Advertisment

পাবজি-সহ ১১৮ মোবাইল অ্যাপ নিষিদ্ধ।। সংসদে প্রশ্নোত্তর পর্ব বাতিল।। 'কর্মযোগী’ প্রকল্পে অনুমোদন মন্ত্রিসভার

আজ কী ঘটল দেশে? আপডেটেড থাকতে আপনাকে যে খবর জানতেই হবে, দিনের সব গুরুত্বপূর্ণ খবর এই প্রতিবেদনে।

author-image
IE Bangla Web Desk
New Update
India latest news, দেশের খবর, ভারতের খবর

দেশের খবর একনজরে।

পাবজি-সহ ১১৮ মোবাইল অ্যাপ এ দেশে নিষিদ্ধ বলে ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। এদিকে, করোনা আবহে সংসদের আসন্ন বিশেষ বাদল অধিবেশনে প্রশ্নোত্তরের পর্বের জন্য বরাদ্দ সময় বাতিল করা হল। এর বিরোধিতায় গর্জে উঠল বিরোধীরা। অন্য়দিকে, বুধবার 'মিশন কর্মযোগী' প্রকল্পের অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রীসভা। সরকাররি কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রকল্প চালুর উদ্যোগ নিয়েছে মোদী সরকার। দেশের এমনই সব খবর পড়ে নিন এক এক করে...

Advertisment

ভারতে নিষিদ্ধ পাবজি-সহ ১১৮ মোবাইল অ্যাপ

publive-image নিষিদ্ধ পাবজি

পাবজি-সহ ১১৮ মোবাইল অ্যাপ এ দেশে নিষিদ্ধ বলে ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। তথ্য-প্রযুক্তি মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ‘দেশের সাবভৌমত্ব, অখণ্ডতা, প্রতিরক্ষা ও রাষ্ট্রের সুরক্ষার কথা বিবেচনা করে ১১৮ মোবাইল অ্যাপকে ভারতে নিষিদ্ধ করা হচ্ছে।’

*এর আগে টিকটক, ইউসি ব্রাউজার, শেয়ার-ইট, উই-চ্যাট, ক্যামস্ক্যানার-সহ ৫৯টি চিনা মোবাইল অ্যাপ নিষিদ্ধ করে দেয় কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের দাবি, ভারতের সুরক্ষা, সংহতি, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা এবং এ দেশের সাধারণ মানুষের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে সব অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে, সেই অ্যাপ-নির্মাতাদের তালিকায় রয়েছে টেনসেন্ট, আলিবাবা, শাওমির মতো একাধিক চিনা সংস্থা।

*গত জুলাই মাসের শেষ দিকে ৪৭ চিনা ক্লোন অ্যাপ নিষিদ্ধ করে নয়াদিল্লি। এ ক্ষেত্রেও কারণ হিসাবে তথ্য-প্রযুক্তি মন্ত্রকের পক্ষ থেকে ভারতের সুরক্ষা, সংহতি, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার কথা বলা হয়েছিল।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

দেশের অন্য়ান্য় খবর পড়ুন নীচে

সংসদে প্রশ্নোত্তর পর্ব বাতিল, বিরোধীদের নিশানায় সরকার

publive-image বাদল আধিবেশনে সংসদে প্রশ্নোত্তর পর্ব বাতিল

করোনা আবহে সংসদের আসন্ন বিশেষ বাদল অধিবেশনে প্রশ্নোত্তরের পর্বের জন্য বরাদ্দ সময় বাতিল করা হল। অর্থাৎ এবার সংসদীয় অধিবেশনে সরকার পক্ষকে প্রশ্ন করার কোনও সুযোগ পাবেন না বিরোধীরা। এর প্রতিবাদে গর্জে উঠেছে বিরোধী দলগুলো। দেশের অর্থনৈতিক পরিস্থিতি বেহাল। কমছে জাতীয় আয়। বাড়ছে বেকারত্ব। করোনা মোকাবিলা নিয়েও সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ বিরোধী শিবিরের। এছাড়াও কাঠগড়ায় মোদী সরকারের বিদেশনীতি। বিরোধীদের অভিযোগ, প্রতিপক্ষের প্রশ্নবাণ এড়াতেই এই পদক্ষেপ করেছে শাসক পক্ষ।

*বুধবার লোকসভা ও রাজ্যসভার সচিবালয় থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, চলতি মাসের ১৪ থেকে ১লা অক্টোবর পর্যন্ত বাদল অধিবেশন হবে। প্রতিদিন মাত্র মাত্র ৪ ঘণ্টা করে হবে অধিবেশন। তাই সংসদ অধিবেশনের প্রথম ঘণ্টা অর্থাৎ প্রশ্নোত্তর পর্ব পুরোপুরি ছেঁটে ফেলার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। ১৯৫০ সালের পর এই প্রথমবার সংসদের অধিবেশনে কোনও প্রশ্নোত্তর পর্ব থাকছে না।

*স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ বিরোধীরা। এ নিয়ে কংগ্রেসের অধীর চৌধুরি থেকে তৃণমূলের ডেরেক ও ব্রায়েন, সকলেই সরব হয়েছেন। তাঁরা বলছেন, শাসক পক্ষ সুকৌশলে বিরোধীদের ন্যায্য অধিকার কেড়ে নিতে চাইছে। আসলে যে কোনও ধরনের প্রশ্নের মুখোমুখি হতেই ভয় পায় মোদী সরকার। জিরো আওয়ারের সময়সীমা কমা নিয়েও ক্ষুব্ধ বিরোধী শিবির।

*এদিন টুইটে তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন লেখেন, 'প্রশ্নোত্তর পর্বের জন্য ১৫ দিন আগে থেকে প্রশ্ন জমা দিয়ে রাখতে হয় সাংসদদের। ১৪ সেপ্টেম্বর থেকে অধিবেশন শুরু হচ্ছে, অথচ সেই প্রশ্নোত্তর পর্বই বাতিল? বিরোধীদের কাছ থেকে সরকারকে প্রশ্ন করার অধিকারই কেড়ে নেওয়া হল। ১৯৫০-এর পর এই প্রথম। সংসদের কাজকর্মের সময়সীমা আগের মতই রয়েছে, তাহলে শুধুমাত্র প্রশ্নোত্তর পর্বই বাতিল করা হল কেন? অতীমারিকে অজুহাত বানিয়ে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে।'

*ডিএমকে নেত্রী কানিমোঝির প্রশ্ন, 'একটা বার্তাতেই পুরো প্রশ্নোত্তর পর্ব বাতিল করে দেওয়া হল। নির্বাচিত জনপ্রতিনিধিদের সরকারের কাছে প্রশ্ন করারও অধিকার নেই?'

*গত সপ্তাহেই লোকসভার কংগ্রেস নেতা অধীর চৌধুরী আসন্ন অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব না ছাঁটার জন্য স্পিকার ওম বিড়ললাকে চিঠি দিয়েছিলেন। রাজ্যসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ গুলাম নবি আজাদ যদিও বলেছেন, 'বিশেষ পরিস্থিতিতে এই অধিবেশন হচ্ছে। তাই স্বভাবিক পরিস্থিতে যে কাজ সভায় হয় তা এবার করা যাবে না।'Read in English

দেশের অন্য়ান্য় খবর পড়ুন নীচে

'কর্মযোগী’ প্রকল্পে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার

publive-image কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর

বুধবার 'মিশন কর্মযোগী' প্রকল্পের অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রীসভা। সরকাররি কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রকল্প চালুর উদ্যোগ নিয়েছে মোদী সরকার। এ দিন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেন, 'ভারত সরকাররে কর্মীদের আরও সৃজনশীল, গঠনমূলক, কল্পনাপ্রবণ, উদ্ভাবনী, সক্রিয়, পেশাদার, প্রগতিশীল, উদ্যমী, সক্ষম, স্বচ্ছ এবং প্রযুক্তি-সক্ষম করে করে তুলতেই এই প্রকল্প করা হচ্ছে।'

*এই প্রকল্পের শীর্ষে থাকবে প্রধানমন্ত্রীর মানবসম্পদ পরিষদ। তাতে থাকবেন একাধিক কেন্দ্রীয় মন্ত্রী, মুখ্যমন্ত্রী, আন্তর্জাতিক নেতা এবং আমলা। ‘ঠিক কাজের জন্য ঠিক লোককে’ বাছাই করবে পরিষদ। প্রকল্পের সাফল্য যাচাই করতে বার্ষিক রিপোর্ট জমা দেওয়া হবে।

*কেন্দ্র শাসিত জম্মু-কাশ্মীরে এবার উর্দু ও ইংরেজি ভাষা ছাড়াও সরকারি ভাষা হিসাবে স্বীকৃতি পাবে কাশ্মীরি ও ডোগরি। কেন্দ্রীয় ক্যাবিনেট এদিন ছাড়পত্র দিয়েছে। আসন্ন বাদল অধিবেশনেই জম্মু-কাশ্মীর সরকারি ভাষা বিল ২০২০ পেশ করা হবে।

*পাশাপাশি বস্ত্র ও খনিজ মন্ত্রকের তিনটি সমঝোতাতেও অমুমোদন দিয়েছে কেন্দ্রীয় ক্যাবিনেট।Read in English

দেশের অন্যান্য খবর পড়ুন নীচে

গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল, কেন্দ্রের নিষেধাজ্ঞা জারির আবেদন খারিজ

publive-image করণ জোহর প্রযোজিত এবং জাহ্নবী কাপুর অভিনীত গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল।

গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল ছবির উপর নিষেধাজ্ঞা জারির কেন্দ্রীয় সরকারের আবেদন খারিজ করল দিল্লি হাইকোর্ট। এই ছবিতে ভারতীয় বায়ুসেনার ভাবমূর্তি নষ্ট হয়েছে, এমনই অভিযোগ তোলা হয় বায়ুসেনার তরফে। ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে এই ছবির স্ট্রিমিংয়ের উপর নিষেধাজ্ঞা জারির দাবি জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয় কেন্দ্রীয় সরকার। সেই আবেদনই খারিজ করেছে আদালত।

*বিচারপতি রাজীভ শাকধের কেন্দ্রের কাছে জানতে চান কেন নেটফ্লিক্সে মুক্তির আগে আদালতে ছবিটিতে নিষেধাজ্ঞার আবেদন করা হয়নি। তারপরই বিচারপতি জানান, 'অনেক দেরি হয়ে গিয়েছে। অনেক দিন ধরেই এই ছবিটি নেটফ্লিক্সে রয়েছে। তাই এখন নিষেধাজ্ঞা জারি করা কার্যত অর্থহীন। গত ১২ অগাস্ট নেটফ্লিক্সে গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল ছবিটি মুক্তি পায়।

*করণ জোহর প্রযোজিত এবং জাহ্নবী কাপুর অভিনীত ছবি গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল। এই মামলার পরবর্তী শুনানি ১৮ সেপ্টেম্ব। মামলা থেকে ভারতীয় বায়ুসেনাকে সরিয়ে নেওয়ার জন্য কেন্দ্রকে নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট। মামলার পার্টি হিসাবে সরকারই যথেষ্ট বলে জানানো হয়েছে। Read in English

দেশের অন্যান্য খবর পড়ুন নীচে

যোগী সরকার শিশুর মতো জেদি, ফের অন্য় মামলায় অভিযুক্ত করতে পারে: কাফিল খান

publive-image চিকিৎসক কাফিল খান

জেলমুক্ত হওয়ার পরই যোগী সরকারকে নিশানা করলেন চিকিৎসক কাফিল খান। রাজধর্ম পালনের বদলে শিশুদের মতো একগুঁয়ে আচরণকেই প্রশ্রয় দিচ্ছে যোগী নেতৃত্বাধীন সরকার, এ ভাষাতেই কটাক্ষ ছুড়ে দিয়েছেন কাফিল। তাঁর আরও অভিযোগ, জেল থেকে ছাড়া পাওয়ায় তাঁকে হয়তো অন্য় কোনও মামলায় ফের অভিযুক্ত করা হতে পারে।

*সংবাদসংস্থা পিটিআই-কে কাফিল বলেছেন, ''রামায়ণে মহর্ষী বাল্মীকি বলেছিলেন, রাজার উচিত রাজধর্ম পালন করা। উত্তরপ্রদেশে 'রাজা' রাজধর্ম পালন করছেন না কিন্তু শিশুদের মতো একগুঁয়ে আচরণ করছেন''।

* উল্লেখ্য়, গত ডিসেম্বরে আলিগড় মুসলিম বিশ্ববিদ্য়ালয়ে সিএএ বিরোধী বিক্ষোভে উস্কানিমূলক ভাষণ দিয়েছেন বলে অভিযোগ ওঠে কাফিল খানের বিরুদ্ধে।

*এরপর চলতি বছরের জানুয়ারি মাসে তাঁকে গ্রেফতার করা হয়। ফেব্রুয়ারিতে তাঁর বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনের ধারা প্রয়োগ করা হয়।

* গত ১৩ অগাস্ট জাতীয় নিরাপত্তা আইনে তাঁর বন্দিদশার মেয়াদ বাড়িয়ে ১৩ নভেম্বর করা হয়।

* কাফিলকে বেআইনি ভাবে আটকে রাখা হয়েছে বলে মন্তব্য় করেছে ইলাহাবাদ হাইকোর্ট। পাশাপাশি তাঁর বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইন প্রত্য়াহারের নির্দেশ দেয় আদালত। সেইসঙ্গে তাঁকে মুক্তির নির্দেশ দেওয়া হয়।

দেশের অন্যান্য খবর পড়ুন নীচে

পাক বাহিনীর গুলিতে রাজৌরিতে ভারতীয় সেনা অফিসারের মৃত্যু

publive-image সীমান্তে ফের পাক বাহিনীর যুদ্ধ বিরতি চুক্তি লংঘন।

সীমান্তে ফের পাক বাহিনীর যুদ্ধ বিরতি চুক্তি লংঘন। বুধবার জম্মু ও কাশ্মীরের রাজৌরি সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর পাক বাহিনীর গুলিতে ভারতীয় সেনার এক জুনিয়র কমিশনড অফিসার (জেসিও) নিহত হয়েছেন। রাজৌরির কেরি এলাকায় প্রাণ গিয়েছে সেনার জেসিও রাজেশ কুমার। ভারতীয় সেনার তরফে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

*দিন তিনেক আগেই সীমান্তে যুদ্ধ বিরতি চুক্তি লংঘন করে পাকিস্তান সেনা। নৌশেরায় তাদের ছোঁড়া গুলিতে এক জেসিও-র মৃত্যু হয়েছিল। এ দিন ফের পাক বাহিনীর ছোঁড়া গুলিতে মৃত্যু হল জেসিও রাজেশ কুমারের। পাক বাহিনী নৌশেরার কালশিয়ান, খানগের, ভওয়ানী এলাকায় ভারতীয় সেনার ফরওয়ার্ড পোস্টগুলিকে নিশানা করেছে।

*গত কয়েকদিন ধরেই জম্মু-কাশ্মীরের বিভিন্ন জায়গায় তল্লানি অভিযান চালাচ্ছে সেনা। এনকাউন্টারে বেশ কয়েকজন জঙ্গির মৃত্যুও হয়েছে। অন্যদিকে সীমান্তে মিলেছে সুড়ঙ্গের হদিশ। Read in English

দেশের সব গুরুত্বপূর্ণ খবর পড়ুন এই প্রতিবেদনে

CONGRESS jammu and kashmir bjp tmc Parliament national news
Advertisment