Advertisment

মাঝে একদিনের বিরতি! ফের তেড়েফুঁড়ে উঠলো করোনা সংক্রমণ, মৃতের সংখ্যা চিন্তা বাড়াচ্ছে

উপসর্গ (Symptoms) মৃদু হলেও প্রাণ হারাচ্ছেন প্রবীণ ব্যক্তিরা

author-image
IE Bangla Web Desk
New Update
Covid-19, modi on covid-19, PM Modi on Covid-19, Covid-19 meeting, covid 19 meet, Covid-19 India, Coronavirus cases in India, covid deaths in India, Narendra Modi, Covid news Indian Express, Modi news Indian Express, prime minister narendra modi, pm modi" />

মাঝে সামান্য বিরতি! ফের তেড়েফুঁড়ে উঠলো করোনা সংক্রমণ। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুসারে গত ২৪ ঘন্টায় নতুন করে দেশে করোনায় কাবু হয়েছেন ৯হাজার ৬২৯ জন। একদিনে দেশে মৃত্যু হয়েছে ২৯ জনের। মৃতের সংখ্যা বেড়ে ৫,৩১,৩৯৮-এ দাঁড়িয়েছে। দিল্লিতে ৬টি, মহারাষ্ট্র এবং রাজস্থানে ৩টি, হরিয়ানা এবং উত্তর প্রদেশে ২টি করে এবং ওড়িশা, গুজরাট এবং ছত্তিশগড়ে ১টি করে মৃত্যুর খবর পাওয়া গেছে। দশটি মৃত্যুই হয়েছে কেরলে। স্বাস্থ্যমন্ত্রকের ডেটা অনুসারে এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৬১ হাজার ১৩ জন।

Advertisment

দৈনিক পজিটিভিটি রেট রেকর্ড করা হয়েছে ৫.৩৮%। যেখানে সাপ্তাহিক পজিটিভিটি রেট ৫.৬১%। সুস্থতার হার দেশে ৯৮.৬৭ শতাংশ। গতকাল স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুসারে দেশে করোনা আক্রান্ত হয়েছিলেন ৬হাজার ৬৬০জন। দেশে ভয়াবহ করোনার দাপটে লাগাম টানতে মরিয়া সরকার। বেশ কয়েকটি রাজ্যের পরিস্থিতি চিন্তা বাড়িয়েছে।

এই অবস্থায় দেশের সাতটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পাশাপাশি দিল্লির জন্য নয়া নির্দেশিকা জারি করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। উত্তরপ্রদেশ তামিলনাড়ু , কেরল ,হরিয়ানা , মহারাষ্ট্র , রাজস্থান , কর্নাটক ও দিল্লির মুখ্যসচিব ও স্বাস্থ্য দফতরের প্রধান সচিব ও সচিবদের একটি চিঠি পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ। নয়া স্ট্রেনের দাপটেই বাড়বাড়ন্ত করোনা ভাইরাসের। উপসর্গ (Symptoms) মৃদু হলেও প্রাণ হারাচ্ছেন প্রবীণ ব্যক্তিরা, সেই সঙ্গে যাদের কো-মর্বিডিটি (Co-Morbidity) আছে এমন মানুষ অর্থাৎ যাঁদের হৃদপিণ্ড, কিডনি, ফুসফুস, যকৃতের রোগ আছে তাঁদের ক্ষেত্রে আরও সাবধানতা মেনে চলার নির্দেশ জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক।

রিপোর্ট অনুসারে বলা হয়েছে, যারা এই নয়া স্ট্রেনের কবলে পড়ছেন তাদের মধ্যে ১-২ দিন ধরে জ্বর, গলা ব্যথা, মাথাব্যথা, ডায়রিয়ার মতো উপসর্গ ছাড়াও শরীরে প্রচণ্ড ব্যথার মতো উপসর্গ দেখা দিচ্ছে। XBB.1.16 বা Arcturus ভেরিয়েন্ট তরুণদের অনেক বেশি সংক্রমিত করছে। এনিয়ে বিশেষ ভাবে সাবধানতা মেনে চলার কথা বলেছেন চিকিৎসকরা। তাদের কথায়, XBB.1.16 বা Arcturus ভেরিয়েন্ট অল্পবয়সীদের সংক্রামিত করছে এমন আবহে কোভিড বিধি মেনে চলা বাধ্যতামূলক।

coronavirus
Advertisment