Advertisment

কেরালা-কর্নাটকে আইএস জঙ্গি ঘাঁটি।।'প্রধানমন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ দেখাব'।। অযোধ্য়ায় যোগীর পুজোপাঠ

আজ কী ঘটল দেশে? আপডেটেড থাকতে আপনাকে যে খবর জানতেই হবে, দিনের সব গুরুত্বপূর্ণ খবর এই প্রতিবেদনে।

author-image
IE Bangla Web Desk
New Update
India latest news, দেশের খবর

দেশের খবর একনজরে।

কর্নাটক ও কেরালায় 'যথেষ্ট সংখ্য়ায়' আইএসআইএস জঙ্গিরা ঘাঁটি গেড়েছে। ভারতকে সতর্ক করল রাষ্ট্রসংঘ। এদিকে, মরুরাজ্য়ে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করবেন বলে জানালেন রাজস্থানের মুখ্য়মন্ত্রী অশোক গেহলট। এমনকি, প্রয়োজনে প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে বিক্ষোভ প্রদর্শনও করবেন তাঁরা। অন্য়দিকে, রাম মন্দিরে ভূমিপুজোর আগে পরিস্থিতি খতিয়ে দেখলেন উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রী যোগী আদিত্য়নাথ। দেশের এমনই সব খবর পড়ে নিন এক এক করে...

Advertisment

কেরালা-কর্নাটকে আইএসআইএস কার্যকলাপ চোখে পড়ার মতো, রিপোর্ট রাষ্ট্রসংঘের

publive-image

কর্নাটক ও কেরালায় 'যথেষ্ট সংখ্য়ায়' আইএসআইএস জঙ্গিরা ঘাঁটি গেড়েছে। ভারতকে সতর্ক করল রাষ্ট্রসংঘ। সন্ত্রাসবাদ নিয়ে রাষ্ট্রসংঘরে রিপোর্টে এই বিষয়টি উঠে এসেছে। ভারতীয় উপমহাদেশে সক্রিয় রয়েছে প্রায় ১৫০ থেকে ২০০ আল কায়দা জঙ্গি। এরা ভারত, বাংলাদেশ, পাকিস্তান ও মায়ানমারে নাশকতামূলক কার্যকলাপের পরিকল্পনা করেছে বলেও রিপোর্টে উল্লেখ রয়েছে।

রাষ্ট্রসংঘের রিপোর্টে বলা হয়েছে যে, আফগানিস্তানের নিমরুজ, হেলমান্ড ও কান্দাহার প্রদেশের তালিবানদের দ্বারা ভারতে আল কায়দা জঙ্গিরা নিয়ন্ত্রিত। বর্তমানে ভারতীয় উপমহাদেশে সক্রিয় আলকায়দা জঙ্গি গোষ্ঠীর প্রধান হল ওসামা মেহেমুদ। রিপোর্টে জানানো হয়েছে, সংগঠনের প্রাক্তন প্রধান আসিম উমারের মৃত্যুর বদলা নিতে ভারত, বাংলাদেশ, পাকিস্তান ও মায়ানমারে নাশকতার পরিকল্পনা করেছে ওসামা। এছাড়াও উল্লেখ, আলকায়দা কাজের সুবিধায় ভারতে জঙ্গি সংগঠনের নতুন নাম দেওয়া হয়েছে। এ দেশে আল কায়দার নাম হিন্দ উলিয়াহ। এই সংগঠনের সদস্য সংখ্যা প্রায় ১৮০ থেকে ২০০ জন।

গত বছর মে মাসে আইএসআইএস-এর তরফে ভারতে নতুন প্রদেশ গড়ে তোলার ঘোষণা করা হয়েছিল। এই প্রথম এ দেশে পৃথক প্রদেশ গড়ার ডাক দেয় জঙ্গি সংগঠনটি। কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াইয়ের পর পরই এই ডাক দেওয়া হয়েছিল। আইএসআইএস জানিয়েছিল, ভারতে সক্রিয় সংগঠনের নাম হল 'উলিয়াহ অফ হিন্দ'। আরবীতে যার অর্থ ভারতীয় প্রদেশ।

তবে, জম্মু-কাশ্মীর পুলিশের এক অফিসার এই ধরনের নাশকতার পরিকল্পনার কথা উড়িয়ে দিয়েছেন। এর আগে অবশ্য কাশ্মীরে নাশকতা চালিয়েছে আইএসআই জঙ্গি গোষ্ঠী। সংগঠনের খোরাসাং শাখার তরফে সন্ত্রাসবাদী হামলা চালানো হয়েছিল। ২০১৫ সালে ইসলামিক স্টেট আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে এই শাখার সূচনা করেছিল। Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

দেশের অন্য়ান্য় খবর পড়ুন নীচে

প্রয়োজনে প্রধানমন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ দেখাব: গেহলট

publive-image অশোক গেহলট

রাজস্থান রাজনীতির ঢেউ এবার আছড়ে পড়তে চলেছে রাজধানীতে। মরুরাজ্য়ে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করবেন বলে জানালেন রাজস্থানের মুখ্য়মন্ত্রী অশোক গেহলট। এমনকি, প্রয়োজনে প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে বিক্ষোভ প্রদর্শনও করবেন তাঁরা।

*উল্লেখ্য়, রাজস্থানে কংগ্রেস সরকার ফেলার চক্রান্ত করছে বিজেপি, এই অভিযোগ জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন গেহলট। এদিন রাজস্থানজুড়ে বিক্ষোভ প্রদর্শন করেন কংগ্রেস কর্মীরা।

*শুক্রবার, রাজ্য়পালের আশ্বাস মেলার পর শেষ পর্যন্ত রাজভবন চত্বরে গেহলট ক্য়াম্পের কংগ্রেস বিধায়করা ধর্না তুলে নেন। বিধানসভার অধিবেশন ডাকার ব্য়াপারে রাজ্য়পালের আশ্বাসের পরই ধর্না থামান বিধায়করা।

শের অন্য়ান্য় খবর পড়ুন নীচে

রাম মন্দিরের ভূমিপুজোর প্রস্তুতি খতিয়ে দেখলেন যোগী

Yogi Adityanath যোগী আদিত্য়নাথ।

রাম মন্দিরে ভূমিপুজোর আগে পরিস্থিতি খতিয়ে দেখলেন উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রী যোগী আদিত্য়নাথ। শনিবার অযোধ্য়ায় গিয়ে রাম জন্মভূমি মন্দির চত্বরে লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্নকে নতুন আসনে বসান যোগী। এদিন পুজোপাঠও করেন উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রী।

* এদিন বিকেলে অযোধ্য়ায় গিয়ে পুজোয় অংশ নেন যোগী।

* রাম মন্দির নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানের প্রস্তুতি খতিয়ে দেখেন তিনি।

*আগামী ৫ অগাস্ট রাম মন্দিরের ভূমিপুজো অনুষ্ঠান।

* ওই অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

দেশের অন্য়ান্য় খবর পড়ুন নীচে

সুর নরম, প্যাংগং থেকে সেনা সরাবে চিন

publive-image

নিয়ন্ত্রণরেখায় প্যাংগং ও পেট্রোলিং পয়েন্ট ১৭-ও থেকে ‘দ্রুত ও সম্পূর্ণ’ সেনা প্রত্যাহারে রাজি চিন। শুক্রবার দুই দেশের কূটনৈতিক পর্যায়ে আলোচনা হয়। তারপরই নয়াদিল্লির তরফে বলা হয়, ‘নিয়ন্ত্রণরেখা থেকে উভয় দেশই দ্রুত ও সম্পূর্ণ সেনা সরাতে সহমত হয়েছে।’

**ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারত-চিন সীমান্ত বিষয়ক পরামর্শদাতা ও সমন্বয়কারী কমিটির বৈঠক হয়। ভারতের পক্ষে নেতৃত্ব দেন বিদেশমন্ত্রকের (পূর্ব এশিয়া বিষয়ক) যুগ্ম সচিব নবীন শ্রীবাস্তব। চিনের হয়ে বৈঠকে যোগ দেন সেদেশের বিদেশ দফতরের (সীমান্ত ও সমুদ্র বিষয়ক) ডায়েরেক্টর জেনারেল হং লিয়াং। বেজিংয়ের তরফে বলা হয়েছে, ‘নিয়ন্ত্রণরেখা থেকে সেনা সরানোর ক্ষেত্রে দুই দেশই আগ্রগতিকে নিশ্চিত করেছে। আরও আগ্রগতির জন্য উভয় দেশের মধ্যে সেনা ও কূটনীতিকস্তরে আলোচনা জারি রাখা প্রয়োজন।’

*বৃহস্পতিবারই বিদেশমন্ত্রক জানিয়েছিল প্যাংগং ও পিপি-১৭ এ থেকে লাল ফৌজ না সরলে পরিস্থিতি উদ্বেগজনক দিকে মোড় নেবে। তাই ভারত-চিনের সেনা পর্যায়ের আলোচনার প্রয়োজন রয়েছে। শুক্রবারের উভয় দেশের কূটনীতিক পর্যায়ের আলোচনা আগামী দিনে সেনা কমান্ডার পর্যায়ের আলোচনার পথ প্রশস্থ করল বলেই মনে করা হচ্ছে।

দেশের অন্য়ান্য় খবর পড়ুন নীচে

ভার্চুয়াল পদ্ধতিতেই শুনানি চলবে সুপ্রিম কোর্টে

sc সুপ্রিম কোর্ট।

সশরীরে হাজির থেকে শুনানি এখনই হবে না সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের ৭ বিচারপতির কমিটি এমন সিদ্ধান্তের কথাই জানাল। এ বিষয়টি ২ সপ্তাহ পরে ফের বিবেচনা করে দেখা হবে বলে জানানো হয়েছে।

* উল্লেখ্য়, করোনায় লকডাউনের আবহে গত ২৫ মার্চ থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্য়মে বিভিন্ন মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টে।

* আপাতত, ভার্চুয়াল শুনানিই চলবে বলে জানানো হয়েছে। (Read in English)

দেশের সব গুরুত্বপূর্ণ খবর পড়ুন এই প্রতিবেদনে

national news
Advertisment