হাইপারসনিক টেকনোলজি ডেমোনেস্ট্রেটর ভেহিক্যাল-এর সফল পরীক্ষা করল ভারত। দূরপাল্লার ক্ষেপনাস্ত্র ও এরিয়াল প্ল্যাটফর্মের পোক্ত ভবিষ্যতের কথা ভেবে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে এই ভেহিক্যাল তৈরি হয়েছে। সুপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরির ক্ষেত্রে সব চাহিদা পূরণ করবে এই প্রযুক্তি। যা দেশের প্রতিরক্ষা প্রযুক্তিতে বড়সড় সাফল্য বলেই মনে করা হচ্ছে।
হাইপারসনিক প্রপুলসন টেকনলজি-র উপর ভিত্তি করে এই হাইপারসনিক টেকনোলজি ডেমোনেস্ট্রেটর বা এইচএসটিডিভি তৈরি করা হয়েছে। ডিফেন্স রিসার্চ এন্ড ডেভালপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) এই কাজ করেছে।
এই ভেহিক্যালে ব়্যামজেটের থেকে উন্নত স্ক্র্যামজেট ইঞ্জিন ব্যবহার হয়েছে। ক্ষেপণাস্ত্রের গতি অন্তত ৬ গুণ পর্যন্ত বাড়িয়ে দিতে পারে এই প্রযুক্তি।
সাফল্যের জন্য ডিআরডিও-কে অভিনন্দন জানিয়েছেন প্রতিক্ষামন্ত্রী রাজনাথ সিং। 'যুগান্তকারী কৃতিত্ব' বলে দাবি করেছেন তিনি। টুইটে রাজনাথ সিং লিখেছেন, 'যুগান্তকারী এই কৃতিত্বের জন্য আমি ডিআরডিও-কে অভিনন্দন জানাই। এই সাফল্য প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারত মিশনকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে। এই কাজের সঙ্গে যুক্ত বিজ্ঞানীদের সঙ্গে আমার কথা হয়েছে। বিরাট কৃতিত্বের জন্য তাঁদের আমি অভিনন্দন জানিয়েছি।'
ডিআরডিও কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, অত্যন্ত জটিল প্রযুক্তি নির্ভর হাইপারসনিক টেকনোলজি ডেমোনেস্ট্রেটর ভেহিক্যালের সফল পরীক্ষা হয়েছে। সামরিক অস্ত্র তৈরির যে কোনও জটিল প্রক্রিয়া ও প্রযুক্তিতে ভারত কোনও অংশে কম নয়।
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন