'১৫টি দেশকে টিকা সরবরাহ করেছে ভারত', দাবি বিদেশমন্ত্রীর

কিছু গরিব রাষ্ট্রকে অনুদান হিসেবে টিকা পাঠানো হয়েছে: জয়শঙ্কর

কিছু গরিব রাষ্ট্রকে অনুদান হিসেবে টিকা পাঠানো হয়েছে: জয়শঙ্কর

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

এখনও পর্যন্ত ১৫টি দেশকে টিকা সরবরাহ করেছে ভারত। শনিবার এই দাবি করেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। তিনি বলেছেন, 'আরও ২৫টা দেশ টিকা প্রাপ্তির জন্য নাম লিখিয়েছেন। তিন ধরনের দেশ ভারতের কাছে ভ্যাকসিনের জন্য মুখাপেক্ষী। গরিব, আর্থিক ভাবে পিছিয়ে আর যাঁরা সরাসরি টিকা প্রস্তুতকারী সংস্থার সঙ্গে আলোচনা করছেন।' এভাবেই করোনার বিরুদ্ধে লড়াইয়ে বিশ্ব বড় অবদান রাখছে ভারত। এমন মন্তব্য করেন এস জয়শংকর।

Advertisment

তিনি জানান, কিছু গরিব রাষ্ট্রকে অনুদান হিসেবে টিকা পাঠানো হয়েছে। কিছু রাষ্ট্র টিকা ধার নিয়েছে ভারতের থেকে। সেই টিকার টাকা প্রস্তুতকারী সংস্থাকে পাঠিয়েছে ভারত। পরে সেই টাকা ভারত সরকারকে প্রদান করবে দেশগুলো।

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড টিকার গণউৎপাদনের বরাত পেয়েছে সিরাম ইনস্টিটিউট। অপরদিকে আইসিএমআর আর ভারত বায়োটেক মিলে তৈরি করেছে কোভ্যাক্সিন। এই দুই টিকাই সাহায্যপ্রার্থী দেশগুলোকে পাঠিয়েছে বিদেশ মন্ত্রক। এমনটাই সূত্রের খবর।