ হাজার ৯৮৩। এই মুহূর্তে দেশের দৈনিক সংক্রমণের হার ১০.৯৯ শতাংশ। ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে দেশে জারি টিকাকরণ কর্মসূচি। বুধবার পর্যন্ত ১৬৭ কোটি ৮৭ লক্ষ করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে।
আরও পড়ুন- ফের মুম্বইয়ের সংক্রমণ হাজারের গণ্ডি ছাড়াল, গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১,১২৮
দেশের বেশ কয়েকটি রাজ্যের সংক্রমণ পরিস্থিতি এখনও উদ্বেগজনক জায়গায় রয়েছে। দক্ষিণের রাজ্য কেরল, কর্নাটকের সংক্রমণ পরিস্থিতি এখনও চিন্তায় রেখেছে কেন্দ্রকে। দেশের বড় শহরগুলির করোনা পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি। মুম্বই, বেঙ্গালুরু, কলকাতা, চেন্নাইয়ের মতো বড় শহরগুলিতে এখনও প্রতিদিন বহু মানুষ নতুন করে সংক্রমিত হচ্ছেন।