scorecardresearch

কানাডার হাইকমিশনারকে তলব, ‘খালিস্তানি তাণ্ডবের’ ব্যাখ্যা চেয়ে কড়া চিঠি ভারতের

ভারতীয় দূতাবাসের তরফে ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে।

india, india news, indian express news
ভারতীয় দূতাবাসের তরফে ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে।

ভারতীয় হাইকমিশনের বাইরে খালিস্তানিদের প্রতিবাদে কঠোর অবস্থান নিল বিদেশমন্ত্রক, নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি জন্য হাইকমিশনারকে তলব করেছে দিল্লি। কানাডায় ভারতীয় দূতাবাসের বাইরে খালিস্তানিদের বিক্ষোভে ভারত সরকার তীব্র ক্ষোভ প্রকাশ করেছে এবং এই ঘটনার জেরে কানাডার হাইকমিশনারকে সমন জারি করেছে।

বিবার বিদেশ মন্ত্রক তার টুইটে বলেছে, ভারত সরকার এই ধরনের ঘটনাকে কোনভাবেই বরদাস্ত করে না। কীভাবে পুলিশের উপস্থিতিতে এই ধরণের খালিস্তানি বিক্ষোভের ঘটনা ঘটেছে তার ব্যাখ্যাও চেয়ে পাঠানো হয়েছে। উল্লেখ্য বিদেশের মাটিতে ‘খালিস্তানি তাণ্ডব’এবং সেই সঙ্গে ভারতীয় সাংবাদিককে হেনস্থার ঘটনার ভিডিও ভাইরাল হতেই তার তীব্র প্রতিবাদ জানায় বিদেশমন্ত্রক।

ব্রিটেনের মাটিতে তিরঙ্গার অসম্মানের পর মার্কিনমুলুকে ভারতীয় সাংবাদিকের ওপর খালিস্তানি সমর্থকদের বর্বোরোচিত তাণ্ডব, ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড়। ওয়াশিংটন ডিসিতে ভারতীয় দূতাবাসের বাইরে খালিস্তান সমর্থকদের বর্বোরোচিত তাণ্ডবের শিকার হলেন ভারতীয় সাংবাদিক ললিত ঝাঁ। ভারতীয় দূতাবাসের তরফে ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে। সেই সঙ্গে এবার নিরাপত্তা ব্যবস্থার উদ্বেগের কথা জানিয়ে কানাডার হাইকমিশনারকে সমন জারি করেছে বিদেশমন্ত্রক

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: India summons high commissioner of canada over actions of separatist elements