আরও শক্তিশালী ভারত, ব্রহ্মোস মিসাইলের সফল পরীক্ষা

ডিআরডিও আধিকারিকরা জানিয়েছেন, এদিন সকাল ১০টা ৪৫ মিনিট নাগাদ মিসাইলটির পরীক্ষা করা হয়। মাটি, সমুদ্রের পাশাপাশি যুদ্ধবিমান থেকেও নিক্ষেপ করা যাবে এই মিসাইলটি।

ডিআরডিও আধিকারিকরা জানিয়েছেন, এদিন সকাল ১০টা ৪৫ মিনিট নাগাদ মিসাইলটির পরীক্ষা করা হয়। মাটি, সমুদ্রের পাশাপাশি যুদ্ধবিমান থেকেও নিক্ষেপ করা যাবে এই মিসাইলটি।

author-image
IE Bangla Web Desk
New Update
brahmos supersonic cruise missile, ব্রহ্মোস

ছবি: টুইটার।

আরও কিছুটা শক্তিশালী হল ভারত। বুধবার সকালে ওড়িশা থেকে সুপারসনিক ক্রুজ মিসাইল ব্রহ্মোসের সফল পরীক্ষা সম্পন্ন করা হল। ৪০০ কিমিরও বেশি দূরে থাকা লক্ষ্য়বস্তুকে আঘাত আনতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র। চাঁদিপুরে ইন্টিগ্রেটেড টেস্ক রেঞ্জ থেকে মিসাইলটির সফল পরীক্ষা করা হয়, ডিফেন্স রিসার্চ অ্য়ান্ড ডেভেলপমেন্ট (ডিআরডিও) সূত্রে এমনই খবর।

Advertisment

ডিআরডিও আধিকারিকরা জানিয়েছেন, এদিন সকাল ১০টা ৪৫ মিনিট নাগাদ মিসাইলটির পরীক্ষা করা হয়। মাটি, সমুদ্রের পাশাপাশি যুদ্ধবিমান থেকেও নিক্ষেপ করা যাবে এই মিসাইলটি।

Advertisment

আরও পড়ুন: দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি, বাড়ল সুস্থতার হারও

মিসাইলের সফল পরীক্ষা প্রসঙ্গে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং টুইটারে লিখেছেন, ''সুপারসনিক ক্রুজ মিসাইল ব্রহ্মোসের সফল পরীক্ষা সম্পন্ন করার জন্য় ডিআরডিও টিমকে অভিনন্দন। এই সাফল্য় আত্মনির্ভর ভারতের অঙ্গীকারে বড় উৎসাহ জোগাবে''।

এর আগে, ২০১৭ সালের ১১ মার্চ একটি মিসাইলের সফল পরীক্ষা করা হয়েছিল। যা ৪৫০ কিমিরও বেশি দূরে থাকা লক্ষ্য়বস্তুকে আঘাত হানতে সক্ষম।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

national news