পুরীতে ঐতিহ্যবাহী রথযাত্রার অনুমতি দিল দেশের শীর্ষ আদালত। এদিকে, 'প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শোচনীয় আত্মসমর্পণের জন্যই কয়েকশ বর্গকিলোমিটার ভারতীয় ভূখণ্ড কেড়ে নিয়েছে চিন', মনমোহন সিংকে এমন আক্রমণ জে পি নাড্ডার। অন্যদিকে, গালওয়ানে সংঘর্ষে মৃত ভারতীয় সেনাকর্মীদের দেহে ধারালো অস্ত্রের ক্ষত ছিল, এছাড়াও তাঁদের বেশিরভাগের দেহের একাধিক হাড় ভাঙা অবস্থায় ছিল বলে খবর। সীমান্তে অস্থিরতার মাঝে সোমবার সকালে ৩ দিনের সফরে রাশিয়া গেলেন দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এদিকে, পাকিস্তান সেনার গুলিতে শহিদ হয়েছেন একজন ভারতীয় জওয়ান। আজ দেশের গুরুত্বপূর্ণ খবরগুলি পড়ুন এক এক করে...
পুরীর রথযাত্রা হোক নিয়ন্ত্রিতভাবে: সুপ্রিম কোর্ট
পুরীতে ঐতিহ্যবাহী রথযাত্রার অনুমতি দিল দেশের শীর্ষ আদালত। তবে 'নিয়ন্ত্রিতভাবে' এই উৎসব পালনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সোমবার আদালত জানিয়ে দেয় রথযাত্রার নিয়মবিধি ওড়িশা সরকার এবং মন্দিরই ঠিক করবে।
সুপ্রিম কোর্টের বিচারপতিদের বেঞ্চের তরফে বলা হয়, "পুরীর জগন্নাথ মন্দির প্রশাসনের চেয়ারম্যান গজপতি মহারাজের প্রস্তাব অনুযায়ী জনগণের উপস্থিতি না থেকে যদি তা নিয়ন্ত্রণ করে করে যায় তবে রাজ্য সরকার সেই অনুযায়ী রথযাত্রা পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করার চেষ্টা করবে।"
সোমবার সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। টুইটে তিনি বলেন, "আজ আমাদের সকলের জন্য খুব বিশেষ একটি দিন। মূলত ওড়িশার ভাই-বোনেদের জন্য। রথযাত্রায় সুপ্রিম কোর্টের সম্মতি মেলায় পুরো দেশ খুব খুশি।"
Today is a special day for all of us, particularly our Odia sisters and brothers as well as devotees of Mahaprabhu Shri Jagannath Ji. The entire nation is delighted by the decision of the Honourable Supreme Court to ensure the Rath Yatra goes on.
जय जगन्नाथ!
— Amit Shah (@AmitShah) June 22, 2020
সোমবার বিচারপতি অরুণ মিশ্রর বেঞ্চে ওড়িশা সরকারকে সমর্থন জানায় কেন্দ্র। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এদিন সলিসিটার জেনারেল তুষার মেহতা বলেন যে সরকারের কোনও আপত্তি নেই রথযাত্রা উদযাপনে। বিপুল জনসমাবেশ এড়াতে টেলিভিশনেও এই অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার করা হবে। তুষার মেহতা আরও বলেন, "এটা দেশের কোটি কোটি মানুষের বিশ্বাসের জায়গা। যদি কাল ভগবান জগন্নাথ না বেরোতে পারেন তাহলে প্রচলিত নিয়মানুসারে আগামি ১২ বছর তিনি বেরোতে পারবেন না।"
দেশের অন্যান্য খবরগুলি পড়ুন নীচে,
মনমোহনের সময় ৬০০ বহিরাক্রমণ, চিনের কাছে ৪৩ হাজার কিমির আত্মসমর্পণ ঘটেছে: বিজেপির প্রত্যাঘাত
ইন্দো-চিন সীমান্ত বিতর্কে সকালে শব্দ চয়ন নিয়ে প্রধানমন্ত্রী মোদীকে সতর্ক করেছিলেন মনমোহন সিং। দুপুর গড়াতেই এল পাল্টা জবাব। সীমান্ত সুরক্ষায় কংগ্রেস ও প্রধানমন্ত্রী মনমোহনের জমানা মনে করিয়ে দিয়ে খোঁচা দিলেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। তাঁর কথায়, 'প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শোচনীয় আত্মসমর্পণের জন্যই কয়েকশ বর্গকিলোমিটার ভারতীয় ভূখণ্ড কেড়ে নিয়েছে চিন। ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে চিনারা ভারতে ৬০০ বার হানা দিতে পেরেছে।'
এদিন টুইটে নাড্ডা বলেছেন, 'মনমোহন এমন দলের সদস্য যারা অসহায়ভাবে ৪৩,০০০ কিলোমিটার ভারতীয ভূখণ্ড চিনকে দিয়ে দিয়েছে! ইউপিএ আমলে লড়াই ছাড়াই কৌশলগত শোচনীয় পরিণতি ঘটেছিল, ফলে ভূখণ্ডগত আত্মসমর্পণ ঘটেছে। যা আমাদের সেনার মর্যাদা নষ্ট করেছিল।'
ডঃ মনমোহন সিংয়ের শব্দ চয়ন নিয়ে সতর্কতাকে কটাক্ষ করে গেরুয়া দলের সভাপতি বলেছেন, 'দুঃখের সঙ্গে জানাচ্ছি যে কংগ্রেস দলের শীর্ষ নেতৃত্বের পদক্ষেপ ও আচার-আচরণ দেশের মানুষ বিশ্বাস করে না।'
‘আমরা সরকারকে মনে করিয়ে দিতে চাই, ভুল তথ্য কখনই কূটনীতি ও নির্ণায়ক নেতৃত্বের বিকল্প হতে পারে না। শরিকদের দিয়ে অসত্য বলিয়ে সত্য ঢাকা যাবে না।' মনমোহনের এই অভিযোগের প্রত্যুত্তরে জেপি নাড্ডা জানিয়েছেন, 'গোটা ভারত মোদীর প্রতি আস্থাশীল। বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী মোদীর প্রশাসনিক দক্ষতার পরিচয় পেয়েছে, বিশেষ করে দেশের স্বার্থই তাঁর কাছে সবার উর্ধেব।'
* সেনাদের অপমান করা ও তাঁদের বীরত্ব নিয়ে প্রশ্ন তোলা বন্ধ করুন: জেপি নাড্ডা
* 'এই ধরনের সংকটে জতীয় ঐক্যের মানে বুঝতে কংগ্রেস নেতৃ্তবকে অনুরোধ জানাচ্ছি'
* মনমোহন বলেছিলেন, 'চিনা হুমকি মোকাবিলায় জাতি ও দেশের সংঘবদ্ধ হওয়ার এটাই সেরা সময়।'
* চিনা হুমকির কাছে ভয় পেয়ে আমাদের ভূখণ্ড নিয়ে আপোস করা উচিত নয়: মনমোহন সিং
মিতভাষী প্রক্তন প্রধানমন্ত্রী চিঠি লিখে মোদীকে আক্রমণ করেছিলেন। কড়া ভাষায় সেউ আক্রমণের জবাব ফেরালেন পদ্ম শিবিরের সর্বভারতীয় সভাপতি। Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ খবরগুলি পড়ুন নীচে,
‘গালওয়ানে নিহত সেনাদের দেহে ধারাল অস্ত্রের ক্ষত, ভাঙা একাধিক হাড়’
গালওয়ানে সংঘর্ষে মৃত ভারতীয় সেনাকর্মীদের দেহে ধারালো অস্ত্রের ক্ষত ছিল, এছাড়াও তাঁদের বেশিরভাগের দেহের একাধিক হাড় ভাঙা অবস্থায় ছিল। সূত্রে মারফত এমনটাই জানা গিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক লে-র সোনাম নারবু হাসপাতালের এক চিকিৎসকের কথায়, ‘জওয়ানদের দেহগুলি দেখে মনে হচ্ছিল পূর্ণ শক্তি দিয়ে তাঁরা প্রতিপক্ষ চিনা বাহিনীর মোকাবিলা করেছে। ভারতীয় বাহিনী একাধিক চিনা সেনাকে মেরেছে বলেও মনে হয়। ধারালো অস্ত্র দিয়ে ভারতীয় সেনাদের আঘাত করা হয়েছিল। অনেকেরই দেহের বিভিন্ন অঙ্গের হাড় ভেঙে গিয়েছিল।‘
* দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে সূত্র জানিয়েছে, ১৮ জখম ভারতীয় সেনাকে লে-তে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছিল।
* এছাড়া ৪০ জনের বেশি জওয়ানকে দেশের বিভিন্ন সেনা হাসপাতালে পাঠানো হয়।
* তবে, ১৫ তারিখ রাতের ইন্দো-চিন সেনা সংঘর্ষে ভারতীয় কত জন জওয়ান জখম হয়েছিলেন সে বিষয়ে সেনার তরফে কিছু বলা হয়নি।
কার্গিল যুদ্ধের নায়ক ও মহাবীর চক্র সম্মানে ভূষিত অবসরপ্রাপ্ত কর্নেল সোনাম ওয়াংচুকের কথায়, ‘সংঘর্ষে আমাদের ২০ জনের মৃত্যু হয়েছে। কিন্তু ওদের দ্বিগুণ সেনা মারা গিয়েছে বলে জানা গিয়েছে। বর্তমানে ওখানে পাঞ্জাব ও হরিয়ানার ছেলেদের পাঠানো হচ্ছে। এবার মুখোমুখি সংঘর্ষ হলে আমররা সুবিধাজনক জায়গায় থাকব। ‘
ভারত দাবি করেছে নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষে ৪০ জনের বেশি চিনা সেনা মৃত। যদিও এ প্রসঙ্গে কিছু জানায়নি বেজিং। অবসরপ্রাপ্ত কর্নেল সোনাম ওয়াংচুক বলেন, ‘১৯৬২ সালেও একই ঘটনা ঘটেছিল। ভারতীয় সেনার কুমাউং কোম্পানির জওয়ানরা হাজারের বেশি সেনাকে মেরেছিল। আমাদের তরফে মারা যায় ১৩০ জন সেনাকর্মী। থকও ওরা নীরব ছিল। এবারও তাই হচ্ছে।’ Read in English
দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ খবরগুলি পড়ুন নীচে,
রাশিয়ায় রাজনাথ, ভারত-রাশিয়া-চিন ত্রিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা
সোমবার সকালে ৩ দিনের সফরে রাশিয়া গেলেন দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ৭৫তম বিজয় দিবসের কুচকাওয়াজে অংশ নিতেই রাজনাথ সিংয়ের এই রাশিয়া যাত্রা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির বিরুদ্ধে সোভিয়েতের ৭৫তম বিজয় উদযাপনে মস্কোর মিলিটারি প্যারেডে আমন্ত্রণরক্ষায় তিনি যাচ্ছেন বলে টুইট করে জানিয়েছেন।
এদিকে চিনের সঙ্গে উত্তেজনা বাড়ার মধ্যেই রাশিয়া থেকে ৩৩টি যুদ্ধ বিমান কিনতে কেন্দ্রীয় সরকারকে প্রস্তাব দিয়েঠছে ভারতীয় বায়ুসেনা। প্রতিরক্ষামন্ত্রীর রাশিয়া সফরে সেই বিষয়েও আলোচনা হতে পারে বলে সূত্রের খবর।
* সীমান্তে ভারত-চিন সংঘর্ষ নিয়ে উদ্বিগ্ন রাশিয়া
* সতর্ক হওয়ার এটাই সেরা সময়: রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র
* 'আশা করব দুই প্রতিবেশী তাদের দ্বন্দ্ব মিটিয়ে ফেলবে'
বিজয় দিবসের কুচকাওয়াজ ৯ মে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল মস্কোতে, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী ছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও এই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল। তবে কোভিড মহামারীর কারণে তা পিছিয়ে যায়। মোদীর মতো চিনের প্রেসিডেন্ট শি জিংপিংকেও এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু বর্তমানে এই কুচকাওয়াজ অনুষ্ঠানে চিনের প্রতিরক্ষা স্তরের প্রতিনিধিরা যোগ দেবেন। সংঘাতেই আবহেই তাই অনুষ্ঠিত হতে পারে চিন–রাশিয়া–ভারতের ত্রিপাক্ষিক বৈঠক। Read in English
দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ খবরগুলি পড়ুন নীচে
পাক সেনার যুদ্ধবিরতি লঙ্ঘন, নৌ-সেনায় নিহত ভারতীয় জওয়ান
পাকিস্তান সেনার গুলিতে শহিদ হয়েছেন একজন ভারতীয় জওয়ান। জম্মু-কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলের কাছে নৌসেরা সেক্টরে এই ঘটনা ঘটেছে। ভোর সাড়ে ৩ টে নাগাদ কৃষ্ণা ঘাঁটি ও নৌসেরা সেক্টরে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে পাক সেনা। এরপরে কিছুক্ষন তা বন্ধ থাকলেও ফের ভোর সাড়ে ৫টা নাগাদ আবারও গুলি ছুঁড়তে থাকে পাক বাহিনী। এতেই মৃত্যু হয় সেনা হাভিলদার দীপক কাকড়ির।
বিগত কয়েক সপ্তাহ ধরেই যুদ্ধবিরতি লঙ্ঘন করছে পাক বাহিনী। চলতি মাসে রাজৌরি ও পুঞ্চে ভারত-পাক নিয়ন্ত্রণরেখায় পাক বাহিনীর গুলিতে এই নিয়ে চার সেনা কর্মীর মৃত্যু হল। জুন মাসের ৪ ও ১০ তারিখ পাক বাহিনীর গুলিতে রাজৌরিতে নিহত হন দুই জওয়ান। ১৪ জুন পুঞ্চে মৃত্যু হয় এক ভারতীয় সেনাকর্মীর।
* এ বছর ১০ জুন পর্যন্ত ২,০২৭ বার যুদ্ধ বিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাক বাহিনী।
* রাজৌরি, নৌসেরা, পুঞ্চে বিনা প্ররোচনাতেই পাক বাহিনী গুলি চালাচ্ছে পাকিস্তান সেনারা: ভারতীয় সেনা
* মনে করা হচ্ছে, জঙ্গিদের প্রবেশে সুবিধা করে দিতেই গুলি ছুঁড়ে ভারতীয় সেনাকে ব্যস্ত রাখার পুরনো কৌশল নিয়েছে পাকিস্তান।
ভারতীয় সেনা মুখপাত্র জানিয়েছেন, সীমান্তে পাক বাহিনীর বিরুদ্ধে যোগ্য জবাব দেওয়া হচ্ছে। Read in English
দেশের সব গুরুত্বপূর্ণ খবর পড়ুন এই প্রতিবেদনে