Advertisment

'করোনা কমবে ৫ থেকে ১৪ দিনে', ওষুধ আবিষ্কারের দাবি পতঞ্জলির

'কয়েকশো করোনা আক্রান্ত রোগীর উপর ক্লিনিক্যাল কেস স্টাডিতে ১০০ শতাংশ অনুকূল ফল এসেছে।'

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

করোনা প্রতিরোধকারী ওষুধ তৈরি করেছে পতঞ্জলি আয়ুর্বেদ। দাবি করলেন সংস্থার সহ-প্রতিষ্ঠাতা তথা সিইও আচার্য বালাকৃষ্ণ। আয়ুর্বেদ ওই ওষুধ পাঁচ থেকে ১৪ দিনের মধ্যেই করোনা রোগীকে সুস্থ করে তুলবে। বিশ্বব্যাপী করোনাভাইরাস প্রতিষেধক তৈরির চেষ্টা চলছে। এখনও কোনও দেশই সাফল্যের মুখ দেখেনি। তার মধ্যেই আচার্য বালাকৃষ্ণের এই দাবি ঘিরে হইচই শুরু হয়েছে।

Advertisment

হরিদ্বারে সংবাদসংস্থা এএনআইকে তিনি বলেছেন, 'করোনাভাইরাস মহামারীর আকার নিতেই আমরা বিজ্ঞানীদের একটি দল গঠন করি। প্রথম সিমুলেশন করা হয় এবং সেই যৌগগুলি চিহ্নিত করা হয়, যেগুলি করোনার বিরুদ্ধে লড়াই করতে পারবে এবং দেহে ভাইরাসের সংক্রমণ রুখতে পারবে। তারপর।'

* আয়ুর্বেদ দিয়ে করোনা প্রতিরোধ সম্ভব: বালাকৃষ্ণ
* 'এখন নিয়ন্ত্রিত ক্লিনিক্যাল ট্রায়াল চলছে।'
* 'এক সপ্তাহের কম সময়ে প্রমাণ প্রকাশ করা হবে।'
* '৫ থেকে ১৪ দিনের মধ্যে রোগী সেরে উঠেছেন ও নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।'

১০০টির বেশি করোনা রোধী ভ্য়াকসিনের উপর এই মুহূর্তে কাজ এগোচ্ছে। তার মধ্যেই পতঞ্জলি আয়ুর্বেদের সহ-প্রতিষ্ঠাতা ও সিইও-র দাবি ঘিরে কৌতুহল দানা বাঁধতে শুরু করেছে। করোনা প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য ইতিমধ্যেই মহারাষ্ট্র সরকার হোমিওপ্যাথি ওষুধ আর্সেনিক অ্যালবাম-৩০ কে স্বীক-তি দিয়েছে।

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

'কোনও আপস নয়, ভারতের শক্তি কয়েকগুণ বেড়েছে'

publive-image প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

'সুরক্ষার প্রশ্নে ভারত আর দুর্বল নয়, জাতীয়তাবাদের সঙ্গে কোনও আপস করা হবে না। দেশের গৌরব সবার উপরে।' রবিবার এই মন্তব্য করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ভারত-চিন সীমান্ত উত্তেজনা রয়েছে। লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখাকে পেরিয়ে চিনা বাহিনী ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছে বলে অভিযোগ। জাতীয় সুরক্ষার প্রশ্নে মোদী সরকারকে কটাক্ষ করেছেন কংগ্রেস সহ বিরোধী রাজনৈতিক দলগুলো। এদিন তারও জবাব দেন রাজনাথ সিং। জানিয়েছেন, সমস্যা সমাধানে দু'দেশের সেনা ও কূটনীতিক পর্যায়ে আলোচনা এগোচ্ছে। এ নিয়ে কোনও ধোঁয়াশা রাখা হবে না।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে এদিন 'জম্মু-কাশ্মীর জন সংবাদ র‌্যালি'-তে ভাষণ দেন প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, 'কোনও পরিস্থিতিতেই জাতীয় গর্বের সঙ্গে কোনও আপস করা হবে না। ভারত আজ আর দুর্বল রাষ্ট্র নয়। আমাদের শক্তি কয়েক গুণ বেড়েছে। জাতীয় সুরক্ষার প্রশ্নে দেশ এখন পোক্ত। কিন্তু, মনে রাখতে হবে অন্যের সঙ্গে লড়াইয়ের জন্য নয়, দেশের সুরক্ষার স্বার্থেই নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করা হয়েছে।'

* 'আলোচনার মাধ্যমে বিরোধ সমাধানে আগ্রহী চিন।'
* 'ইতিমধ্যেই সেনা ও কূটনীতিস্তরে প্রকৃত নিয়ন্ত্রণরেখাকে কেন্দ্র করে বিরোধ মেটানোর প্রয়াস শুরু হয়েছে।'
* এই ইস্যুতে অন্ধকারে রাখা হচ্ছে বলে সরব কংগ্রেস সহ বিরোধী শিবির
* কেউ ধোঁয়াশার মধ্যে থাকবেন না। সঠিক সময়ে সংসদে সব জানানো হবে: রাজনাথ সিং

৩৭০ ধারা নিয়ে এদিন কংগ্রেসকে খোঁচা দিতেও ছাড়েননি রাজনাথ। তিনি কংগ্রেসের বিরুদ্ধে ইচ্ছে করে কাশ্মীর সমস্যা জিইয়ে রাখার অভিযোগ তোলেন। তাঁর কথায়, 'আগে এখানে কাশ্মীরি আজাদি স্লোগান শোনা যেত। পাকিস্তান ও আইএস-এর পতাকা দেখা যেত। এখন এখানে শুধু ভারতের পতাকা দেখা যায়।' Read in English

পুঞ্চে পাক বাহিনীর হামলা, শহিদ ভারতীয় জওয়ান

publive-image ফের সীমান্তে পাক বাহিনীর হামলা।

ফের সীমান্তে পাক বাহিনীর হামলা। পাক বাহিনীর ছোঁড়া গুলি ও মর্টারে শহিদ হয়েছেন এক ভারতীয় জওয়ান। গুরুতর জখম দু'জন। জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলার কিরনী সেক্টরের শাহপুরের কাছে নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলি চালায় পাকিস্তান। কোনও প্ররোচনা ছাড়াই উস্কানিমূলক কাজ করে চলেছে পাকিস্তান, অভিযোগ ভারতের।

শনিবার রাতে সীমান্তের ওপার থেকে সেনা ছাউনি লক্ষ্য করে অবিরাম গুলি বর্ষণ করে পাকিস্তান। যদিও এর পালটা উপযুক্ত জবাব দেয় ভারতীয় সেনা। ভারতের পালটা জবাবে পাকিস্তানি বেশ কয়েকটি পোস্ট ভেঙে পড়েছে বলে সূত্র মারফত খবর রয়েছে।

ভারতীয় সেনা জানিয়েছে, পাক বাহিনীর গুলিতে তিন সেনা কর্মী গুরুতর জখম হয়। তক্ষনাৎ তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে এক জনের মৃত্যু হয়। চলতি মাসে এই নিয়ে তৃতীয়বার পুঞ্চ ও রাজৌরিতে ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে পাক বাহিনীর হামলার ঘটনা ঘটল।

* দিন তিনেক আগেও প্রোরচনা ছাড়াই পাক বাহিনী গুলি চালায়।
* এতে মেন্ধার সেক্টরে এক ভারতীয় জওয়ান শহিদ হন ও স্থানীয় বাসিন্দা জখম হয়েছিলেন।
* জম্মু-কাশ্মীরের পুঞ্চ ও রাজৌরিতে গত কয়েকদিন ধরেই মর্টার ও গুলি চালাচ্ছে পাক বহিনী।

সেনা মুখপাত্র কর্নেল দেবেন্দর আনন্দ বলেন, 'মর্টার হামলার জেরে নৌসেরা সেক্টরে বেশকিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও নিয়ন্ত্রণে রেখা বরাবর রাজৌরি ও পুঞ্চের বালাকোট সেক্টরে মর্টার ও গুলি ছোঁডে পাক বাহিনী। পাল্টা যোগ্য় জবাব দিয়েছে ভারতীয় সেনারা।' Read in English

দিনের সব গুরুত্বপূর্ণ দেশের খবর পড়ুন এই প্রতিবেদনে

Patanjali Ramdev corona
Advertisment