ভারত-চিনের অরুণাচল সীমান্তে নিখোঁজ হওয়া পাঁচ যুবককে ফিরিয়ে দিল পিপলস লিবারেশন আর্মি। এদিকে, এবার থেকে উড়ানের মধ্যে ছবি তুললে বা করোনায় সামাজিক দূরত্ব না মানলে সংশ্লিষ্ট রুটে সেই বিমান সংস্থার উড়ান চালালে দু’সপ্তাহের নিষেধাজ্ঞা জারি করা হবে। শনিবার এ নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে ডিজিসিএ। অন্য়দিকে, বিহার নির্বাচনে লালুর সঙ্গে থেকেই লড়াই করবেন হেমন্ত সোরেন। শনিবার আরজেডি প্রধানের সঙ্গে দেখা করে এমনটাই জানালেন ঝাড়খণ্ডের মুখ্য়মন্ত্রী হেমন্ত সোরেন। দেশের এমনই সব খবর পড়ে নিন এক এক করে...
অরুণাচলের নিখোঁজ পাঁচ যুবককে ভারতে ফেরাল চিনা সেনা
ভারত-চিনের অরুণাচল সীমান্তে নিখোঁজ হওয়া পাঁচ যুবককে ফিরিয়ে দিল পিপলস লিবারেশন আর্মি।
এক বিবৃতি ভারতীয় সেনাবাহিনীর তরফে বলা হয়েছে যে, সব আনুষ্ঠানিকতা পূর্ণ করে কিবিথু সীমান্ত এলাকা দিয়ে নিখোঁজ অরুণাচলিদের ফেরৎ নিয়েছে ভারতীয় সেনা। আপাতত কোভিড-১৯ বিধি মেনে এঁরা কোয়ারেন্টিনে থাকবেন। তারপরই পাঁচ যুবককে পরিবারের হাতে তুলে দেওয়া হবে।
শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু বলেছিলেন, গতকালই সীমান্তের কাছে পিএলএ-র বেসে হটলাইনে মেসেজ পাঠিয়েছিল ভারতীয় সেনা। পাঁচ যুবককে ফেরত দেওয়া নিয়ে দু’পক্ষের কথাবার্তা হয়। পিএলএ-র তরফে জানানো হয়েছিল, শনিবার পিএলএ পাঁচজন ভারতীয়কে সীমান্তের এপারে পৌঁছে দেবে।
গত শনিবার ভোরে অরুণাচলের আপার সুবর্ণসিরির নাচো সেক্টর থেকে এই পাঁচ যুবক নিখোঁজ হয়ে যান। অরুণাচল প্রদেশের কংগ্রেস বিধায়ক নিনং এরিং টুইট করে সর্বপ্রথম এই খবর প্রকাশ্যে আনেন। পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চিন ও ভারতীয় বাহিনীর সংঘাতের আবহেই এই ঘটনা নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়। তবে এই ধরণের ঘটনা অরুণাচলের ভারত-চিন সীমান্তে নতুন নয় বলে দাবি স্থানীয়দের। এর আগে মার্চ মাসে আপার সুবনসিরি জেলার আসাপিলা সেক্টর থেকে এক তরুণকে অপহরণ করেছিল চিনা সেনা। ভারতীয় সেনার হস্তক্ষেপে পরে তাঁকে মুক্ত করে পিএলএ।
প্রথমে এই অপহরণের অভিযোগ মানতে চায়নি পিপলস লিবারেশন আর্মি। অরুণাচলের সীমান্ত নিয়ে চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান দাবি করেন, অরুণাচল নাকি কোনওদিন ভারতের ছিল না। বরাবরই অরুণাচলকে দক্ষিণ তিব্বতের অংশ হিসেবেই মনে করেছে চিন। সীমান্ত থেকে পাঁচ ভারতীয়ের অপহরণের অভিযোগও অস্বীকার করেন তিনি।
লাদাখ উত্তেজনার আবহেই গত বৃহস্পতিবার মস্কোয় ভারত-চিন বিদেশমন্ত্রীদের বৈঠক হয়। তারপরই অরুণাচলিদের মুক্তি দেওয়ার বিষয়টি স্পষ্ট করে লালফৌজ।Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
দেশের অন্য়ান্য় খবর পড়ুন নীচে
দিল্লি হিংসায় 'সহ-ষড়যন্ত্রকারী' হিসেবে পুলিশের খাতায় নাম ইয়েচুরি-জয়তী ঘোষদের
ফাইল ছবি।
দিল্লিতে হিংসার ঘটনায় সহ-ষড়যন্ত্রকারী হিসেবে উল্লেখ করা হল সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, অর্থনীতিবিদ জয়তী ঘোষ, দিল্লি বিশ্ববিদ্য়ালয়ের অধ্য়াপক তথা সমাজকর্মী অপূর্বানন্দ ও ডকুমেন্টারি নির্মাতা রাহুল রায়কে।
* বিক্ষোভ সমাবেশ করে ভারত সরকারের ভাবমূর্তি নষ্ট করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। সিএএ/এনআরসি-কে মুসলিম বিরোধী বলে বর্ণনা করে সম্প্রদায়ের মধ্য়ে অসন্তোষ তৈরির অভিযোগও আনা হয়েছে।
* সাপ্লিমেন্টারি চার্জশিটে তাঁদের নাম উল্লেখ করা হয়েছে বলে সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর।
* উল্লেখ্য়, ২৩ ও ২৬ ফেব্রুয়ারির মধ্য়ে উত্তর-পূর্ব দিল্লিতে হিংসার ঘটনায় ৫৩ জনের মৃত্য়ু হয়, জখম হন ৫৮১। (Read in English)
দেশের অন্য়ান্য় খবর পড়ুন নীচে
করোনা বিধি ভাঙলেই সংশ্লিষ্ট রুটে ২ সপ্তাহ উড়ান বাতিল, নির্দেশ ডিজিসিএ-র
এবার থেকে উড়ানের মধ্যে ছবি তুললে বা করোনায় সামাজিক দূরত্ব না মানলে সংশ্লিষ্ট রুটে সেই বিমান সংস্থার উড়ান চালালে দু’সপ্তাহের নিষেধাজ্ঞা জারি করা হবে। শনিবার এ নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে ডিরেক্টর জেনারেল অব সিভিল অ্যাভিয়েশান বা ডিজিসিএ। অভিযোগ, কঙ্গনা রানাওয়াত মুম্বই আসার সময় নির্দিষ্ট নিয়মবিধি ভাঙা হয়েছিল। এরপরই কড়া পদক্ষেপের কথা জানাল ডিজিসিএ।
*অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত গত ৯ সেপ্টেম্বর চণ্ডীগড়–মুম্বই বিমানে করে মুম্বই ফিরছিলেন। অভিযোগ, ওই বিমানে সুরক্ষা ও সামাজিক দুরত্বের বিধি লঙ্ঘন করেন সাংবাদিকরা। শুক্রবার সেই সংক্রান্ত রিপোর্ট ইন্ডিগো বিমান সংস্থার পক্ষ থেকে চেয়ে পাঠিয়েছে ডিজিসিএ।
*ইন্ডিগোর ৬ই–২৬৪ বিমানে সংবাদমাধ্যম কর্মীদের দ্বারা যে বিশৃঙ্খলার সৃ্ষ্টি হয়েছিল তারই রিপোর্ট চেয়েছে ডিজিসিএ। একই সঙ্গে সব বিমান সংস্থাগুলোকে বলা হয়েছে,
*ওই দিনের ঘটনার জন্য ইন্ডিগো বিমান সংস্থাকে ‘যথাযত পদক্ষেপ’ করার নির্দেশ দিয়েছে ডিজিসিএ।
দেশের অন্য়ান্য় খবর পড়ুন নীচে
উত্তরাখণ্ডে সীমান্ত এলাকায় পরিকাঠামো তৈরিতে জোর বায়ুসেনার
সীমান্ত এলাকায় কার্যকলাপের জন্য় পরিকাঠামো তৈরিতে জমির জন্য় উত্তরাখণ্ডের মুখ্য়মন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াতের সঙ্গে দেখা করলেন সেন্ট্রায় এয়ার কমান্ড প্রধান এয়ার মার্শাল রাজেশ কুমার। চিনের সঙ্গে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সংঘাতের আবহে এই পদক্ষেপ উল্লেখযোগ্য় বলে মনে করা হচ্ছে।
* রাজ্য়ের পাহাড়ি এলাকায় বিমান প্রতিরক্ষায় রেডার ও ল্য়ান্ডিং গ্রাউন্ডের জন্য় জমি নিয়ে শুক্রবার বৈঠকে আলোচনা হয়েছে বলে খবর।
* উল্লেখ্য়, চিন ও নেপালে সীমান্ত এলাকা রয়েছে উত্তরাখণ্ডে।
* চামোলি, পিথোরাগড়, উত্তরকাশীর মতো পাহাড়ি এলাকায় এয়ার ডিফেন্স রেডার ও ল্য়ান্ডিং গ্রাউন্ডের মতো পরিকাঠামো তৈরি হলে তা বায়ুসেনার কাজে লাগবে।
দেশের অন্য়ান্য় খবর পড়ুন নীচে
বিহারে ভোটে একসঙ্গে লড়বেন লালু-সোরেন
বিহার নির্বাচনে লালুর সঙ্গে থেকেই লড়াই করবেন হেমন্ত সোরেন। শনিবার আরজেডি প্রধানের সঙ্গে দেখা করে এমনটাই জানালেন ঝাড়খণ্ডের মুখ্য়মন্ত্রী হেমন্ত সোরেন।
* আরআইএমএস ডিরেক্টরের বাংলোয় লালুর সঙ্গে এক ঘণ্টারও বেশি সময় কাটান সোরেন। ওখানেই রয়েছেন লালপ্রসাদ।
* এদিন সাংবাদিকদের সোরেন বলেন, ''আমরা বিহার নির্বাচনে একসঙ্গে লড়ব'।
* হেমন্ত এও জানান যে, বিহারের প্রাক্তন মুখ্য়মন্ত্রীর শরীর আগের থেকে ভাল রয়েছে। (Read in English)
দেশের অন্য়ান্য় খবর পড়ুন নীচে
বিহার ভোট: আসন রফা-জোটে ছোট দলের অন্তর্ভুক্তি, অস্বস্তিতে বিরোধী শিবির
প্রস্তুতি অনেকটাই এগিয়েছে। রণনীতি তৈরি। বিহার ভোটে এবার প্রচারে ঝাঁপাবে গেরুয়া শিবির। কিন্তু, বিরোধী শিবির এখনও ছন্নছাড়া। কংগ্রেস-আরজেডি-সিপিাই(এম-এল) একযোগে ভোটে লড়াইয়ের সিদ্ধান্ত নিলেও আসন রফা, প্রার্থী বাছাই এখনও হয়নি। এমনকী, বিরোধী জোটে ছোট ছোট রাজনৈতিক দলগুলোকে ঠাঁই দেওয়ার ক্ষেত্রেও আরজেডি ও কংগ্রেসের মতপার্থক্য দেখা গিয়েছে।
উপেন্দ্র কুশওয়ার নেতৃত্বাধীন আরএলসিপি, মুকেশ সাহনির বিকাসশীল ইনশান পার্টিকে (ভিআইপি) বিরোধী জোটে অন্তর্ভুক্ত করতে আগ্রহী কংগ্রেস। হাত শিবির সূত্রে খবর, ছোট দলগুলোকে বেশি আসন দিতে নারাজ আরজেডি। এছাড়া ছোট দলের প্রার্থীদের আরজেডি বা কংগ্রেসের প্রতীকে লড়াইয়ের পক্ষে তেজস্বী যাদবের দল। জাতপাতের রাজননীতিতে আরএলসিপি বা ভিআইপি-র মতো দলের ভোট আদৌ বিরোধী জোটের পক্ষে পড়বে কিনা তা নিয়ে সন্দিহান আরজেডি।
এক কংগ্রেস নেতৃত্বের কথায়, ‘হাত শিবির ৭০ আসনে লড়তে আগ্রহী। কিন্তু, আসন সমঝোতা কোন পথে, কোন দল কত আসনে লড়বে, কোন কোন কেন্দ্রে কংগ্রেস লড়বে, কাদের প্রার্থী করা হবে তা নিয়ে এখনও বিরোধী জোটে আলোচনা হয়নি। তাই ছোট দলের অন্তর্ভুক্তির আগে এই বিষয়গুলো স্পষ্ট হওয়া প্রয়োজন।’
দেশের সব গুরুত্বপূর্ণ খবর পড়ুন এই প্রতিবেদনে