দৈনিক করোনা সংক্রমণে স্বস্তি দেশে। পরপর দুদিন ২০ হাজারের নীচে দৈনিক আক্রান্তের সংখ্যা। তবে উদ্বেগ বাড়াল মৃত্যু। গতকালের থেকে কিছুটা বেড়েছে মৃত্যুর সংখ্যা। সব রাজ্যে সংক্রমণ-মৃত্যু কমলেও কেরলে পরিস্থিতি ঊর্ধ্বমুখী। যা নিয়ে চিন্তায় কেন্দ্র।
বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমিত ১৮,৮৭০ জন। মৃত্যু হয়েছে ৩৭৮ জনের। গতকাল মৃত্যুর সংখ্যা ছিল ১৭৯। ঊর্ধ্বমুখী মৃত্যু চিন্তা বাড়াচ্ছে। দৈনিক সংক্রমণ সবচেয়ে বেশি কেরলে। দক্ষিণের এই রাজ্যে একদিন আক্রান্ত ১২ হাজার ছুঁইছুঁই। মৃত্যু হয়েছে ১৪৯ জনের। কেরলের লাগামহীন সংক্রমণ চিন্তায় রেখেছে কেন্দ্রকে।
এদিকে, টিকাকরণ অভিযান শুরুর পর আট মাসে ভারতের ২৫ শতাংশ প্রাপ্তবয়স্কের সম্পূর্ণ টিকাকরণ হয়েছে বলে জানিয়েছে কেন্দ্র। তথ্য অনুযায়ী, মঙ্গলবার দেশজুড়ে ৫৩ লক্ষের বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে। দেশে ৮৭.৫৯ কোটি মানুষের টিকাকরণ হয়েছে। মঙ্গলবার পর্যন্ত দেশের ৬৮ শতাংশ প্রাপ্তবয়স্ক প্রথম ডোজ পেয়েছেন এবং ২৪.৬১ শতাংশ দুটি ডোজই পেয়েছেন।
আরও পড়ুন রাজ্যে অনেকটাই বাড়ল করোনার দৈনিক সংক্রমণ! উদ্বেগ বাড়াচ্ছে দক্ষিণবঙ্গ
অন্যদিকে, আন্তর্জাতিক বিমান পরিষেবায় নিষেধাজ্ঞা ৩১ অক্টোবর পর্যন্ত বাড়াল কেন্দ্র। নির্দিষ্ট কয়েকটি রুটে, এয়ার বাবল পরিষেবা আগের মতোই চলবে বলে জানা গিয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন