scorecardresearch

টানা দ্বিতীয় দিন ৩ হাজারের বেশি সংক্রমণ, কোভিড আতঙ্কে কাঁপছে দেশ

অ্যাকটিভ আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫,২০৮।

India records 1,300 new Covid infections
করোনা নিয়ে নতুন করে আতঙ্ক বাড়ছে।

ভারতে টানা দ্বিতীয় দিন ৩ হাজারের বেশি সংক্রমণ, কোভিড আতঙ্কে কাঁপছে দেশ। ফের বাড়ছে করোনা সংক্রমণ। গত কয়েক দিন ধরেই লাগাতার ঊর্ধ্বমুখী সংক্রমণ আজও অব্যাহত। এবার সেটা রীতিমতো উদ্বেগের জায়গায় পৌঁছে গেল। একদিনে করোনা আক্রান্ত হলেন ৩ হাজারের বেশি মানুষ। শুক্রবার ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩হাজার ৯৫ জন। এটি ২০২৩ সালে সর্বোচ্চ সংক্রমণ। এদিকে, ভারতের স্বাস্থ্য মন্ত্রকের আপডেট করা তথ্য অনুসারে অ্যাকটিভ আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫,২০৮।

Omicoron XBB ভ‌্যারিয়েন্টের দাপটে বিশ্বজুড়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ‌্যা। এই পরিস্থিতিতে সংক্রমণ রুখতে টিকাকরণ নিয়ে ফের নতুন নির্দেশিকা জারি করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কী বলা হয়েছে তাতে? তাতে বলা হয়েছে, করোনার টিকার দু’টি ডোজ নেওয়া হয়ে গেলেও ফের নতুন করে বুস্টার ডোজ নিতে হবে। বুস্টার নেওয়া থাকলেও পুনরায় নিতে হবে বুস্টার। আগের টিকা থেকে নতুন বুস্টার ডোজের ব্যবধান ৬ মাস থেকে ১ বছরের মধ্যে হতে হবে।

ইতিমধ্যেই আমেরিকা, কানাডায় করোনার বুস্টার ডোজ চালু হয়ে গিয়েছে। শরীরের রোগ প্রতিরোধ বাড়িয়ে তুলতে ও অ্যান্টিবডির পরিমাণ বাড়াতে বুস্টার নেওয়ার বিকল্প কিছু নেই বলে দাবি বিজ্ঞানীদের। যদিও ভারতের বিভিন্ন রাজ্যে বুস্টার ডোজ নিয়ে মানুষের অনীহা বাড়ছে। এনিয়ে বারে বারে সরব হয়েছেন চিকিৎসকরা।

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: India reports over 3k new covid 19 cases for 2nd consecutive day