Advertisment

পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘অগ্নি পি’-এর সফল উৎক্ষেপণ ভারতের

লক উৎক্ষেপণ দেশের প্রতিরক্ষা গবেষণায় নয়া দিশা বলেই মনে করা হচ্ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
India successfully tests nuclear-capable ballistic missile Agni-P from Odisha

‘অগ্নি প্রাইম’-এর সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ।

অগ্নি সিরিজের নয়া মিসাইল ‘অগ্নি প্রাইম’-এর সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করল ভারত। পরমাণু অস্ত্র বহনে সক্ষম এই মিসাইলটি অগ্নি সিরিজের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র। ১ থেকে ২ হাজার কিলোমিটার পর্যন্ত নিখুঁতভাবে নিশানায় আঘাত হানতে সক্ষম ‘অগ্নি প্রাইম’।

Advertisment

এর আগে চলতি বছর জুন মাসে এই ক্ষেপনাস্ত্রের সফল পরীক্ষা করা হয়েছিল। শনিবার ওড়িশার ডাঃ এপিজে আবদুল কালাম দ্বীপ থেকে এই শক্তিশালী ক্ষেপনাস্ত্রের সফল উৎক্ষেপণ করা হয়েছে।

‘অগ্নি প্রাইম’-এর সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ দেশের প্রতিরক্ষা গবেষণায় নয়া দিশা বলেই মনে করা হচ্ছে। অগ্নি-৩ এর তুলনায় অনেক হাল্কা 'অগ্নি প্রাইম' মিসাইলে একাধিক নয়া বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে। যার ফলে নিখুঁত ভাবে নিশানায় লক্ষ্যভেদে সক্ষম এই ক্ষেপনাস্ত্র। সর্বোচ্চ ১ হাজার ৫ কিলোগ্রাম ওজনের পারমাণবিক বোমা বহনে সক্ষম এই ক্ষেপনাস্ত্রটি।

'অগ্নি প্রাইম' এর নেভিগেশন সিস্টেম অত্যাধুনিক৷ এতে দু’ধরনের নেভিগেশন সিস্টেম ব্যবহার করা হয়েছে৷

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

national news India
Advertisment