সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠক থেকে মাঝপথে বেরিয়ে গেলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। ওই বৈঠকে 'কল্পিত মানচিত্র' পেশ করে পাকিস্তান। এরপরই বৈঠক ছাড়েন ডোভাল।
* এ প্রসঙ্গে ভারতীয় বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব জানান, পাকিস্তানের প্রতিনিধি মইদ ইউসুফ সে দেশের নয়া মানচিত্রে জম্মু-কাশ্মীরকে বিতর্কিত ভূখণ্ড বলে বর্ণনা করেন এবং স্যার ক্রিক ও পূর্বতন জুনাগড় রাজ্য়কে নিজেদের এলাকার অংশ বলে দাবি করেন।এরপরই ভার্চুয়াল বৈঠক ছাড়েন ডোভাল।
* উল্লেখ্য়, কিছুদিন আগেই নয়া মানচিত্র প্রকাশ করে ইমরান খান সরকার। যেখানে জম্মু-কাশ্মীরকে নিজেদের অংশ বলে দাবি করে পাকিস্তান। (Read in English)
এক্সক্লুসিভ: চিনা নজরদারিতে রিজিজু-মুফতি সহ উত্তর-পূর্ব ও জম্মু-কাশ্মীরের একাধিক মুখ্যমন্ত্রী-আমলা
ভারতে অন্তত ১০ হাজার বিশিষ্ট ব্যক্তির উপর নজরদারি চালাচ্ছে চিনা তথ্যপ্রযুক্তি সংস্থা ঝেনহুয়া। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের তদন্তমূলক প্রতিবেদনে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। নজরদারির তালিকায় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে একাধিক কেন্দ্রীয়মন্ত্রী, আমলা যেমন রয়েছেন, তেমনই তালিকায় নাম রয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও।
*ডিজিটাল দুনিয়ায় ঝেনহুয়ার নজরদারিতে রয়েছেন উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য মূলত অরুণাচল প্রদেশ, আসাম, নাগাল্যান্ড এবং কেন্দ্র শাসিত জম্মু-কাশ্মীরের ১৮০ জন রাজনৈতিক ব্যক্তিত্ব। উল্লেখ্য ভারতের এই সব রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে আন্তর্জাতিক সীমান্ত রয়েছে ও ভৌগলিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ।
*দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুসারে, ঝেনহুয়ার তথ্যভাণ্ডারে কাশ্মীর উপত্যকা ও লাদাখের উল্লেখযোগ্য ৩০ উল্লেখযোগ্য রাজনৈতিক ব্যক্তিত্ব ও আমলার তথ্য রয়েছে। (সবিস্তারে পড়ুন)
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
দেশের অন্য়ান্য় খবর পড়ুন নীচে
ভারত-চিন সীমান্ত ইস্য়ু অমীমাংসিত: রাজনাথ
ভারত-চিন সীমান্ত জট এখনও কাটেনি। মঙ্গলবার সংসদে লাদাখ ইস্য়ুতে একথাই জানালেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এদিন, সংসদে রাজনাথ বলেন, এখনও পর্যন্ত দু’দেশের মধ্য়ে কোনও রফাসূত্র তৈরি হয়নি। প্রতিরক্ষামন্ত্রীর কথায়, ”ইতিহাসের উপর ভিত্তি করে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্য়মে যে নিয়ন্ত্রণরেখা তৈরি করা হয়েছে, তা মানতে চায় না চিন”।
*লাদাখ পরিস্থিতি প্রসঙ্গে লোকসভায় রাজনাথ আরও বলেছেন, ” সীমান্ত এলাকায় শান্তি ও সুস্থিতি জারি রাখতে ভারত ও চিন, দু’দেশই চায়…ভারত-চিন সীমান্ত ইস্য়ু অমীমাংসিত। সীমান্ত নিয়ে চিনের আপত্তি রয়েছে। এখনও পর্যন্ত কোনও সমাধান বেরোয়নি। আমরা কূটনৈতিক মাধ্য়মে চিনকে জানিয়েছি যে স্থিতাবস্থার পর একতরফাভাবে পদক্ষেপ দ্বিপাক্ষিক চুক্তি লঙ্ঘনের শামিল”।
*প্রতিরক্ষামন্ত্রী আরও বলেছেন, ”প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর এলাকায় বিপুল পরিমাণে সেনা মোতায়েন করেছে চিন…গত ১৫ জুন গালওয়ানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমাদের বীর সৈনিকরা তাঁদের প্রাণ দিয়েছেন এবং চিনের পক্ষেও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা আশ্বস্ত করতে চাই, যে কোনও পরিস্থিতি মোকাবিলা করতে আমরা প্রস্তুত। ভারত তার সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করবেই”।
দেশের অন্য়ান্য় খবর পড়ুন নীচে
ফিল্ম ইন্ডাস্ট্রিকে নর্দমার সঙ্গে তুলনা, রাজ্যসভায় সরব জয়া বচ্চন
‘ফিল্ম ইন্ডাস্ট্রিকে নর্দমার সঙ্গে তুলনা করা হচ্ছে। বিনোদন জগতেরই কিছু মানুষ যে থালায় খান সেই থালাতেই ফুটো করছেন।’ মঙ্গলবার সকালে জিরো আওয়ারে রাজসভ্যায় চলচ্চিত্র জগতের সম্মানহানি প্রসঙ্গে এভাবেই সরব হন সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন।
*জয়া জানান, ‘সংকটের আবহে বিনোদন জগতের নাম বদনাম করা হচ্ছে। দেশের লক্ষ লক্ষ মানুষ বিনোদন জগতের সঙ্গে যুক্ত। সর্বোচ্চ করদাতাদের তালিকায় প্রথম সারিতে বিনোদন জগতের মানুষরাই থাকেন। দেশের সমস্ত রকমের বিপর্যয়ে সরকারের পাশে দাঁড়ান। অর্থ দিয়ে সাহায্য করেন। অথচ এই সংকটের সময় কয়েকজন মানুষের জন্য গোটা বিনোদন জগতকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। গ্ল্যামার জগতকে নর্দমার সঙ্গে তুলনা করা হচ্ছে।’
এর পরই লোকসভার সাংসদ রবি কিষেণেকে কটাক্ষ করে বলেন, বিনোদন জগতেরই কিছু মানুষ যে থালায় খান সেই থালাতেই ফুটো করছেন। উল্লেখ্য সোমবারই সংসদে বলিউডের মাদক যোগ নিয়ে সরব হন রবি কিষেণ। তার উত্তরেই এই প্রসঙ্গ তোলেন জয়া বচ্চন।
*পরে রবি কিষেণ বলেন, ‘ফিল্ম ইন্ডাস্ট্রির সবাই নয়, কিন্তু কতিপয় কয়েকজন এই ঘৃণ্য বিষয়ের সঙ্গে জড়িত। জয়াজি বা আমি যখন এই ইন্ডাস্ট্রিতে এসেছি তখন পরিস্থিতি অন্যরকম ছিল। আশা করি জয়াজি আমার সঙ্গে সহমত হবেন’
দেশের অন্য়ান্য় খবর পড়ুন নীচে
অফিস ভাঙায় বিএমসি-র থেকে ২ কোটির ক্ষতিপূরণ দাবি কঙ্গনার
কঙ্গনা রানাওয়াতের অফিস ভাঙার ঘটনায় নয়া মোড়। ক্ষতিপূরণ হিসেবে ২ কোটি টাকা দিতে হবে বৃহন্মুম্বই পুরসভাকে। বম্বে হাইকোর্টে সংশোধিত আবেদনে জানালেন বলিউড নায়িকা।
*সংশোধিত আবেদনপত্রে কঙ্গনা জানিয়েছেন, বিএমসি তাঁর অফিসের ৪০ শতাংশ ভেঙেছে। ঝাড়বাতি ও প্রচুর দুষ্প্রাপ্য় শিল্পকর্ম নষ্ট হয়েছে।
* উল্লেখ্য়, কয়েকদিন আগে, বান্দ্রার পালি হিলসে কঙ্গনার অফিস ভাঙতে যায় বিএমসি। এরপরই আদালতে দ্বারস্থ হন কঙ্গনা। বৃহন্মুম্বই পুরসভাকে (বিএমসি) নির্দেশ দিয়েছে বম্বে হাইকোর্ট।
*কঙ্গনার অফিস ভাঙা সংক্রান্ত মামলার শুনানি আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত রাখল বম্বে হাইকোর্ট।
*অফিস ভাঙার ঘটনায় টুইটারে ক্ষোভ উগরে দেন বলিউড নায়িকা। এরপর একের পর এক টুইটে বিএমসি-র বিরুদ্ধে কটাক্ষ ছুড়ে দেন বলিউডের ‘ক্য়ুইন’। অফিস ভাঙার ছবি পোস্ট করে কঙ্গনা টুইটারে লিখেছেন, ”আমি কোনও ভুল করিনি। আমার শত্রুরা আবারও প্রমাণ করলেন যে, কেন আমার মুম্বই এখন পাক অধিকৃত কাশ্মীর”। আরেকটি টুইটে কঙ্গনা লিখেছেন, ”আমার বাড়িতে কোনও বেআইনি নির্মাণ হয়নি”। (Read in English)
দেশের অন্য়ান্য় খবর পড়ুন নীচে
কুলভূষণ মামলায় অধ্যাদেশের সময়সীমা বাড়ল পাক পার্লামেন্ট
মৃত্যুদণ্ডের সাজার বিরুদ্ধে হাইকোর্টে কুলভূষণ যাদবের আপিলের জন্য অধ্যাদেশের মেয়াদ চারমাস বাড়াল পাক সংসদ। এর আগে মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত আসামী কুলভূষণ যাদব মামলায় আইনজীবী নিয়োগের জন্য ভারতকে আরও একটা সুযোগ দেওয়া হোক। পাক সরকারকে এই নির্দেশ দিল সেদেশের ইসলামাবাদ হাইকোর্ট।
চলতি বছরের জুলাইতে দিল্লি অভিযোগ করে জানায়, আন্তর্জাতিক আদালতের রায় মানছে না পাকিস্তান। কুলভূষণ যাদবের সঙ্গে ভারতীয় কূটনীতিকদের দেখা করতে দেয়া হচ্ছে না। তারপরই পাকিস্তানের হাইকোর্ট জানায়, তারা কূলভূষণের আইনজীবী নিয়োগ করার জন্য ভারতকে সুযোগ দেওয়া প্রয়োজন। তার আগে কুলভূষণ ও ভারত সরকার আইনজীবী নিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল।
ভারতের অভিযোগ ছিল, কুলভূষণের ন্যায় পাওয়ার সব রাস্তা বন্ধ করে দিচ্ছে পাকিস্তান। ভারতীয় নাগরিক কুলভূষণকে চরবৃত্তির দায়ে গ্রেফতার করা হয়েছিল। পাকিস্তানের অভিযোগ হলো, কুলভূষণ ভারতীয় নৌবাহিনীর সঙ্গে যুক্ত। তিনি গোয়েন্দা সংস্থা র-এর সঙ্গে যোগযোগ রেখে চলেন। তিনি বালুচিস্তানে গোলমাল করার চেষ্টায় ছিলেন। ভারত অবশ্য এই সব অভিযোগই উড়িয়ে দিয়েছে। কিন্তু ২০১৭ সালে পাক সামরিক আদালত চরবৃত্তির দায়ে কুলভূষণের মৃত্যুদণ্ডের নির্দেশ দেয়।
আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হয় ভারত। আদালতের নির্দেশ ছিল, ভিয়েনা চুক্তি মেনে কুলভূষণের কাছে ভারতীয় কূটনীতিকদের অবাধে যেতে দিতে হবে। ভারতের দাবি এ পর্যন্ত মাত্র দুই বার ভারতীয় কূটনীতিকদের কুলভূষণের সঙ্গে দেখা করতে দেয়া হয়েছে। কিন্তু সেই সাক্ষাৎকার রেকর্ড করা হয়েছে। নজর রাখা হয়েছে। খোলাখুলি কথাবার্তা হয়নি।
এর পরিপ্রেক্ষিতে হাইকোর্টে আগে পাক সরকার আবেদনকরেন। যাতে বলা হয়েছে, আদালতই কুলভূষণের জন্য আইনজীবী নিয়োগ করে দিক। পাকিস্তানের অ্যাটর্নি জেনারেল আদালতে জানিয়েছেন, কুলভূষণ মৃত্যুদণ্ডের বিরুদ্ধে পর্যালোচনা বা ক্ষমা চাওয়ার আবেদন করতে অস্বীকার করেছেন।Read in English
দেশের অন্য়ান্য় খবর পড়ুন নীচে
সুদর্শন টিভির অনুষ্ঠান সম্প্রচারে সুপ্রিম স্থগিতাদেশ
সুদর্শন টিভির 'বিন্দাস বোল' অনুষ্ঠানের সম্প্রচারে স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। প্রাথমিকভাবে মনে হচ্ছে, এই অনুষ্ঠান মুসলিম সম্প্রদায়ের মানহানি করেছে, এমনই পর্যবেক্ষণ আদালতের।
*আজ ও আগামিকাল সুদর্শন টিভির অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।
* এ মামলা আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত মুলতুবি করা হয়েছে
দেশের সব গুরুত্বপূর্ণ খবর পড়ুন এই প্রতিবেদনে