Advertisment

শোভাযাত্রা করে ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ড উদযাপন, কানাডার তীব্র সমালোচনায় মুখর ভারত

তীব্র সমালোচনা করেছেন বিদেশমন্ত্রী জয়শংকর।

author-image
IE Bangla Web Desk
New Update
Indira Gandhi’s assassination

ভিডিওটির স্ক্রিনগ্র্যাবে দেখা যাচ্ছে, ব্রাম্পটনে ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ড একটি কুচকাওয়াজের মাধ্যমে উদযাপিত হচ্ছে।

প্রকাশ্যে কুচকাওয়াজের মাধ্যমে উদযাপিত হল প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ড। এমন দৃশ্য দেখা গেল কানাডার ব্রাম্পটনে। এধরনের একটি ঘটনার অনুমতি দেওয়ায় কানাডার তীব্র সমালোচনা করেছে ভারত। সোশ্যাল মিডিয়ায় এই কুচকাওয়াজ বা শোভাযাত্রার দৃশ্য ধরা পড়েছে। ছয় সেকেন্ডের ক্লিপটি টুইটারে শেয়ার করেছেন বলরাজ দেওল নামে এক ব্যক্তি। ক্লিপে একটি ট্যাবলো দেখা গিয়েছে। যাতে ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ডের দৃশ্য তুলে ধরা হয়েছে। ৪ জুন এই শোভাযাত্রা পালিত হয়েছে। ওই ট্যাবলো নিয়ে ৫ কিলোমিটার মিছিল করেছেন শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা।

Advertisment

ট্যাবলোতে দেখা গেছে ইন্দিরা গান্ধী সাদা শাড়ি পড়ে দু'হাত তুলে দাঁড়িয়ে। তাঁর শাড়ি লাল রঙের ছোপ। যা আসলে রক্তের প্রতীক। আর, ইন্দিরা গান্ধীর সামনে অস্ত্র উঁচিয়ে দাঁড়িয়ে আছেন এক শিখ নিরাপত্তারক্ষী। যিনি ইন্দিরা গান্ধীকে গুলি করছেন, বোঝানো হয়েছে ওই ট্যাবলোয়। ইন্দিরা গান্ধীর মূর্তির পিছনে ব্যানারে বড় আকারে লিখে দেওয়া হয়েছে, 'রিভেঞ্জ' বা প্রতিশোধ।

যথারীতি এই ক্লিপ প্রকাশিত হওয়ার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিদেশ মন্ত্রক। বিদেশমন্ত্রী এস জয়শংকর বৃহস্পতিবার দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে বলেন, 'সত্যি কথা বলতে কী, আমরা ভোট ব্যাংকর রাজনীতি ছাড়া অন্য কিছুর প্রয়োজনীয়তা বুঝতে ব্যর্থ হয়েছি। কেউ কেন এটা করবে? আমি মনে করি বিচ্ছিন্নতাবাদীদের, চরমপন্থীদের, সহিংসতার পক্ষে থাকা লোকেদের যে জায়গা দেওয়া হয়েছে তা নিয়ে একটি বৃহত্তর অন্তর্নিহিত সমস্যা রয়েছে। আমি মনে করি, এটি সম্পর্কের (ভারত ও কানাডা) জন্য ভাল নয়, কানাডার জন্য ভাল নয়।' ঘটনার তীব্র নিন্দা করেছে কংগ্রেস। দলের তরফে বিদেশমন্ত্রী জয়শংকরের কাছে আর্জি জানানো হয়েছে, যাতে কানাডা সরকারের কাছে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এই ক্লিপ প্রত্যাহারের দাবি জানানো হয়।

আরও পড়ুন- ভোজ্য তেলের তুলনায় ডালে বেশি আত্মনির্ভরতা ভারতের, কীভাবে হল সম্ভব?

কংগ্রেসের তরফে দলের নেতা মিলিন্দ দেওরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, 'একজন ভারতীয় হিসেবে, আমি কানাডার ব্রাম্পটন শহরে অনুষ্ঠিত ৫ কিলোমিটার দীর্ঘ শোভাযাত্রা দেখে অবাক হয়েছি। এই শোভাযাত্রায় ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ডের দৃশ্য তুলে ধরা হয়েছে। এটি পক্ষ নেওয়ার ব্যাপার না। এটি একটি জাতির ইতিহাসের প্রতি শ্রদ্ধা এবং তার প্রধানমন্ত্রীর হত্যার কারণে সৃষ্ট বেদনার কথা। এই চরমপন্থা সর্বজনীন নিন্দা এবং ঐক্যবদ্ধ প্রতিক্রিয়ার দাবি রাখে।'

India Canada Indira Gandhi
Advertisment