Covid-19 in India: মঙ্গলবার কিছুটা স্বস্তি দেখিয়ে দেশের দৈনিক সংক্রমণ নেমেছিল ৩০ হাজারের নীচে। বুধবার উদ্বেগ বাড়িয়ে ফের ঊর্ধ্বমুখী দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৮ হাজার ৩৫৩ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩, ২০, ৩৬, ৫১১ জন। শুধু সংক্রমণ নয়, বেড়েছে দৈনিক মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৪৯৭ জনের। এখনও পর্যন্ত দেশে মোট মৃত্যু ৪ লক্ষ ২৯ হাজার ১৭৯ জনের। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, একদিনে প্রায় ৩৬% বেড়েছে দৈনিক সংক্রমণ। ৫০০-র নীচে দৈনিক মৃত্যু হলেও, একদিনে ৩৩% বাড়ল প্রাণহানি।
এদিকে, গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণ বাড়লেও সক্রিয় রোগীর সংখ্যা কমেছে। মঙ্গলবারই তা ৪ লক্ষের নীচে নেমেছে। গত ২৪ ঘণ্টায় কমেছে দু’হাজারের বেশি। দেশে এখন সক্রিয় রোগী রয়েছে ৩ লক্ষ ৮৬ হাজার ৩৫১ জন।
রাজ্যে রাজ্যে সংক্রমণ পরিস্থিতির কোনও উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। গত ২৪ ঘণ্টায় কেরলে আক্রান্তের সংখ্যা ২১ হাজারের বেশি। মহারাষ্ট্রে ৫ হাজার ৬০৯। এর পর ক্রমান্বয়ে রয়েছে তামিলনাড়ু (১,৮৯৩), অন্ধ্রপ্রদেশ (১,৪৬১), কর্নাটক (১,৩৩৮), ওড়িশা (১,০৪১) এবং অসম (৯২৯)। দেশের বাকি রাজ্যগুলিতে সংক্রমণ এক হাজারের নীচে রয়েছে।
অপরদিকে, করোনার ডেল্টা প্লাস রূপে রাজ্যে তিন জন নয়, এক জন সংক্রমিত হয়েছেন। কেন্দ্রের পাঠানো রিপোর্ট বিভ্রান্তিকর। সেখানে উল্লেখ, রাজ্যে ডেল্টা প্লাসে আক্রান্ত হয়েছেন তিন জন।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন