তেলেঙ্গানার শ্রীশৈলম বাঁধের পাশে ভূগর্ভস্থ জলবিদ্যুৎ কেন্দ্রে বৃহস্পতিবার গভীর রাতে ভয়াবহ আগুন লাগে। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৫ জন ইঞ্জিনিয়ার-সহ ৯ জনের মৃত্য়ু হয়েছে। এদিকে, করোনার মধ্য়েও কীভাবে নির্বাচন সম্পন্ন করা হবে, তা নিয়ে একগুচ্ছ নির্দেশিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। অন্য়দিকে, সুশান্তকাণ্ডে তাঁর রাঁধুনিকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। এদিকে, দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্য়ায়ের শারীরিক অবস্থার কোনও পরিবর্তন হয়নি। তিনি এখনও ভেন্টিলেশনেই রয়েছেন। দেশের এমনই সব খবর পড়ে নিন এক এক করে...
তেলেঙ্গানায় বৃহৎ অগ্নিকাণ্ড: মৃত ৯, তদন্তের নির্দেশ কেসিআরের
তেলেঙ্গানার শ্রীশৈলম বাঁধের পাশে ভূগর্ভস্থ জলবিদ্যুৎ কেন্দ্রে বৃহস্পতিবার গভীর রাতে ভয়াবহ আগুন লাগে। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৫ জন ইঞ্জিনিয়ার-সহ ৯ জনের মৃত্য়ু হয়েছে। ঘটনায় সিআইডি-র অতিরিক্ত ডিজি গোবিন্দ সিংয়ের নেতৃত্বে তদন্তের নির্দেশ দিয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্র শেখর রাও। শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগে বলে অনুমান। দমকলের ৩০টি ইঞ্জিন উদ্ধার কাজ চালাচ্ছে।
*আগুন লাগার সময় জলবিদ্যুৎ কেন্দ্রের ভিতর ছিলেন তেলেঙ্গানা স্টেট পাওয়ার জেনারেশন কর্পোরেশনের ইঞ্জিনিয়াররা। রুটিন পর্যবেক্ষণের কাজ চালাচ্ছিলেন তাঁরা। সকালেই ছ’জনকে উদ্ধার করা হয়েছে।
*নগড়াকুর্নুল দমকল আধিকারিক শ্রী দাসের কথা অনুযায়ী, রাজ্য বিপর্যয় মোকাবিলা দলের থেকে গত রাতে খবর পাওয়া মাত্রই পাঁচটি ইঞ্জিন দুর্ঘটনাস্থলে পাঠানো হয়। এরপরও জরুরিভিত্তিতে ইঞ্জিনের সংখ্যা বাড়ানো হয়। রুটিন নজরদারির সময় আধিকারিকরা একতলায় ছিলেন। ভূগর্ভস্থ জলবিদ্যুৎ কেন্দ্রে মাটির নীচে আরও চারটি তলা রয়েছে। মাটির তলায় প্রথমে টারবাইন, তারপরের দু’টি তলায় জেনারেটর ও বিদ্যুৎ প্যানেল এবং একেবারের শেষে রয়েছে সার্ভিস-বে।
*শ্রী দাসেরর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ‘বিভিন্ন তলায় আটকে পড়া মানুষরা আতঙ্কিত হয়ে পড়েন। সারফেস ফ্লোরে কাউকে দেখা যায়নি। কতক্ষণ উদ্ধারকাজ চলবে তা বলা মুশকিল। আজ সন্ধ্যা বা আগামিকাল বিকেলও হয়ে যেতে পারে।’ তিনি বলেন, ‘সুড়ঙ্গের মধ্যে প্রবেশ-প্রস্থানের পথ একটাই। আমাদের কর্মীরা সড়ঙ্গের এক কিমি পর্যন্ত যেতে পারলেও আরও পাঁচশ মিটার পথ রয়েছে। সেই জায়গা ধোঁয়ার ভর্তি। ফলে উদ্ধার কাড চালাতে অসুবিধা হচ্ছে।’ Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
দেশের অন্য়ান্য় খবর পড়ুন নীচে
করোনার ধাক্কায় ভোটের নিয়মে বদল, নির্দেশিকা প্রকাশ কমিশনের
করোনা আবহে ‘নিউ নর্মাল’-এর মোডে জনজীবন। এর ছাপ পড়ল এবার নির্বাচনেও। করোনার মধ্য়েও কীভাবে নির্বাচন সম্পন্ন করা হবে, তা নিয়ে একগুচ্ছ নির্দেশিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। সমস্ত রাজনৈতিক দল, সব রাজ্য়ের মুখ্য় নির্বাচনী আধিকারিকদের পরামর্শ ও প্রস্তাব জানার পরই শুক্রবার এ নিয়ে নির্দেশিকা প্রকাশ করল কমিশন। একনজরে জেনে নিন করোনা আবহে কমিশনের নির্বাচনী গাইডলাইন…
*মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রার্থীর সঙ্গে থাকতে পারবেন মাত্র ২ জন।
*ভোটের দিন যদি কোনও ভোটারের শরীরে ভাইরাসের উপসর্গ মেলে, তাহলে তাঁকে একটি টোকেন দেওয়া হবে এবং শেষ ঘণ্টার ভোটে তাঁকে ডাকা হবে।
*রেজিস্টারে সই করার সময় ও ইভিএমে বোতাম টেপার সময় ভোটারদের হ্য়ান্ড গ্লাভস দেওয়া হবে।
*একটা পোলিং স্টেশনে সর্বাধিক হাজার ভোটার ভোট দিতে পারবেন। আগে এই সংখ্য়াটা ছিল ১৫০০। (বিস্তারিত পড়ুন)
দেশের অন্য়ান্য় খবর পড়ুন নীচে
সুশান্তের রাঁধুনিকে জিজ্ঞাসাবাদ-পুলিশের থেকে নথি সংগ্রহ, তদন্ত শুরু সিবিআইয়ের
সুপ্রিম কোর্টের রায়ের দু’দিনের মধ্যেই সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলার তদন্ত শুরু করে দিল সিবিআই। গতকালই মুম্বইয়ে পৌঁছায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্তকারী দলের সদস্যরা। এদিন দু’টি দলে ভাগ হয়ে তারা তদন্ত প্রক্রিয়ার কাজ করছেন সিবিআই গোয়েন্দারা।
*কেন্দ্রীয় তদন্তকারীদের একটি দল এদিন মুম্বই পুলিশের থেকে এই মামলার প্রয়োজনীয় নথি সংগ্রহ করে। অন্যদলটি সুশান্তের কর্মচারীদের জিজ্ঞাসাবাদ চালান সিবিআই তদন্তকারীরা। জিজ্ঞাসাবাদ করা হয় অভিনেতার মৃত্যুর অন্যতম সাক্ষী তাঁর রাঁধুনিকে। সান্তাক্রুজে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশনের অফিস ও বায়ুসেনার গেস্ট হাউসে জেরা করা হয় সুশান্তের কর্মীদের।
*এই মামলায় জড়িতদের বয়ান রেকর্ডের পাশাপাশি মৃত অভিনেতার অর্থনৈতিক আদানপ্রদানও খতিয়ে দেখবেন সিবিআই গোয়েন্দারা।
*এসপি পদমর্যাদার এক অফিসারের নেতৃত্বে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আরেকটি দল বান্দ্রা পুলিশ স্টেশনের কাছে ডেপুটি কমিশনার অফ পুলিশের অফিসে গিয়ে কথা বলেন। সুশান্ত মৃত্যু মামলার সবিস্তার রেকর্ড সংগ্রহের পাশাপাশি প্রয়াত অভিনেতার ময়নাতদন্তের রিপোর্টও সংগ্রহ করার কথা তাঁদের। এছাড়াও সুশান্ত মামলার তদন্ত দলের নেতৃত্বে থাকা মুম্বই পুলিশের ডিসিপি অভিষেক ত্রিমুখের সঙ্গেও কথা বলবেন সিবিআই আধিকারিকরা। Read in English
দেশের অন্য়ান্য় খবর পড়ুন নীচে
মহামারীর আবহে বিহারের ভোট পিছনো উচিত, দাবি যশবন্তের
করোনার প্রকোপ বাড়়েতেই চলেছে। এ দিকে বিহার নির্বাচনের দিনও এগিয়ে আসছে। স্বাস্থ্য বিধি মেনে কীভাবে বিধানসভা ভোট করা যায় এখন সেদিকেই নজর নির্বাচন কমিশনের। কিন্তু করোনা আবহে বিহারের বিধানসভা ভোট আপাতত স্থগিত রাখার পক্ষেই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা সংযুক্ত গণতান্ত্রিক জোটের আহ্বায়ক যশবন্ত সিনহা। ভোট পিছিয়ে দেওয়ার দাবি করেছেন তিনি।
*যশবন্ত সিনহার কথায়, 'করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের মাঝে সবধরনের রাজনৈতিত কার্যকলাপ বন্ধ, কিন্তু ভোট পিছতে কোনও পদক্ষেপই করা হচ্ছে না।' এরপরই তিনি বলেন, 'আমার মনে হয় বর্তমান পরিস্থিতিতে বিধানসভা ভোট হওয়া উচিত নয়। ভোট পিছিয়ে দেওয়া দরকার। কীভাবে এই অবস্থায় ভোট হবে? নির্বাচনের পরে সব ভোট কেন্দ্র করোনাভাইরাস সংক্রমণ কেন্দ্র হিসাবে পরিণত হবে এবং সংক্রমণ কী পরিমাণে ছড়িয়ে পড়তে পারে তা অনুমান করাও অত্যন্ত দুরুহ।'
*উল্লেখ্য, বিজেপি ও জেডিইউ ছাড়া বিহারের সব রাজনৈতিক দলই নির্ধারিত সয়য় এ বছর অক্টোবর-নভেম্বরে ভোট করার বিরোধী। এমনকী শাসক জোট এলজেপির তরফে ভোট পিছনোর আর্জি করা হয়েছে।
*কমিশনের কাছে সংক্রমণে ভয়াবহতা লুকতে বিহার সরকার সংক্রমণের সংখ্যা কমিয়ে দেখাচ্ছে বলেও অভিযোগ করেন সংযুক্ত গণতান্ত্রিক জোটের আহ্বায়ক যশবন্ত সিনহা। তিনি বলেন, '২৯ নভেম্বর পেরিয়ে গেলে বিহারে রাষ্ট্রপতি শাসন জারি হবে। তখন নীতীশ কুমারকে মুখ্যমন্ত্রীর আসন ছাড়তে হবে। আর এতেই ভয় পাচ্ছেন নীতীশ।'
*আনলক পর্বে ভার্চুয়াল সভা করে বিহারে ভোটের দামামা বাজিয়েছে বিজেপি। কিন্তু এই ধরনের সভায় প্রবীণ যশবন্তের আস্থা নেই বলে সাফ জানিয়েছেন তিনি। Read in English
দেশের অন্য়ান্য় খবর পড়ুন নীচে
একইরকম রয়েছেন প্রণব, ভেন্টিলেশনেই প্রাক্তন রাষ্ট্রপতি
দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্য়ায়ের শারীরিক অবস্থার কোনও পরিবর্তন হয়নি। তিনি এখনও ভেন্টিলেশনেই রয়েছেন। তাঁর স্বাস্থ্য়ের গুরুত্বপূর্ণ মাপকাঠি স্থিতিশীল বলে শুক্রবার হাসপাতালের তরফে জানানো হয়েছে। ডাক্তাররা জানিয়েছেন, প্রাক্তন রাষ্ট্রপতির রক্তচাপ, হৃদস্পন্দন স্থিতিশীল রয়েছে।
*প্রণব মুখোপাধ্য়ায়ের শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রয়েছে ডাক্তারদের এক বিশেষজ্ঞ দল। তাঁকে সর্বক্ষণ পর্যবেক্ষণ করা হচ্ছে বলে হাসপাতাল সূত্রে খবর।
*উল্লেখ্য, দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় করোনা আক্রান্ত।নিজেই টুইট করে সে কথা জানিয়েছিলেন তিনি। এরপর জানা যায়, বাড়ির শৌচাগারে পড়ে গিয়ে তাঁর মাথায় চোট লাগে। এতে তাঁর মাথায় রক্ত জমাট বেঁধে রয়েছে বলে জানতে পারেন ডাক্তাররা। এরপরই তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। তখন থেকেই তাঁর অবস্থা সংকটজনক বলে জানা যায় হাসপাতাল সূত্রে। (বিস্তারিত পড়ুন)
দেশের অন্য়ান্য় খবর পড়ুন নীচে
পিএম কেয়ারে কর্পোরেট সোশাল রেসপন্সিবিলিটির টাকা কীভাবে? প্রশ্ন চিদাম্বরমের
মঙ্গলবারই পিএম কেয়ার ফান্ড নিয়ে সুপ্রিম কোর্টের রায় গিয়েছে সরকারের পক্ষে। সর্বোচ্চ আদালত জানিয়েছে, পাবলিক চ্যারিটেবল ফান্ড হিসাবে এই তহবিল গঠন করা হয়েছে। তারপরও নতুন করে ওই ফান্ড নিয়ে আক্রমণ শানাল কংগ্রেস নেতা তথা প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম। বিজেপি সরকারকে নিশানা করে তাঁর প্রশ্ন, ওই তহবিল বেসরকারিভাবে প্রতিষ্ঠিত হলে অনুদানসমূহকে কেন কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা হিসাবে গণ্য করা হচ্ছে? অন্যান্য বেসরকারি তহবিলের অনুদানও কি কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা খাতে ধরা হবে?
*একাধিক টুইটে পি চিদাম্বরম প্রশ্ন তুলে লেখেন, ‘কর্পোরেট বিষয়ক মন্ত্রকের অধীনে কি কেন্দ্র এই তহবিল গঠন করেছে? যদি তা না হয়, তবে কীসের ভিত্তিত কে তহবিল ওই গঠন করল? যদি কেন্দ্র তহবিল গঠন না করে থাকে তবে কেন প্রধানমন্ত্রী ও তিন কেন্দ্রীয় মন্ত্রী ট্রাস্টের সদস্য হলেন? কে তাদের ট্রাস্টি হিসাবে নিয়োগ করল?’
*দেশের প্রাক্তন অর্থমন্ত্রীর জিজ্ঞাস্য, ‘যদি ওই তহবিল বেসরকারি হয়ে থাকে তাহলে সেখানে জমা করা অর্থ কেন কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা খাতে অনুদান হিসাবে ধার্য করা হচ্ছে? অন্যসব বেসরকারি তহবিলের দানও কি কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা হিসাবে গণ্য হবে?’
দেশের সব গুরুত্বপূর্ণ খবর পড়ুন এই প্রতিবেদনে