Advertisment

সাত বছর আগে সীমান্ত পেরিয়ে চলে আসা বাংলাদেশের যুবতীকে ফিরিয়ে দিল প্রশাসন

"স্কিৎজোফ্রেনিয়ায় এমন একটি অসুখ, যেখানে আক্রান্তের নিজের অনুভূতি, আচরণের ওপর নিয়ন্ত্রণ থাকে না। তাই প্রথম দিকে বীথির পরিচয় পাওয়া একটু মুশকিল হয়েছিল"।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সাত বছর আগে কাঁটাতার পেরিয়ে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে বাংলাদেশের এক মহিলাকে গ্রেফতার করেছিল এ দেশের পুলিশ। স্কিৎজোফ্রেনিয়ায় আক্রান্ত ২৮ বছরের মহিলাকে গত বুধবার স্বদেশে ফেরাল এ দেশের প্রশাসন। বিগত কয়েক বছর এ দেশেই চিকিৎসা চলেছে ওই যুবতীর।

Advertisment

 রাজ্যের মানসিক স্বাস্থ্য বিভাগের আধিকারিক ডঃ জ্যোতির্ময় ঘোষ ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, "বীথি আকতারকে সাত বছর আগে আটক করেছিল এ দেশের পুলিশ। আগরতলার সরকারি হাসপাতালে তার চিকিৎসা চলেছে। বীথি ক্রনিক  স্কিৎজোফ্রেনিয়ায় ভুগছিলেন। দীর্ঘকালের চিকিৎসার পর তিনি ৮০ থেকে নব্বই শতাংশ আরোগ্য লাভ করেছিলেন। আজ তাঁকে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হল"।

আরও পড়ুন, ‘কেউ দিন, কেউ নিন’ পোশাক জোগাতে অভিনব উদ্যোগ ত্রিপুরায়

স্কিৎজোফ্রেনিয়ায় এমন একটি অসুখ, যেখানে আক্রান্তের নিজের অনুভূতি, আচরণের ওপর নিয়ন্ত্রণ থাকে না। তাই প্রথম দিকে বীথির পরিচয় পাওয়া একটু মুশকিল হয়েছিল।

বীথি আকতারের বাড়ি বাংলাদেশের নারাইল জেলার লোহাগারা গ্রামে। ২০১০ সালে নিখোঁজ হয়ে যান তিনি। পরে ২০১২ সালে আগরতলার সরকারি হাসপাতালে খোঁজ পাওয়া যায় তাঁর। বুধবার সকালে বীথিকে নিতে আখাউরা সীমান্তে হাজির হন বীথির মা সাফিয়া বেগম সহ পরিবারের অন্যন্যরা। সাফিয়া জানিয়েছেন, "এত বছর পর আমরা আমাদের মেয়েকে ফিরে পেয়ে খুব খুশি। ওর চিকিৎসা করানোর জন্য ভারত সরকারের কাছে আমরা কৃতজ্ঞ।

Advertisment