৪১ কূটনীতিককে ফেরত পাঠানোর ভারতের সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছে কানাডা। ভারতের বিরুদ্ধে ভিয়েনা কনভেনশন লঙ্ঘনের অভিযোগও সামনে এনেছে কানাডা। এর পাশাপাশি রতের নেওয়া ‘এই’ সিদ্ধান্তের বিরোধিতা করেছে কানাডা। ভারতের বিরুদ্ধে কানাডার অভিযোগের পরই মুখ খলেছেন জয়শঙ্কর। তিনি সাফ জানিয়ে দিয়েছে কূটনীতিকদের ফিরিয়ে নেওয়ার নির্দেশে ভিয়েনা কনভেনশনকে লঙ্ঘন করা হয়নি । এক অনুষ্ঠানে তিনি বলেন, 'কানাডাকে কূটনীতিকদের সংখ্যা কমাতে বলায় ভিয়েনা কনভেনশনের কোন লঙ্ঘন হয়নি'।
বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, "ভারত ও কানাডার মধ্যে সম্পর্ক এই সময়ে ‘খুব কঠিন পর্যায়ে’ যাচ্ছে। নয়াদিল্লি থেকে ৪১ জন কানাডিয়ান কূটনীতিক ফিরে আসার পর তার প্রথম প্রতিক্রিয়ায়, জয়শঙ্কর রবিবার বলেন, "আমরা আমাদের বিষয়ে কোনও ধরণের হস্তক্ষেপ বরদাস্ত করতে পারি না।"
জয়শঙ্কর কূটনৈতিক বিরোধে ভিয়েনা কনভেনশন অনুসরণ করার জন্য আমেরিকা এবং ব্রিটেনের দেওয়া পরামর্শেরও স্পষ্ট প্রতিক্রিয়া জানিয়েছেন। এক অনুষ্ঠানে তিনি বলেন, কানাডাকে কূটনীতিকদের সংখ্যা কমাতে বলায় ভিয়েনা কনভেনশনের কোন লঙ্ঘন হয়নি। তিনি বলেন, ভিয়েনা কনভেনশনে সমতার সুস্পষ্ট বিধান রয়েছে। জয়শঙ্কর বলেন, ভারতকে এই পদক্ষেপ করতে হয়েছে কারণ কানাডা আমাদের অভ্যন্তরীণ বিষয়ে ক্রমাগত হস্তক্ষেপ আমাদের উদ্বেগ বাড়িয়েছে।
জয়শঙ্কর বলেছেন, কানাডার রাজনীতির একটি অংশ এবং এর কারণে বাস্তবায়িত নীতি নিয়ে ভারতের আপত্তি রয়েছে। কানাডায় খালিস্তানপন্থী তৎপরতায় ভারত আপত্তি জানিয়ে আসছে। জয়শঙ্কর বলেন, মৌলবাদ ও চরমপন্থার ক্যান্সারের মত ছড়িয়ে পড়ার আশঙ্কাকে অবমূল্যায়ন করা যায় না।
ইজরায়েল-হামাস যুদ্ধ প্রসঙ্গে বলেন, এর প্রভাব কতটা গভীর হবে তা এখনই বলা যাচ্ছে না। তিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে বিশ্বজুড়ে ভূ-রাজনৈতিক অস্থিতিশীলতার দ্বিতীয় প্রধান কারণ হিসেবে বর্ণনা করেন।
এস জয়শঙ্কর এদিন আরও বলেন, ভারতকে কানাডায় ভিসা দেওয়া বন্ধ করতে হয়েছিল কারণ অব্যাহত হুমকি এবং চরমপন্থী কার্যকলাপের মধ্যে ভারতীয় কূটনীতিকদের সেখানে কাজ করা নিরাপদ নয়। আমাদের কূটনীতিকদের নিরাপত্তা পরিস্থিতির অগ্রগতি দেখলে আমরা আবার ভিসা দেওয়া শুরু করব।
খালিস্তানি সন্ত্রাসবাদী হরদীপ সিং নিজ্জার হত্যায় ভারতীয় এজেন্টদের জড়িত থাকার কানাডার অভিযোগকে কেন্দ্র করে ভারত-কানাডা সম্পর্ক উত্তপ্ত হয়ে ওঠে। ভারত সম্পূর্ণভাবে অভিযোগ প্রত্যাখ্যান করেছে। ভারতের চাপে কানাডাকে শুক্রবার ভারত থেকে তার ৪১ জন কূটনীতিককে ফিরিয়ে নিতে হয়েছে।