ভারত ২ মাসের বিরতির পরে কানাডিয়ানদের জন্য ই-ভিসা পরিষেবাগুলি পুনরায় শুরু করেছে। কানাডায় খালিস্তানি সন্ত্রাসবাদী হরদীপ সিং নিজ্জারকে হত্যার পর ভারত ও কানাডার মধ্যে কূটনৈতিক উত্তেজনা (India Canada E Visa Service Resume) যথেষ্ট বেড়ে গিয়েছিল। এর পরে ভারত কানাডিয়ানদের জন্য ই-ভিসা পরিষেবা স্থগিত করে। কিন্তু কূটনৈতিক বিতর্কের দু মাস পরে ভারত কানাডিয়ানদের জন্য ই-ভিসা পরিষেবা পুনরায় চালু করেছে।
ভারত ও কানাডার উত্তেজনার পারদ গলতে শুরু করেছে। ভারত কানাডার নাগরিকদের জন্য ই-ভিসা পরিষেবা পুনরায় চালু করেছে। সূত্রের তথ্য দিয়ে সংবাদ সংস্থা এএনআই এ খবর জানিয়েছে। ভারত গত দুই মাস ধরে কানাডার নাগরিকদের জন্য ইলেকট্রনিক ভিসা পরিষেবা নিষিদ্ধ করেছিল। ভিসা পরিষেবা ফের চালু করা হলে, কানাডিয়ান নাগরিকরা ভারতে ভ্রমণ করতে পারবেন।
প্রকৃতপক্ষে, কানাডা সেপ্টেম্বরে খালিস্তানি সন্ত্রাসী হরদীপ সিং নিজ্জার হত্যার জন্য ভারতীয় এজেন্টদের অভিযুক্ত করেছিল। এ কারণে দুই দেশের সম্পর্কের ব্যাপক অবনতি ঘটে। কানাডার প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ট্রুডো কানাডিয়ান পার্লামেন্টে বলেছিলেন যে জুনে ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের গুরুদ্বারের বাইরে কানাডিয়ান নাগরিক নিজ্জার হত্যা ভারতীয় এজেন্টরা জড়িত ছিল। এর পরে, ২১ সেপ্টেম্বর ভারত কানাডিয়ান নাগরিকদের জন্য ই-ভিসা পরিষেবা নিষিদ্ধ করে।