মরুরাজ্য় উথালপাথাল। শেষ পর্যন্ত গেহলট মন্ত্রিসভা থেকে সরানো হল শচীন পাইলটকে। রাজস্থানের উপমুখ্য়মন্ত্রীর পাশাপাশি প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকেও সরানো হল পাইলকে। এদিকে, চাবাহার রেল প্রকল্প থেকে ইরান ভারতকে সরিয়ে দিয়েছে, এরপরই মোদী সরকারের বিরুদ্ধে তোপ দেগেছে কংগ্রেস। প্রিয়াঙ্কা গান্ধীর সরকারি বাংলো নিয়ে শাসক-বিরোধী চাপানউতোর শুরু। অন্য়দিকে,আগামিকাল প্রকাশিত হচ্ছে সিবিএসই-র দশম শ্রেণির ফল। দেশের এমনই সব খবর পড়ে নিন এক এক করে...
গেহলটের ককপিট থেকে বাদ পাইলট
শেষ পর্যন্ত ‘বিদ্রোহী’ শচীন পাইলটের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল কংগ্রেস। উপমুখ্যমন্ত্রী পদ কেড়ে নেওয়ার সঙ্গেই গেহলট মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হল তরুণ এই নেতাকে। সরিয়ে দেওয়া হয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকেও। সোমবার শচীন পাইলটকে অলোচনার মাধ্যমে ঘরোয়া কাজিয়া মিটিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছিলেন কংগ্রেস নেতৃত্ব। কিন্তু তার পরও এদিন পরিষদীয় দলের দ্বিতীয় বৈঠকে হাজির হননি তিনি। তারপরই পাইলটের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়। ‘শচীন পাইলটের মতো কংগ্রেসের অন্য কোনও তরুণ নেতাকে অল্প দিনে এত সুযোগ দেওয়া হয়নি’ বলে দাবি করেন রণদীপ সুরজেওয়ালা। পাল্টা শচীন পাইলট বলেছেন, ‘সত্যকে পরাস্ত করা যায় না।’
* মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হয়েছে পাইলট ঘনিষ্ট বিশ্বভেন্দ্র সিং, রমেশ মিনাকে। প্রদেশ কংগ্রেস সভাপতি করা হয়েছে গোবিন্দ সিং দোতাসরাকে। মঙ্গলবারই পাইলট-সহ ‘বিদ্রোহী’ বিধায়কদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রস্তাব পাশ হয় কংগ্রেস পরিষদীয় দলের বৈঠকে। বৈঠকে ফের রাজস্থানের পরিষদীয় দলনেতা নির্বাচিত হন গেহলট।
* এদিন সাংবাদিকদের কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওলা বলেছেন, ‘একাধিকবার পাইলটের সঙ্গে কথা হয়েছে। তাঁর অসন্তোষের বিষয়টি সমাধান করা হবে বলে জানানো হয়। কিন্তু বারংবার শৃঙ্খলাভঙ্গ মেনে নেওয়া যাবে না। অল্প সময়ে দল তাঁকে বড় পদ দিয়ে সম্মানিত করেছে।’
এর পর কী তাঁকে দল থেকে বহিষ্কার করার মতো সিদ্ধান্ত নেবে কংগ্রেস হাইকম্যান্ড? আপাতত জল মেপেই এগোতে চাইছে হাত শিবির।
চোরা বালিতে ফাটল জোড়ার বদলে ক্রমশ চওড়া হচ্ছে তা স্পষ্ট। ক্ষমতার গন্ধ মিলতেই তাই আজ দলীয় বৈঠকের ডাক দিয়েছে বিজেপি। সূত্রের খবর, হস্তক্ষেপ করতে পারে কেন্দ্রীয় নেতৃত্ব।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
দেশের অন্য়ান্য় গুরুত্বপূর্ণ খব পড়ুন নীচে
‘ভারতের বড় ক্ষতি, চিন বেশ গুছিয়ে নিল’
চাবাহার রেল প্রকল্প থেকে ইরান ভারতকে সরিয়ে দিয়েছে। এরপরই নরেন্দ্র মোদী সরকারকে বিরুদ্ধে তোপ দেগেছে কংগ্রেস। ইরানের পদক্ষেপকে ভারতের জন্য ‘বড় ক্ষতি’ বলে জানিয়েছে কংগ্রেস। এর ফলে কেন্দ্রের কূটনৈতিক কৌশল নিয়ে প্রশ্ন উঠছে বলে মনে করছে শতাব্দী প্রাচীন দলটি।
*দ্য হিন্দু পত্রিকার প্রতিবেদন যুক্ত করে টুইটে বর্ষীয়ান কংগ্রেস নেতা অভিষেক মণু সিংভি কেন্দ্রকে কটাক্ষ করে লিখেছেন, ‘চাবাহার বন্দর চুক্তি থেকে ভারত বাদ পড়েছে। এটি মোদী সরকারের আসল কূটনীতি। চিন চুপচাপ কাজ করেছে, তাদের আরও ভালো চুক্তি দেওয়া হয়েছে। ভারতের জন্য বড় ক্ষতি। কিন্তু আমরা আপনাকে কোনও প্রশ্ন করতে পারবো না!’
*সিংভির টুইটে সংযুক্ত প্রতিবেদনে উল্লেখ, ইরান ভারত সরকারের কাছ থেকে ফান্ডিং-এর বিষয়ে বিলম্বের অভিযোগের পরে রেললাইন নির্মাণের কাজটি এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ভারত সরকার চার বছর আগে ইরান-আফগানিস্তান সীমান্তবর্তী চাবাহার বন্দর থেকে জাহেদন পর্যন্ত একটি রেললাইন তৈরির জন্য ইরানের সাথে একটি চুক্তি করেছে।
চার বছর আগে চাবাহার রেল প্রকল্প তৈরি জন্য ভারত ও ইরান চুক্তি করে। এটি পাকিস্তানের গদর বন্দর থেকে ৭২ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। এই প্রকল্প ভারতের জন্য কৌশলগত ও অর্থনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ বলে বিবেচিত। Read in English
দেশের অন্য়ান্য় গুরুত্বপূর্ণ খব পড়ুন নীচে
রাম নেপালের যুবরাজ, ভারত সাংস্কৃতিকভাবে প্রতারণা করেছে: কে পি শর্মা ওলি
'আসল অযোধ্য ভারতে নয়, নেপালে। রাম আসলে ভারতীয়ই নন। উনি নেপালি।' এই মন্তব্য নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির। রামের জন্মভূমি নিয়ে ভারত 'ভুল' তথ্য দিয়ে নেপালকে 'সাংস্কৃতিকভাবে প্রতারিত' করেছে বলে অভিযোগ ওলির।
*সীতাও নেপালের বাসিন্দা ছিলেন বলে দাবি করেছেন নেপালের প্রধানমন্ত্রী।
*কে পি শর্মা ওলির মতে 'নেপাল ভারত সীমান্তে বিহারের বীরগঞ্জে অযোধ্যা অবস্থিত ছিল।
*তাঁর কথায়, 'ভারত ভুল তথ্য সাজিয়ে বলে সাংস্কৃতিকভাবে আমরা প্রতারিত। ভারতের কোনও যুবরাজের সঙ্গে সীতার বিবাহ হয়নি।'
*উত্তরপ্রদেশের ফৈজাবাদে যে অযোধ্যায়র কথা বলা হয় তা ভারত পরে প্রচার করেছে বলে দাবি ওলির। সেখানে রামের রাজত্ব ছিল না বলেও জানান নেপালের প্রধানমন্ত্রী।
*এ প্রসঙ্গে নেপালের বিদেশমন্ত্রকের তরফে বলা হয়েছে, অযোধ্য়ার তাৎপর্যপূর্ণ ও সংস্কৃতি নষ্ট করার উদ্দেশ্য়ে এ মন্তব্য় করেননি ওলি।
বিহারের কাছে নেপাল সীমান্তের থোরিতে রামের রাজত্ব ছিল বলে দাবি করেছেন কে পি ওলি। তাঁর কথায়, রাম স্ত্রীকে ত্যাগের পর সীতা নারায়ণী নদীর পারে বাল্মীকির আশ্রমে পুত্র লব ও কুশের সঙ্গে থাকতেন। এই অঞ্চল নেপাল ও বিহার সীমান্তে অবস্থিত। আজও এই এলাকায় বহু ভক্ত সমাগম হয়ে থাকে।
কবি ভানুভক্ত আচার্যের ২০৬ জন্মজয়ন্তী উপলক্ষে সোমবার বক্তব্য রাখেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। ভানুভক্তই রামায়ণ নেপালী ভাষায় অনুবাদ করেছিলেন। Read in English
দেশের অন্য়ান্য় গুরুত্বপূর্ণ খব পড়ুন নীচে
সরকারি বাংলোয় প্রিয়াঙ্কার থাকার ব্যাপারে চাঞ্চল্যকর দাবি কেন্দ্রীয় মন্ত্রীর
প্রিয়াঙ্কা গান্ধীর সরকারি বাংলো নিয়ে শাসক-বিরোধী চাপানউতোর শুরু। ৩৫, লোধী এস্টেটের সরকারি বাংলো খালি করতে কংগ্রেস নেত্রীকে নির্দেশ দিয়েছে মোদী সরকার। এই প্রেক্ষিতে কেন্দ্রীয় নগর ও আবাসন মন্ত্রী হরদীপ সিং পুরী মঙ্গলবার দাবি করেছেন, ‘একজন দাপুটে কংগ্রেস নেতা’ তাঁকে অনুরোধ করেছেন, যাতে ওই বাংলোটি কংগ্রেসের আরেক নেতাকে দেওয়া হয়। এরফলে ওই বাংলোতে থাকতে পারবেন প্রিয়াঙ্কা। এদিকে, কেন্দ্রীয় মন্ত্রীর এহেন দাবি নস্য়াৎ করে প্রিয়াঙ্কা বলেছেন, ”এটা ভুয়ো খবর”।
* আগামী ১ অগাস্টের মধ্য়ে লোধী এস্টেটের সরকারি বাংলো খালি করতে প্রিয়াঙ্কা গান্ধীকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় নগর ও আবাসন মন্ত্রক। যেহেতু প্রিয়াঙ্কা এখন আর এসপিজি নিরাপত্তা পান না, তাই ওই বাংলো খালি করতে বলা হয়েছে মন্ত্রকের তরফে।
*এই প্রেক্ষিতে মঙ্গলবার টুইটারে কেন্দ্রীয় নগর ও আবাসন মন্ত্রী হরদীপ সিং পুরী লিখেছেন, ”কংগ্রেসের এক দাপুটে নেতা গত ৪ জুলাই দুপুর ১২টা ৫ মিনিটে আমায় ফোন করে অনুরোধ করেছেন, যাতে লোধী এস্টেটের বাংলোটি আরেক কংগ্রেস সাংসদের জন্য় বরাদ্দ করা হয়। ফলে, সেখানে থাকতে পারবেন প্রিয়াঙ্কা”।
কেন্দ্রীয় মন্ত্রীর এহেন দাবির পাল্টা টুইটারে সরব হয়েছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক। টুইটারে প্রিয়াঙ্কা লিখেছেন, ”এটা ভুয়ো খবর। সরকারের কাছে আমি এমন কোনও অনুরোধ জানায়নি।' Read in English
দেশের অন্য়ান্য় গুরুত্বপূর্ণ খব পড়ুন নীচে
কাল সিবিএসই দশমের ফলপ্রকাশ
আগামীকাল সিবিএসই দশম শ্রেণির ফলাফল। মঙ্গলবার মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক টুইট করে জানান ১৫ জুলাই বুধবার প্রকাশিত হবে দশম শ্রেণির ফলাফল।
My dear Children, Parents, and Teachers, the results of class X CBSE board examinations will be announced tomorrow. I wish all the students best of luck.????#StayCalm #StaySafe@cbseindia29
— Dr. Ramesh Pokhriyal Nishank (@DrRPNishank) July 14, 2020
*সোমবার প্রকাশিত হয়েছে সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলাফল।
দেশের অন্য়ান্য় গুরুত্বপূর্ণ খব পড়ুন নীচে
ভারত-চিন সীমান্ত বিবাদের শান্তিপূর্ণ সমাধান অত্য়ন্ত গুরুত্বপূর্ণ: ইউরোপিয় ইউনিয়ন
আঞ্চলিক ও বিশ্বে স্থিতিশীলতার জন্য় ভারত-চিন সীমান্ত বিবাদের শান্তিপূর্ণ সমাধান অত্য়ন্ত গুরুত্বপূর্ণ বলে মতপ্রকাশ করলেন ইউরোপিয় ইউনিয়নের শীর্ষ আধিকারিকরা। উল্লেখ্য়, ভারতের সঙ্গে ইউ-র ২৭টি দেশের ভার্চুয়াল সামিট বুধবার। সেই বৈঠকের আগে ইউরোপিয় ইউনিয়নের শীর্ষ আধিকারিকদের এহেন মন্তব্য় উল্লেখযোগ্য় বলে মনে করা হচ্ছে।
* ভারত-চিন সীমান্ত পরিস্থিতির উপর নজর রাখছে ইউরোপিয় ইউনিয়ন, এমনটাই জানিয়েছেন আধিকারিকরা।
* লাদাখ ইস্য়ুর আবহেই ১৫ তম ভারত-ইইউ সামিট হতে চলেছে। (Read in English)
দেশের অন্য়ান্য় গুরুত্বপূর্ণ খব পড়ুন নীচে
আদালতের নজরদারিতে বিকাশ হত্য়া তদন্তের আর্জি, সুপ্রিম কোর্টে শুনানি ২০ জুলাই
এনকাউন্টারে কানপুরের গ্য়াংস্টার বিকাশ দুবের হত্য়ার ঘটনায় আদালতের নজরদারিতে তদন্তের আর্জি শুনবে বলে মঙ্গলবার জানাল সুপ্রিম কোর্ট। আগামী ২০ জুলাই এ মামলার শুনানি হবে দেশের শীর্ষ আদালতে।
* প্রধান বিচারপতি এস এ বোবডের বেঞ্চ জানিয়েছে, বিকাশ দুবে ও তাঁর সহযোগীদের হত্য়া এবং উত্তরপ্রদেশে ৮ পুলিশকর্মী খুনের ঘটনার তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি কমিটি গঠন করা হতে পারে।
* আগামী ১৬ জুলাইয়ের মধ্য়ে স্টেটাস ফাইল করা হবে বলে সর্বোচ্চ আদালতকে জানিয়েছে উত্তরপ্রদেশ সরকার।
* উল্লেখ্য়, গত ১০ জুলাই কানপুরে পুলিশি এনকাউন্টারে মৃত্য়ু হয় বিকাশের। গত ৯ জুলাই তাঁকে মধ্য়প্রদেশের উজ্জ্বয়িনী থেকে গ্রেফতার করা হয়েছিল। (Read in English)
দেশের অন্য়ান্য় গুরুত্বপূর্ণ খব পড়ুন নীচে
ভারতীয় রেলের বড় সিদ্ধান্ত, করোনা মোকাবিলায় দারুণ পদক্ষেপ
করোনার হানায় থমকে রেলের চাকা। তবে, করোনাভাইরাস মোকাবিলায় আগামী দিনে ট্রেনের কামরায় একাধিক বদল আনার পথে হাঁটল ভারতীয় রেল। ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ট্রেনের কোচে একাধিকবদল আনা হচ্ছে। করোনা পরবর্তী সময়ে ট্রেনের কোচের এমনই এক নকশা মঙ্গলবার টুইটারে শেয়ার করলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল।
*ভাইরাস যাতে কোনওভাবেই মানবশরীর স্পর্শ করতে না পারে, তা মাথায় রেখে নয়া নকশা বানানো হয়েছে। ট্রেনের হাতল তামায় মোড়া হয়েছে। ট্রেনের দরজার ছিটকিনিতেও তামার প্রলেপ দেওয়া হয়েছে। টুইটারে গোয়েল আরও জানিয়েছেন, প্লাজমা এয়ার পিউফিকেশন, টাইটেনিয়াম ডি-অক্সাইডের আস্তরণ দেওয়া হয়েছে।
*কাপুরথালায় রেলের কারখানায় এই কোচগুলি তৈরি করা হয়েছে। নয়া কোচে থাকছে ফুট অপারেটেড ওয়াটার ট্য়াপ। অর্থাৎ, হাত নয়, পায়ের মাধ্য়মেই জল নেওয়া যাবে, সাবান ব্য়বহার করা যাবে। এমনকি, শৌচালয়ের দরজা, ফ্লাশের জন্য়ও পা ব্য়বহার করতে হবে। হাত নয়, পা দিয়ে ফ্লাশ করতে হবে।
দেশের সব গুরুত্বপূর্ণ খবর পড়ুন এই প্রতিবেদনে