Advertisment

Amit shah: মোদীর তৃতীয় মেয়াদে ভারত তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে, আত্মবিশ্বাসী শাহ

শাহ তাঁর ভাষণে বলেন,"ভাইব্রেন্ট গুজরাটের মডেলটি বিনিয়োগের এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। এর ফলে শুধু গুজরাট নয়, গোটা দেশের অর্থনীতি উপকৃত হয়েছে।”

author-image
IE Bangla Web Desk
New Update
Vibrant Gujarat Global Summit, Vibrant Gujarat Summit, Vibrant Gujarat, Narendra Modi, Amit Shah, Bhupendra Patel, Gandhinagar, Ahmedabad news, Gujarat news, India news, Indian express, Indian express India news, Indian express India

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার গান্ধীনগরে ভাইব্রেন্ট গুজরাট গ্লোবাল সামিটের সমাপনী অধিবেশনে ভাষণ দিয়েছেন। নির্মল হরিন্দ্রন

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ শুক্রবার বলেছেন যে ভারত গত এক দশকে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে এবং আগামী পাঁচ বছরে তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে, "।

Advertisment

শুক্রবার শেষ হওয়া তিন দিনের ভাইব্রেন্ট গুজরাট গ্লোবাল সামিট (ভিজিজিএস) এর ১০ তম সংস্করণে তিনি বক্তব্য রাখছিলেন। এই সময় অমিত শাহ বলেন, 'মোদীর তৃতীয় মেয়াদের ভারত তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে'।

অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে শাহ বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন দায়িত্ব নেন, তখন আমাদের অর্থনীতি বিশ্বের ১১ নম্বরে ছিল। আজ, আমরা (আমাদের অর্থনীতি) পঞ্চম স্থানে উঠে এসেছি। আমি বেশ আত্মবিশ্বাসের সঙ্গে একথা বলতে চাই, যে মোদীজি যখন তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হবেন, সেই পাঁচ বছরে, আমরা তৃতীয় অর্থনীতি হিসাবে বিশ্বের সামনে গর্বের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়াব,” ।

শাহ তাঁর ভাষণে বলেছিলেন "ভাইব্রেন্ট গুজরাটের মডেলটি বিনিয়োগের এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। এর ফলে শুধু গুজরাট নয়, গোটা দেশের অর্থনীতি উপকৃত হয়েছে।” পাশাপাশি তিনি বলেন, ভাইব্রেন্ট গুজরাটের মডেলটি অনেক রাজ্য ইতিমধ্যেই গ্রহণ করেছে"।

মেয়রের ফরমান: < Ayodhya Ram Mandir: প্রতিটি দোকানে, মলে, রেস্তোরাঁয় বসাতে হবে রাম মন্দিরের রেপ্লিকা, মেয়কের ‘হুমকি’, বিতর্ক তুঙ্গে!

শাহ বলেন, “আমি অতীত নিয়ে কথা বলতে চাই না। তবে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে এই সংস্কারগুলির কারণেই আমরা ভারতের অর্থনীতির আমূল পরিবর্তন করছি। এই সংস্কারগুলি আমাদের রূপান্তরের ভিত্তি হয়ে উঠেছে। আত্মবিশ্বাসী এবং আত্মনির্ভর ভারতের লক্ষ্য মোদীজি আমাদের সামনে রেখেছিলেন, আমরা তা অর্জন করতে চলেছি"। শাহ আরও বলেন, যে ওয়ান আর্থ, ওয়ান ফ্যামিলি অ্যান্ড ওয়ান ফিউচারের জি -20 সম্মেলনে ভারত যে 'রেজুলেশন' প্রকাশ করেছে সারা বিশ্ব তার প্রশংসা করেছে।

Vibrant Gujarat Global Summit, Vibrant Gujarat Summit, Vibrant Gujarat, Narendra Modi, Amit Shah, Bhupendra Patel, Gandhinagar, Ahmedabad news, Gujarat news, India news, Indian express, Indian express India news, Indian express India
শুক্রবার শীর্ষ সম্মেলনে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। নির্মল হরিন্দ্রন
modi amit shah
Advertisment