করোনা আক্রান্ত অমিত শাহ চিকিৎসার জন্য এইমস-এ না গিয়ে কেন বেসরকারি হাসপাতালে ভর্তি হলেন? প্রশ্ন তুললেন কংগ্রেস সাংসদ শশী থারুর। এদিকে, অযোধ্যায় থাকলেও আগামী বুধবার রামমন্দিরের ভূমি পুজো অনুষ্ঠানে যোগ দেবেন না প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতী। অন্য়দিকে, অমিত শাহ, কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার পর এবার করোনা আক্রান্ত প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা কংগ্রেসের বর্ষীয়ান নেতা পি চিদাম্বরমের পুত্র কার্তী চিদাম্বরম। আবার, ভারতে মানবদেহে অক্সফোর্ডের করোনা টীকার ট্রায়াল করতে অনুমোদন দেওয়া হয়েছে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়াকে। দেশের এমনই সব খবর পড়ে নিন এক এক করে...
শাহ কেন বেসরকারি হাসপাতালে? বিঁধলেন থারুর
কোভিড আক্রান্ত অমিত শাহ চিকিৎসার জন্য এইমস-এ না গিয়ে কেন বেসরকারি হাসপাতালে ভর্তি হলেন? প্রশ্ন তুললেন কংগ্রেস সাংসদ শশী থারুর।
টুইটে এদিন থারুর লেখেন, 'সত্যিই কারণ খুঁজছি। জ্বর অবস্থায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কেন এইFম-এ না গিয়ে পাশের রাজ্যের বেসরকারি হাসপাতালকে বেছে নিলেন।' এরপরই তাঁর পরামর্শ, 'সরকারি প্রতিষ্ঠানের উপর যদি ক্ষমতাবানরা আস্থা দেখান তাহলে সেগুলির উপর সাধারণ মানুষেরও আস্থা বাড়বে।'
True. Wonder why our Home Minister, when ill, chose not to go to AIIMS but to a private hospital in a neighbouring state. Public institutions need the patronage of the powerful if they are to inspire public confidence. https://t.co/HxVqdREura
— Shashi Tharoor (@ShashiTharoor) August 3, 2020
রবিবার বিকেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেই টুইট করে জানান, তিনি করোনা আক্রান্ত। টুইটে তিনি লেখেন, 'করোনার প্রাথমিক লক্ষণগুলি পাওয়ার পরে আমি পরীক্ষাটি করালাম এবং রিপোর্টটি পজিটিভ এসেছে। আমার স্বাস্থ্য ঠিক আছে, তবে চিকিৎসকদের পরামর্শে আমাকে হাসপাতালে ভর্তি করা হচ্ছে। আমি অনুরোধ করছি আপনারা যারা গত কয়েকদিন ধরে আমার সঙ্গে যোগাযোগ করেছেন, দয়া করে নিজেকে আইসোলেশনে রাখুন এবং করোনা পরীক্ষা করুন।'
জানা গিয়েছে অমিত শাহ দিল্লি লাগোয়া গুরুগাঁওয়ের মেদান্ত হাসপাতালে ভর্তি হয়েছেন। কেন্দ্রীয় ক্যাবিনেটে তাঁরই প্রথম করোনা ধরা পড়েছে।
অমিত শাহ কোভিডে আক্রান্ত হওয়ার কেন্দ্রীয় মন্ত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। কারণ, গত বুধবার থেকে রবিবার পর্যন্ত একাধিক কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকেও অনুষ্ঠানে তিনি হাজির হয়েছিলেন। ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। সাবধানতাবশত কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, রবিশঙ্কর প্রসাদরা আইসোলেশনে থাকার কথা ঘোষণা করেছেন। সৌমিত্র খাঁ, নিশীথ প্রামাণিক সহ একাধিক সাংসদও কোয়ারেন্টাইনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। এসবের মধ্যেই বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়া নিয়ে শাহকে বিঁধলেন শশী থারুর। Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
দেশের অন্য়ান্য় খবর পড়ুন নীচে
করোনা আতঙ্ক, ভূমি পুজোয় যোগ দেবেন না উমা ভারতী
অযোধ্যায় থাকলেও আগামী বুধবার রামমন্দিরের ভূমি পুজো অনুষ্ঠানে যোগ দেবেন না প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতী। সোমবার নিজেই টুইট করে এ কথা জামিয়েছেন তিনি। অতিমারীর কারণেই তাঁর এই সিদ্ধান্ত। তবে, অনুষ্ঠান শেষে সরজূ নদীর ধারে রামলালার কাছে প্রার্থনা জানাবেন।
টুইটে রামজন্মভূমি আন্দোলনের অন্যতম মুখ জানিয়েছেন, 'যখন থেকে শুনেছি অমিত শাহ এবং অন্য বিজেপি নেতাদের করোনা ধরা পড়েছে, তখন থেকেই যাঁরা অযোধ্যার শিলান্যাস অনুষ্ঠানে যাচ্ছেন তাঁদেরকে নিয়ে চিন্তা হচ্ছে। বিশেষ করে প্রধানমন্ত্রীকে নিয়ে।'
নিজের নাম আমন্ত্রিতদের তালিকা থেকে সরিয়ে ফেলার জন্যও প্রধানমন্ত্রীর দফতর ও মন্দির কর্তৃপক্ষকে জানিয়েছেন বলে দাবি করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। টুইটে তিনি লিখেছেন, 'ভোপাল থেকে ট্রেনে উত্তরপ্রদেশ রওনা দেব। অযোধ্যায় যে কোনও সময়ে করোনা রোগীর সংস্পর্শে আসতে পারি। কয়েক’শ মানুষ সেখানে জড়ো হবেন। তাই মন্দির চত্বরে আমি যাব না। তবে, প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর রামলালার দর্শন করব।' Read in English
দেশের অন্য়ান্য় খবর পড়ুন নীচে
'অশুভ দিনে রামমন্দিরের ভূমি পুজো, মোদী সনাতন ধর্মকে আঘাত করলেন'
অশুভ সময়ে অযোধ্যায় রামমন্দির নির্মাণের ভূমিপূজন করে 'সনাতন ধর্ম' লঙ্ঘন করছেন প্রধানমন্ত্রী মোদী। এই কারণেই অমিত শাহ-সহ একাধিক বিজেপি নেতা করোনায় আক্রান্ত হচ্ছেন। এমনটাই মনে করেন মধ্যপ্রদেসের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা দ্বিগিজয় সিং।
আগামী ৫ অগাস্ট অযোধ্যায় 'ভূমিপূজন'। তবে তার আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে মন্দিরের পুরহিত, নিরাপত্তা রক্ষী করোনা আক্রান্ত। সংক্রমণের কারণে একাধিক হেভিওয়েট সেদিনের অনুষ্ঠানে হাজির হতে পারবেন না। করোনা আবহে অযোধ্যায় 'ভূমিপূজন' প্রসঙ্গে এদিন একাধিক টুইট করেন দ্বিগিজয় সিং।
মোদী ও যোগীকে ঠেঁস দিয়ে টুইটে কংগ্রেসের বর্যীয়ান এই নেতা লিখেছেন, 'আগামী ৫ তারিখ অশুভ দিন। স্বামী স্বরূপানন্দ ওই দিন ভুমি পুজো না করার জন্য সতর্ক করেছিলেন। কিন্তু মোদীর সুবিধার্থে ওই তারিখটিকেই চূড়ান্ত করা হল। সুতরাং হাজার বছর ধরে হিন্দুদের বিশ্বাসের থেকেও প্রধানমন্ত্রী একানে বড় হয়ে উঠলেন! এটাই কি হিন্দুত্ব?'
কোন প্রয়োজনে মহামারীর মধ্যে ভূমি পুজোর মত অনুষ্ঠানের প্রয়োজন হল? প্রশ্ন দ্বিগিজয় সিংয়ের। টুইটে লিখেছেন, 'মোদীজি, আপনি ভূমিপূজা করে আর কতজনকে হাসপাতালে পাঠাতে চান? যোগীজি দয়া করে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলুন। আপনারা কীভাবে সনাতন ধর্মের নিয়ম লঙ্ঘন করতে পারেন? কীসের বাধ্যবাধকতা আছে আপনাদের?'
এরপরই তাঁর প্রশ্ন, 'উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কি এই সময়ে কোয়ারান্টিইনে থাকা উচিত নয়? কেবল সাধারণ মানুষই কি কোয়ারান্টিইনে যাবে?' 'সনাতন ধর্ম' লংঘন করার কারণেই বিজেপির কেন্দ্র ও রাজ্যস্তরের নেতাদের করোনা সংক্রমিণ হচ্ছে বলে জানান দ্বিগিজয়। Read in English
দেশের অন্য়ান্য় খবর পড়ুন নীচে
শাহের সঙ্গে সাক্ষাৎ, আইসোলেশনে রবিশঙ্কর প্রসাদ
স্বেচ্ছা আইসোলেশনে গেলেন কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। টুইট করে এ কথা জানিয়েছেন মন্ত্রী নিজেই। গত শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয় রবিশঙ্করের। রবিবার করোনা পজিটিভ বলে জানান শাহ। তারপরই সাবধনাতা অবলম্বন করতে তাঁর এই পদক্ষেপ।
টুইটে তিনি লিখেছেন, 'বন্ধুরা, আমি ভাল আছি। কিন্তু, বিধি মেনে আগামী কয়েকদিন বাড়িতেই আইসোলেশনে থাকব। সরকারি কাজে শনিবার বিকেলে আমি অমিত শাহজীর সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল।'
সূত্র মারফত জানা গিয়েছে এখনও পর্যন্ত রবিশঙ্কর প্রসাদের করোনার উপসর্গ নেই। কিন্তু সতর্কতামূলক পদক্ষেপ হিসাবেই হোম আইসোলেশনে থাকবেন তিনি।
রবিবার বিকেলেই জানা যায় কেন্দ্রীয় স্বারাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করোনা আক্রান্ত। নিজেই টুইট করে সেই খবর দেন তিনি। বেশ কিছুদিন ধরেই শরীর অসুস্থ ছিল শাহের। রবিবার করোনা পরীক্ষা করাতেই ধরা পরে তিনি কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত। বর্তমানে হাসপাতালে ভর্তি তিনি।
দেশের অন্য়ান্য় খবর পড়ুন নীচে
চিদাম্বরম পুত্রও করোনা আক্রান্ত
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার পর এবার করোনা আক্রান্ত প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা কংগ্রেসের বর্ষীয়ান নেতা পি চিদাম্বরমের পুত্র কার্তী চিদাম্বরম। নিজেই টুইট করে সোমবার এই কথা জানিয়েছেন কার্তি।
টুইটে কার্তি লিখেছেন, 'এই মাত্র নমুনা পরীক্ষার ফলাফলে জানা গেল আমি কোভিড পজিটিভ। আমার শরীরে মৃদু উপসর্গ রয়েছে। চিকিৎসকদের পরামর্শ মেনে আমি হোম কায়ারেন্টিনে রয়েছি। সম্প্রতি আমার সংস্পর্শে যাঁরা এসেছেন তাঁদেরকে স্বাস্থ্য বিধি মেনে চলার অনুরোধ করছি।'
I have just tested positive for #Covid. My symptoms are mild and as per medical advice I am under home quarantine. I would urge all those who have recently been in contact with me to follow medical protocol.
— Karti P Chidambaram (@KartiPC) August 3, 2020
রবিবার বিকেলেই জানা যায় যে কেন্দ্রীয় স্বারাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করোনা আক্রান্ত। নিজেই টুইট করে সেই খবর দিয়েছেন তিনি। বেশ কিছুদিন ধরেই শরীর অসুস্থ ছিল শাহের। রবিবার করোনা পরীক্ষা করাতেই ধরা পরে তিনি কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন পদ্মশিবিরের ‘চাণক্য’।
ওই দিনই রাতে নিজের কোভিড-১৯ পজিটিভ হওয়ার কথা জানান কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পাও। কেন্দ্রীয় স্বারাষ্ট্রমন্ত্রীর অমিত শাহের মতো নিজেই সংক্রমিত হওয়ার খবর টুইটে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিকে রবিবারই সংক্রমণে মৃত্যু হয়েছে উত্তরপ্রদেশের ক্যাবিনেটমন্ত্রী কমলরানি বরুণের।
দেশের অন্য়ান্য় খবর পড়ুন নীচে
ভারতে এবার অক্সফোর্ডের করোনা টীকার ট্রায়াল
করোনাকে নির্মূল করতে গোটা বিশ্বের মতো ভ্য়াকসিনের অপেক্ষায় ভারতও। ইতিমধ্য়েই ভ্য়াকসিন আবিষ্কারে সাফল্য়ের মুখ দেখেছে অক্সফোর্ড। এবার ভারতে অক্সফোর্ডের করোনা ভ্য়াকসিনের প্রয়োগ শুরু করার অনুমোদন মিলল। ভারতে মানবদেহে অক্সফোর্ডের করোনা টীকার ট্রায়াল করতে অনুমোদন দেওয়া হয়েছে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়াকে। শুক্রবারই এ ব্য়াপারে এক বিশেষজ্ঞের দল সুপারিশ করে।
*সেন্ট্রাল ড্রাগস স্ট্য়ান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের প্রধান ইতিমধ্য়েই এই প্রস্তাবে ছাড়পত্র দিয়েছেন, একথা সোমবার নিশ্চিত করে জানিয়েছে স্বাস্থ্য় মন্ত্রক। এদিন, স্বাস্থ্য় মন্ত্রকের তরফে টুইট করে জানানো হয়েছে, ”অক্সফোর্ডের করোনা ভ্য়াকসিনের দ্বিতীয় ও তৃতীয় দফার ট্রায়াল করতে পুনের সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়াকে অনুমোদন করেছে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া”।
*উল্লেখ্য়, করোনা ভ্য়াকসিন তৈরিতে অক্সফোর্ড বিশ্ববিদ্য়ালয়ের সঙ্গে হাত লাগিয়েছে সুইডিশ-ব্রিটিশ সংস্থা অ্য়াস্ট্রাজেনেকা। তাদের সঙ্গেই গাঁটছড়া বেঁধেছে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। দ্বিতীয় ও তৃতীয় ধাপের ট্রায়ালে ১৬০০ জনের শরীরে ভ্য়াকসিন পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হবে বলে দ্য় ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন সরকারের এক শীর্ষ কর্তা।
দেশের অন্য়ান্য় খবর পড়ুন নীচে
নয়া জাতীয় শিক্ষানীতির ত্রি-ভাষা তত্ত্ব মানব না: পালানিস্বামী
'ত্রি-ভাষা তত্ত্ব' জাতীয় শিক্ষা নীতি ২০২০-এর অন্তর্ভুক্ত করায় 'মনঃক্ষুণ্ণ' হয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ই কে পালানিস্বামী। সোমবার স্পষ্ট করে তিনি জানিয়ে দেন যে, কেন্দ্রের এই নীতি তামিলনাড়ুতে লাগু হবে না।
মুখ্যমন্ত্রীর দফতরের তরফে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, 'কেন্দ্রীয় সরকার প্রবর্তিত জাতীয় শিক্ষানীতি ২০২০-তে ত্রি-ভাষা তত্ত্বের অন্তর্ভুক্তি দেখে আমরা দুঃখিত। কয়েক দশক ধরে আমাদের রাজ্য দ্বি-ভাষা তত্ত্ব অনুসরণ করছে ও এক্ষেত্রে কোনও বদল করা হবে না। আমি প্রধানমন্ত্রীকে ত্রি-ভাষা তত্ত্ব পুনর্বিবেচনার জন্য অনুরোধ করছি। তামিলনাড়ুর জনগণের সর্বসম্মত দাবির বিবেচনা করা এবং রাষ্ট্রগুলিকে তাদের নিজস্ব নীতিমালা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার অনুমতি প্রদানের জন্য আবেদন জানাচ্ছি।'
সম্প্রতি জাতীয় শিক্ষা নীতি ২০২০ ঘোষণা করেছে মোদী সরকার। এরপরই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক বলেছেন, কোনও রাজ্যর ঘাড়েই জোর করে কোনও ভাষা শিক্ষা চাপিয়ে দেওয়া কথা কেন্দ্র বলবে না। জোট সঙ্গীদের ভয়েই পোখরিয়ালের রক্ষণাত্মক মন্তব্য় করলেও কেন্দ্র জোর করে হিন্দি ও সংস্কৃতকে দক্ষিণী রাজ্যগুলোর উপর চাপিয়ে দিচ্ছে বলে প্রতিবাদের ঝড় ওঠে তামিলনাড়িতে। তারপরই এ দিন ত্রি-ভাষা তত্ত্বের বিরুদ্ধে সোচ্চার হন খোদ মুখ্যমন্ত্রী পালানিস্বামী।
টুইট করে প্রতিবাদ জানিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পন রাধাকৃষ্ণাণ। টুইটে তিনি লিখেছেন, 'আবারও বলতে বাধ্য হচ্ছি যে কেন্দ্রীয় সরকার কোনও রাজ্যের উপর জোর করে কোনও ভাষা চাপিয়ে দিতে পারে না।'
তামিলনাড়ুর বিরোধী রাজনৈতিক দল ডিএমকে প্রধান স্যালিনও জাতীয় শিক্ষা নীতির প্রতিবাদ জানিয়ে বিভিন্ন সংস্কারের পুনর্বিবেচনার আর্জি জানিয়েছেন। কেন্দ্র জোর করে হিন্দি ও সংস্কৃত ভাষা চাপালে এই ইস্যুতে সমমনভাবাপন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে জোটবদ্ধভাবে আন্দোলনের হুঙ্কার দিয়েছেন স্যালিন। Read in English
দেশের অন্য়ান্য় খবর পড়ুন নীচে
অমর সিংয়ের শেষকৃত্য সম্পন্ন
সোমবার ছাতারপুর শ্মশানে অমর সিংয়ের শেষকৃত্য় সম্পন্ন করা হল। এদিন সকাল সাড়ে ১১টা নাগাদ শেষ শ্রদ্ধা জানানো হয় তাঁকে। শেষকৃত্য়ের কাজে যোগ দিয়েছিলেন তাঁর দুই মেয়ে। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে অমর সিংয়ের শেষকৃত্য়ে নির্দিষ্ট সংখ্য়ক কয়েকজন হাজির ছিলেন।
* অমর সিংয়ের শেষকৃত্য়ে যোগ দিয়েছিলেন অভিনেত্রী তথা রাজনীতিক জয়াপ্রদা।
* দীর্ঘ রোগভোগের পর শনিবার শেষ নিঃশ্বাস ত্য়াগ করেন তিনি।
*মৃত্য়ুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪। বেশ কয়েক মাস ধরে সিঙ্গাপুরের হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। (Read in English)
দেশের সব গুরুত্বপূর্ণ খবর পড়ুন এই প্রতিবেদনে