জেইই ও নিট পিছোনো নিয়ে মোদী সরকারকের উপর প্রবল চাপ তৈরি করল বিরোধীরা। করোনা পরিস্থিতিতে জেইই ও নিট স্থগিতের দাবিতে বিরোধী দলগুলিকে একযোগে সুপ্রিম কোর্টে যাওয়ার আবেদন জানালেন বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। এদিকে, 'সংবাদমাধ্যম নজর ঘোরানোর চেষ্টা করলেও দেশের অর্থনীতির ভয়ানক পরিস্থিতি লুকোনো যাবে না', রিজার্ভ ব্যাঙ্কের রিপোর্টের প্রসঙ্গ তুলে মোদী সরকারকে বিঁধেলেন রাহুল। অন্য়দিকে, নেটফ্লিক্সের ডকুমেন্টারির বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে মামলা করলেন পিএনবি কেলেঙ্কারিতে অন্য়তম অভিযুক্ত মেহুল চোকসি। দেশের এমনই সব খবর পড়ে নিন এক এক করে...
‘জেইই-নিট পিছোতে সুপ্রিম কোর্টে চলুন’, অ-বিজেপি মুখ্য়মন্ত্রীদের আহ্বান মমতার
জেইই ও নিট পিছোনো নিয়ে মোদী সরকারকের উপর প্রবল চাপ তৈরি করল বিরোধীরা। করোনা পরিস্থিতিতে জেইই ও নিট স্থগিতের দাবিতে বিরোধী দলগুলিকে একযোগে সুপ্রিম কোর্টে যাওয়ার আবেদন জানালেন বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। জেইই ও নিট পিছোনো নিয়ে এদিনে সোনিয়া গান্ধীর আহ্বানে ভার্চুয়াল বৈঠকে বসেন অ-বিজেপি মুখ্য়মন্ত্রীরা।
*এদিনের বৈঠকে মমতা বলেন, ”রাজ্য় সরকারগুলোর কাছে আমার আর্জি, সকলে একজোট হয়ে সুপ্রিম কোর্টে চলুন এবং যতক্ষণ না পরিস্থিতি অনুকূল হচ্ছে ততক্ষণ পরীক্ষা পিছোনো হোক”। বাংলার মুখ্য়মন্ত্রী আরও বলেছেন, এ বিষয়ে হস্তক্ষেপের জন্য় তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একাধিকবার চিঠি লিখেছেন।
*কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধী বলেন, জাতীয় শিক্ষা নীতি খুবই উদ্বেগের। এটা একটা ধাক্কা। পড়ুয়াদের অন্য়ান্য় সমস্য়া ও পরীক্ষা যত্ন সহকারে বিবেচনা করা হচ্ছে না। ঝাড়খণ্ডের মুখ্য়মন্ত্রী হেমন্ত সোরেন বলেছেন, সুপ্রিম কোর্টে যাওয়ার আগে বিরোধী মুখ্য়মন্ত্রীদের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির কাছে দরবার করা উচিত।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
দেশের অন্য়ান্য় খবর পড়ুন নীচে
'নজর ঘুরিয়ে দেশের অর্থনীতির ভয়ানক অবস্থা লুকনো যাবে না'
'সংবাদ মাধ্যম নজর ঘোরানোর চেষ্টা করলেও দেশের অর্থনীতির ভয়ানক পরিস্থিতি লুকনো যাবে না।' রিজার্ভ ব্যাংকের রিপোর্টের প্রসঙ্গ তুলে নরেন্দ্র মোদীর সরকারকে বিঁধে বুধবার টুইটে এ কথা জানান রাহুল গান্ধী।
*কংগ্রেস সাংসদ টুইটে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট তুলে ধরে লেখেন, 'রিজার্ভ ব্যাঙ্ক আজ যা বলছে, সেই সতর্কবার্তা আমি আগেই দিয়েছিলাম। শিল্পপতিতে কর ছাড় না দিয়ে গরীবের গহাতে অর্থ দিতে বলেছিলাম। সংবাদমাধ্যমের সাহায্যে নজর ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করলে প্রকৃতপক্ষে দেশের গরিব মানুষগুলোর কোনও উপকার হবে না। এমনকি দেশের অর্থনীতির ভয়ানক অবস্থাটাও লুকনো যাবে না।'
*মঙ্গলবার রিজার্ভ ব্যাংক তাদের ২০১৯-২০ সালের বার্ষিক রিপোর্টে জানিয়েছে, সংক্রমণ বৃদ্ধির ফলে করোনা-সমস্যা কাটাতে আরও সময় লাগবে। এর দরুন চাহিদা ফিরতেও দেরি হবে। তবে ঠিক কত দেরি হবে, তা নির্ভর করবে সরকারের উপরেই। তাদের বার্তা, অর্থনীতিকে কোভিড-পূর্ব অবস্থায় ফেরাতে কেনাকাটা বাড়াতে হবে সরকারকেই। কারণ, বেসরকারি স্তরে কেনাকাটা বাড়ানোর সম্ভাবনা ক্ষীণ। Read in English
দেশের অন্য়ান্য় খবর পড়ুন নীচে
ভেন্টিলেশনেই প্রণব মুখোপাধ্যায়, চলছে ফুসফুসে সংক্রমণের চিকিৎসা
ফুসফুসে সংক্রমণের জন্য প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের চিকিৎসা চলছে। তার মধ্যেই বুধবার সেনা হাসপাতালের তরফে জানানো হয়েছে যে প্রণববাবুর রেনাল প্যারামিটারে কিছু বদল লক্ষ্য করা গিয়েছে। গতকাল থেকেই এই রেনাল প্যারামিটারে সামান্য বদল হয়েছে।
*এক বিবৃতিতে সেনা হাসপাতাল জানিয়েছে, ‘ফুসফুসে সংক্রমণের জন্য প্রাক্তন রাষ্ট্রপতির চিকিৎসা চলছে। কিন্তু মঙ্গলবারের তুলনায় তাঁর মূত্রাশয় সংক্রান্ত মাপকাঠির সামান্য অবনতি হয়েছে। পাশাপাশি এখনও গভীর কোমায় আছেন প্রণববাবু। ভেন্টিলেশনে রাখা হয়েছে তাঁকে।’
*গত ১০ অগস্ট দিল্লি ক্যান্টনেমেন্টে রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে শারীরিক পরীক্ষার সময় ধরা পড়ে, প্রণববাবুর মস্তিষ্কে রক্ত জমায় বেঁধে আছে। পাশাপাশি তাঁর করোনাভাইরাস রিপোর্টও পজিটিভ আসে। সেদিনই জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর থেকে তাঁর অবস্থা সংকটজনক। তারপর থেকেই ভেন্টিলেশনে আছেন তিনি। Read in English
দেশের অন্য়ান্য় খবর পড়ুন নীচে
নেটফ্লিক্সের বিরুদ্ধে মামলা মেহুল চোকসির
নেটফ্লিক্সের ডকুমেন্টারির বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে মামলা করলেন পিএনবি কেলেঙ্কারিতে অন্য়তম অভিযুক্ত মেহুল চোকসি। 'ব্ল্য়াক বয় বিলিয়নেয়ার্স' নামে ডকুমেন্টারি মুক্তির আগে তাঁকে যেন প্রিভিউ দেখানো হয়, এই আবেদন জানান নীরবের মামা।
*বুধবার মামলার শুনানিতে ডকুমেন্টারির প্রি-স্ক্রিনিং করা যায় কিনা সে ব্য়াপারে নেটফ্লিক্সকে নির্দেশ দেয় দিল্লি হাইকোর্ট।
*আগামী ২৮ অগাস্ট এ মামলার পরবর্তী শুনানি।
* উল্লেখ্য়, নেটফ্লিক্সের ওই ডকুমেন্টারিতে লোভ, প্রতারণা, দুর্নীতি নিয়ে দেখানো হয়েছে। ভারতে বিখ্য়াত ব্য়বসায়ীদের জীবনধারা তুলে ধরা হয়েছে।
* পিএনবি আর্থিক কেলঙ্কারিতে অন্য়তম প্রধান অভিযুক্ত মেহুল চোকসি পলাতক। (Read in English)
দেশের অন্য়ান্য় খবর পড়ুন নীচে
বাজারে চাহিদা বাড়াতে সরকারি বিনিয়োগের প্রয়োজন: আরবিআই
বিনিয়োগের লক্ষ্যে গত সেপ্টেম্বরে কর্পোরেট ট্যাক্সে ছাড়ের ঘোষণা করেছিল সরকার। কিন্তু বাস্তবে তা খুব একটা লাভজনক হয়নি। করোনা অতিমারীতে অর্থনীতিতে ঘোর মন্দা। এই পরিস্থিতিতে অর্থনীতির স্বার্থে বাজারে চাহিদা বাড়তে আরও বেশি আর্থিক সহায়তা দেওয়ার কথা রিপোর্টে উল্লেখ করেছে ভারতীয় রিজার্ভ ব্যাংক।
মঙ্গলবার রিজার্ভ ব্যাংক তাদের ২০১৯-২০ সালের বার্ষিক রিপোর্টে জানিয়েছে, সংক্রমণ বৃদ্ধির ফলে করোনা-সমস্যা কাটাতে আরও সময় লাগবে। এর দরুন চাহিদা ফিরতেও দেরি হবে। তবে ঠিক কত দেরি হবে, তা নির্ভর করবে সরকারের উপরেই। তাদের বার্তা, অর্থনীতিকে কোভিড-পূর্ব অবস্থায় ফেরাতে কেনাকাটা বাড়াতে হবে সরকারকেই। কারণ, বেসরকারি স্তরে কেনাকাটা বাড়ানোর সম্ভাবনা ক্ষীণ।
করোনা সংকট থেকে অর্থনীতিকে রক্ষা করার জন্য ২১ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। তার বেশিরভাগ অর্থ ব্যয় করা হচ্ছে ঋণগ্রহীতাদের সাহায্য করার জন্য। বাজারে চাহিদা বাড়ানোর জন্য কম সহায়তা করা হয়েছে বলে জানিয়েছে রিজার্ভ ব্যাংক।Read in English
দেশের অন্য়ান্য় খবর পড়ুন নীচে
গালওয়ান সংঘর্ষ দুর্ভাগ্যজনক, মন্তব্য চিনা রাষ্ট্রদূতের
গালওয়ান সংঘর্ষকে ‘দুর্ভাগ্যজনক’ এবং ‘ইতিহাসের দৃষ্টিকোণ থেকে একটি সংক্ষিপ্ত মুহূর্ত’ বলে বর্ণনা করলেন ভারতে নিযুক্ত চিনা রাষ্ট্রদূত সান ওয়েইডং। ভারত-চিন সীমান্ত উত্তেজনা প্রশমণে দুই দেশ সেনা ও কূটনীতিক পর্যায়ে আলোচনা চালাচ্ছে। এ সম্পর্কে ওয়েইডং বলেছেন যে, ‘বিষয়টি উপযুক্তভাবে সামলানোর কাজ করছি আমরা।’
*গত ১৮ অগাস্ট চিন-ভারত যুব ওয়েবমিনারে দুই দেশের সম্পর্ক নিয়ে মন্তব্য করতে গিয়ে ঐতিহাসের দৃষ্টিকোণের কথা তুলে ধরেন ভারতে নিযুক্ত চিনা রাষ্ট্রদূত সান ওয়েইডং। মঙ্গলবার তাঁর সেই ভাষণ লিখিত আকারে প্রকাশ করেছে চিনা দূতাবাস। ওয়েবমিনারে ওয়েইডং বলেছেন, ‘দুই উদীয়মান গুরুত্বপূর্ণ প্রতিবেশীর নিজস্ব মতধারার মাধ্যমে রেখা টেনে দেওয়ার মানসিকতা বর্জন করা উচিত। একই সঙ্গে অপরের ক্ষতিতে নিজের লাভের পুরনো চিন্তাভাবনা সরিয়ে এগিয়ে যেতে হবে। তা না হলে দুই দেশই ভুল পথে চালিত হবে।’
*তাঁর আরও সংযোজন যে, ‘খুব একটা আগে নয়, সীমান্ত এলাকায় একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, যা চিন ও ভারত কোনও দেশই দেখতে চায় না। বিষয়টি উপযুক্তভাবে সামলানোর কাজ করছি আমরা। এটা ইতিহাসের দৃষ্টিকোণ থেকে একটি সংক্ষিপ্ত মুহূর্ত।’ Read in English
দেশের সব গুরুত্বপূর্ণ খবর পড়ুন এই প্রতিবেদনে