Advertisment

Afghanistan Plane Crash: মাঝ আকাশে ভেঙে পড়ল ভারতীয় চাটার্ড বিমান, আফগানিস্তানের দাবি, জবাবে কী জানাল কেন্দ্র?

বিমান পরিবহন মন্ত্রক স্পষ্ট করেছে যে বিমানটি....!

author-image
IE Bangla Web Desk
New Update
afghanistan plane crash

রাশিয়ান এভিয়েশন কর্তৃপক্ষ বিমানটিকে Dassault Falcon 10 হিসেবে চিহ্নিত করেছে (ক্রেডিট: www.dassault-aviation.com)

ভোরে আফগানিস্তানে ভেঙে পড়ে একটি চাটার্ড বিমান। বিমানটি কি ভারতের? এনিয়ে এবার বিবৃতি দিয়েছে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক।

Advertisment

অসামরিক বিমান পরিবহন মন্ত্রক তাদের অফিসিয়াল টুইটে জানিয়েছে যে আফগানিস্তানের আকাশে ভেঙে পড়া বিমানটি ভারতের নয়। আফগানিস্তানের মিডিয়া রিপোর্টে বলা হয়েছে যে সেখানে একটি ভারতীয় যাত্রীবাহী বিমান মাঝ আকাশে ভেঙে পড়ে (Afghanistan Plane Crash India)। টোলো নিউজ প্রতিবেদনে দাবি করেছে যে বাদাখশান প্রদেশের কুরান-মুঞ্জান এবং জিবাক জেলার কাছে তোপখানা পাহাড়ে একটি ভারতীয় বিমান ভেঙে পড়ে। ভারত সরকার তার আনুষ্ঠানিক বিবৃতিতে স্পষ্ট করেছে যে বিমানটি অন্য কোন দেশের।

বিমানটি ভারতের ছিল বলে ভুয়ো খবর ২১ জানুয়ারি দুপুর ১টা নাগাদ আফগান মিডিয়ায় প্রথম প্রকাশিত হয়। তারপর পাকিস্তানি মিডিয়াও একই খবর প্রকাশ করে। কিছুক্ষণ পর বলা হয়, বিমানটি যাত্রীবাহী নয়, চার্টার্ড বিমান। তারপর কয়েক মিনিটের মধ্যে ভারত সরকারের তরফে এক বিবৃতি জারি করা হয়।পাকিস্তানি সংবাদমাধ্যম জানিয়েছে, বিমানটি মস্কোর দিকে যাচ্ছিল। আরও বলা হয় ২০ জানুয়ারি রাতে রাডার থেকে উধাও হয়ে যায় বিমানটি। এরপর জেবাক জেলার পাহাড়ি এলাকায় এটি ভেঙে পড়ে।

plane crash
Advertisment