বিশেষ সুবিধাপ্রাপ্ত দেশ বা মোস্ট ফেভারড নেশন হিসেবে পাকিস্তানের নাম প্রত্যাহৃত হওয়ার এক দিন পরেই, নতুন সিদ্ধান্তের কথা ঘোষণা করল ভারত। অর্থমন্ত্রী অরুণ জেটলি জানিয়ে দিয়েছেন, পাকিস্তান থেকে যে কোনও পণ্য আমদানি করতে হলে ২০০ শতাংশ শুল্ক দিতে হবে। পুলওয়ামায় জঙ্গি হামলায় ৪০ জন সিআরপিএফ জওয়ান হত্যার পর থেকে পাকিস্তানকে একঘরে করার প্রয়াস চালাচ্ছে ভারত।
আরও পড়ুন, ভারতের সিদ্ধান্তে পাকিস্তানের কী এসে যাবে?
গোটা বিষয়টি জানিয়ে টুইট করেছেন অরুণ জেটলি।
India has withdrawn MFN status to Pakistan after the Pulwama incident. Upon withdrawal, basic customs duty on all goods exported from Pakistan to India has been raised to 200% with immediate effect. #Pulwama
— Arun Jaitley (@arunjaitley) February 16, 2019
পাকিস্তান থেকে ভারত যে দুটি মূল জিনিস আমদানি করে, তা হল ফল এবং সিমেন্ট। বর্তমানে ফলের উপর শুল্ক দিতে হয় ৩০-৫০ শতাংশ, এবং সিমেন্টের উপর শুল্কের পরিমাণ ৭.৫ শতাংশ। এক সরকারি সূত্রের মতে, পাকিস্তান থেকে আমদানি করা পণ্যের উপর ২০০ শতাংশ শুল্ক চাপানোর অর্থ কার্যত সে দেশ থেকে আমদানি বন্ধ করে দেওয়ার শামিল। শুক্রবার ভারত যে মোস্ট ফেভারড নেশনের তালিকা থেকে পাকিস্তানের নাম প্রত্যাহার করে নিয়েছে, সে সম্পর্কিত সিদ্ধান্ত গৃহীত হয় নিরাপত্তা সংক্রান্ত উচ্চপর্যায়ের এক মন্ত্রিসভার বৈঠকে। ২০১৮-র আর্থিক বর্ষে ভারত-পাক বাণিজ্যের পরিমাণ ছিল ২.৪০ বিলিয়নন ডলার, যা ভারতের মোট বাণিজ্যের ০.৪ শতাংশ।
পাকিস্তান ভারতে যে যে পণ্য রফতানি করে, তার মধ্যে রয়েছে তাজা ফল, সিমেন্ট, পেট্রোলিয়মজাত দ্রব্য, ধাতু, চামড়া, তুলোস মশলা, উল, রবারজাত দ্রব্য, অ্যালকোহলিক পানীয়, মেডিক্যাল সামগ্রী, প্লাস্টিক, রং এবং ক্রীড়াসামগ্রী।
আরও পড়ুন, মাসুদ আজহারকে সন্ত্রাসবাদী ঘোষণা: পথের কাঁটা চিন
ভারত থেকে পাকিস্তান যে পরিমাণ পণ্য আমদানি করে, পরিমাণগত হিসেবে তার এক চতুর্থাংশ তারা ভারতে রফতানি করে। ভারত রফতানি করে মূলত তুলো, রং, রাসায়নিক, সব্জি, লোহা ও ইস্পাত। আমদানি করে মূলত ফল, সিমেন্ট, মশলা ও চামড়া।
১৯৯৪ সালের গ্যাট (General Agreement on Tariffs and Trade)-এর প্রথম অনুচ্ছেদেই বলা আছে, বিশ্ব বাণিজ্য সংস্থার সমস্ত সদস্য দেশ একে অপরকে বিশেষ সুবিধাপ্রাপ্ত দেশ বা মোস্ট ফেভারড নেশন বলে চিহ্নিত করবে। সেই মোতাবেক ভারত পাকিস্তান সহ বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO)-র সদস্য সমস্ত দেশকেই মারাকেশ চুক্তি লাগুর শুরু দিন থেকেই বিশেষ সুবিধাপ্রাপ্ত দেশের মর্যাদা দিয়ে আসছে।
সারা পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যেকার বাণিজ্য আইন স্থির করার একমাত্র সংগঠন বিশ্ব বাণিজ্য সংস্থা। এদের সদস্য ১৬৪টি দেশ। সামান্য হাতে গোনা কয়েকটি দেশ বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য নয়।
জেটলি জানিয়েছেন, এ ঘটনায় যাদের হাত রয়েছে, সেই পাকিস্তানকে সারা বিশ্ব থেকে একঘরে করার জন্য সমস্ত সম্ভাব্য পদক্ষেপ নিতে চলেছে বিদেশমন্ত্রক।