Advertisment

India slams China: ভারতের থেকে অরুণাচল ছিনিয়ে নেওয়ার ফন্দি চিনের, কড়া অবস্থান মোদী সরকারের

China over its claims on Arunachal Pradesh: জয়সওয়াল জানিয়েছেন, গত ৯ মার্চ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অরুণাচল প্রদেশ সফরের বিরুদ্ধে বেজিং তীব্র আপত্তি জানিয়েছিল। সেই আপত্তিকে ভারত বিশেষ গুরুত্ব দেয়নি। আর, তারপরই রবিবার চিনের সেনাবাহিনী দাবি করেছে যে অরুণাচল প্রদেশ তাদের ভূখণ্ড।

author-image
IE Bangla Web Desk
New Update
PM Modi Siliguri Kawakhari Rally Updates , গোর্খা ভাই বোনেদেরসমস্যা সমাধানের চেষ্টা করছে বিজেপি, শিলিগুড়িতে বললেন প্রধানমন্ত্রী মোদী

PM Modi: মোদীর মুখে ফের 'টুকরে টুকরে গ্যাং', প্রচারে ঝড় তুলে কংগ্রেসকে ধুইয়ে দিলেন প্রধানমন্ত্রী

India slams China over its claims on Arunachal Pradesh: সীমান্তে ফের ভারতের বিরূপ প্রতিবেশী চিন জেগে উঠেছে। অরুণাচল প্রদেশকে তাদের অংশ বলে দাবি করে বসেছে। এবার আর কূটনৈতিক স্তরের কেউ নয়। এক্কেবারে চিনের সেনাবাহিনী এই দাবি করেছে। আর, তারপরই প্রতিবাদে সরব হয়েছে ভারত। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল চিনের দাবিকে 'অবাস্তব, ভিত্তিহীন' বলে উড়িয়ে দিয়েছেন।

Advertisment

জয়সওয়ালের এই বক্তব্যের ঠিক দুদিন আগেই চিনের সেনাবাহিনী দাবি করেছিল যে অরুণাচল প্রদেশ চিনের সেনাবাহিনীর অবিচ্ছেদ্য অঙ্গ। যার প্রেক্ষিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন যে, এই ব্যাপারে চিনকে বেশ কয়েকবার সতর্ক করা হয়েছে। তার 'বাস্তব অবস্থান' সম্পর্কে সচেতন করা হয়েছে।

এই ব্যাপারে জয়সওয়াল এক বিবৃতিতে বলেন, 'আমরা ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যের জমির ওপর চিনের অযৌক্তিক দাবি লক্ষ্য করেছি। এই বিষয়ে চিন বারবার ভিত্তিহীন যুক্তি দিচ্ছে। বারবার ভিত্তিহীন যুক্তি দিলেই কোনও কিছু বৈধ হয়ে যায় না। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে। অরুণাচলের জনগণ আমাদের উন্নয়নমূলক কর্মসূচি এবং পরিকাঠামোগত প্রকল্প থেকে উপকৃত হতে থাকবেন।'

জয়সওয়াল জানিয়েছেন, গত ৯ মার্চ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অরুণাচল প্রদেশ সফরের বিরুদ্ধে বেজিং তীব্র আপত্তি জানিয়েছিল। সেই আপত্তিকে ভারত বিশেষ গুরুত্ব দেয়নি। আর, তারপরই রবিবার চিনের সেনাবাহিনী দাবি করেছে যে অরুণাচল প্রদেশ তাদের ভূখণ্ড। চিন অরুণাচল প্রদেশের অন্য নাম দিয়েছে। শুধু তাই নয়, বারবার নিজেদের ম্যাপে অরুণাচল প্রদেশকে যুক্ত করে চিন বোঝাতে চায় যে, ওই অঞ্চল তাদের। বারবারই যার প্রতিবাদ করেছে ভারত।

চিনের দাবি যে অরুণাচল প্রদেশ আসলে দক্ষিণ তিব্বত। সেই দক্ষিণ তিব্বতের নাম জাংনান। এমনিতে চিন তিব্বত দখল করে রেখেছে। জিনপিঙের দেশের দাবি, সেই দখল করা তিব্বতের অংশ জাংনান বা অরুণাচল প্রদেশ। আর, সেই কারণেই বেজিং অরুণাচল প্রদেশে কোনও ভারতীয় নেতা-নেত্রীদের যাতায়াতের বিরোধিতা করে থাকে।

আরও পড়ুন- বিরাট ফ্যাসাদে বিজেপির অন্যতম শীর্ষ নেতা! পকসো আইনে শ্লীলতাহানির অভিযোগ নাবালিকার মায়ের

ভারত অবশ্য বারবারই অরুণাচল প্রদেশের ওপর চিনের দাবি উড়িয়ে দিয়েছে। জোর দিয়ে বলেছে যে অরুণাচল প্রদেশ আসলে ভারতের অবিচ্ছেদ্য অংশ। শুধু তাই নয়, বেজিংয়ের দেওয়া নামও বাতিল করে দিয়েছে নয়াদিল্লি। একইসঙ্গে চিনকে স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছে যে, নতুন নাম দিয়েই অঞ্চল আলাদা হয়ে যায় না।

India China Army china Indian army
Advertisment