Advertisment

অর্থনৈতিক অবক্ষয় ঘটিয়েছে মোদী সরকার, আক্রমণ চিদাম্বরমের

কেন্দ্র সরকারকে একহাত নিলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম।

author-image
IE Bangla Web Desk
New Update
চিনের বিরুদ্ধে ফের ভারতের ডিজিটাল স্ট্রাইক।।ভারতে আসছে রাফাল যুদ্ধবিমান।।ভারতীয় রেলে বন্ধ হচ্ছে শতাব্দী প্রাচীন রীতি

পি চিদাম্বরম।

দেশের অর্থনীতি নিয়ে কেন্দ্র সরকারকে একহাত নিলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম। ৯টি ত্রৈমাসিকে পরপর আর্থিক বৃদ্ধি ধাক্কা খাওয়ার ফলেই ২০২০-২১ সালে একের পর এক অর্থনৈতিক অবক্ষয় ঘটেছে, এ ভাষাতেই সুর চড়িয়েছেন চিদাম্বরম।

Advertisment

* চিদাম্বরম প্রশ্ন তুলেছেন, ২০১৫ সাল থেকে কী করেছে এনডিএ সরকার!

* এরপরই রাজ্য়সভার সাংসদ দাবি করেছেন, অক্সফোর্ড পোভার্টি অ্য়ান্ড হিউম্য়ান ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের গবেষণায় উল্লেখ করা হয়েছে, ২০০৫-২০১৫ সালে দারিদ্রতা থেকে মুক্ত হয়েছেন ২৭০ মিলিয়ন ভারতীয়।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

দেশের অন্য়ান্য় গুরুত্বপূর্ণ খবর পড়ুন নীচে

কাশ্মীরের কুলগামে এনকাউন্টার, খতম ৩ জইশ জঙ্গি

publive-image ফাইল চিত্র

শুক্রবার সকালে দক্ষিণ কাশ্মীরের কুলগমে ভারতীয় সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হয়েছে তিন জইশ-ই-মহম্মদ জঙ্গি। অভিযানে জখম হয়েছেন তিন সেনা জওয়ান।

পুলিশ জানিয়েছে, কুলগমের নাগনাদ চিমের এলাকায় এদিন ভোরে যৌথ বাহিনী অভিযান চালায়। সেই সময়ই জঙ্গিদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।

* কাশ্মীর পুলিশের তরফে টুইটে জানানো হয়, নিহত জঙ্গিদের থেকে প্রচুর বিস্ফোরক, অস্ত্র ও যুদ্ধের সরঞ্জাম উদ্ধার হয়েছে।
* নিহত তিন জঙ্গির মধ্যে একজনের নাম ওয়ালিদ। সে পাকিস্তানী জঙ্গি। পুলিশ জানিয়েছে, ওয়ালিদ বিস্ফোরণ ঘটানানোর বিশেষজ্ঞ। শীর্ষ ১২ জন জঙ্গির তালিকায় ওয়ালিদের নাম ছিল।
* এ বছর এখনও পর্যন্ত কাশ্মীরে ১৩১ জঙ্গিকে নিকেশ করেছে ভারতীয় সুরক্ষা বাহিনী। এর মধ্যে শুধু জুন মাসে ৪৮ জঙ্গিকে নিকেশ করা হয়েছে। নিহত জঙ্গিদের মধ্যে রয়েছে স্থানীয় হিজবুল মুজাহিদিনের শীর্ষ জঙ্গি রিয়াজ নাইকু।

ভারতে ঢোকার অপেক্ষায় রয়েছে শতাধিক জঙ্গি। ভারতীয় সেনাকে আগেই সতর্ক করেছে গোয়েন্দারা। সেনা সতর্ক থাকায় ইতিমধ্যেই একাধিক জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হয়েছে। তবে, সেনার খবর অনুযায়ী, ১০ জঙ্গি ভারতে অনুপ্রবেশ করেছে। অনুপ্রবেশকারী ওই ১০ জঙ্গিকে খতম করাই আপাতত ভারতীয় নিরাপত্তা বাহিনীর লক্ষ্য। বিগত কয়েক দিন ধরেই কাশ্মীরজুড়ে তল্লাশি অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। Read in English

দেশের সব গুরুত্বপূর্ণ খবর পড়ুন এই প্রতিবেদনে

jammu and kashmir Indian army
Advertisment