কাউন্টডাউন শুরু। আর মাত্র কয়েক ঘণ্টা পরেই সেই মাহেন্দ্রক্ষণ। রাত পোহালেই অযোধ্য়ায় রাম মন্দিরের ভূমিপুজো। এই ‘ঐতিহাসিক মুহূর্ত’কে ঘিরে অযোধ্য়ায় সাজ সাজ রব। ভূমিপূজোর কয়েক ঘণ্টা আগে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। এদিকে, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর কিনারায় সিবিআই তদন্তের সুপারিশ করল বিহার সরকার। অন্য়দিকে, জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের বর্ষপূর্তির আবহে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হল ভূস্বর্গকে। দেশের এমনই সব খবর পড়়ে নিন এক এক করে...
ভগবান রাম সবার, মন্তব্য প্রিয়াঙ্কার
নীরবতা ভেঙে অযোধ্যায় রামমন্দিরের ভূমিপূজনের কয়েক ঘণ্টা আগে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। তিনি বলেছেন, 'ভিত পুজো উদযাপন অনুষ্ঠান জাতীয় ঐক্য, ভাতৃত্ববোধ ও সংস্কৃতিক একতার পরিচায়ক।' রামের চরিত্র ভারতীয় উপমহাদেশে 'ঐক্যের প্রতীক' বলে মনে করেন প্রিয়াঙ্কা।
*টুইটে প্রিয়াঙ্কা গান্ধী লিখেছেন, 'উপমহাদেশে ভগবান রাম সবার সঙ্গে রয়েছেন। তিনি সবাইকার মঙ্গল চান। তাই তাঁকে মর্যাদা পুরুষত্তম বলা হয়।' এছাড়াও তিনি জানিয়েছেন যে, 'আগামিকালের অনুষ্ঠান জাতীয় ঐক্যের উৎসব হয়ে উঠুক। সরলতা, সাহস, সংযম, ত্যাগ এবং প্রতিজ্ঞা ছিল দীনবন্ধু রামের মূল কথা।'
*গত বছর নভেম্বরে অযোধ্যা নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছিল কংগ্রেস। তবে, করোনা পরিস্থিতিতে মন্দিরের ভিত পুজো হওয়ায় দ্বিগিজয়ের সিংয়ের মত নেতার প্রশ্ন তুললেও দলীয়ভাবে মুখ খোলেনি কংগ্রেস।
*তবে, বুধবারের ভূমিপূজনে কোনও কংগ্রেস নেতাই আমন্ত্রিত নন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আরএসএস প্রধান মোহন ভগবত, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ-সহ ১৭৫ জন অতিথি আগামী কালের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
দেশের অন্য়ান্য় খবর পড়ুন নীচে
মোদীর হাতে রামমন্দিরের ভিত পুজো সোনালী অধ্যায়: শিবসেনা
অযোধ্যায় ভূমি পুজোর জন্য মুখিয়ে রয়েছে গোটা দেশ। প্রধানমন্ত্রী মোদীর ভিত পুজোর মাধ্যমে রামমন্দিদের নির্মাণ কাজ শুরু হবে। যা এক 'সোনার মুহূর্ত' বলেই মনে করে একদা বিজেপির জোটসঙ্গী শিবসেনা।
দেশজুড়ে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। কিন্তু, রামের আর্শীবাদেই ভাইরাস বিলুপ্ত হবে বলে শিবসেনার মুখপত্র 'সামনা'য় উল্লেখ করা হয়েছে।
করোনা সংক্রমিত দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাই বুধবারের ভূমি পুজোয় তিনি উপস্থিত থাকতে পারবেন না। এদিন শাহের দ্রুত আরোগ্য কামনা করেছে শিবসেনা। শাহকে নিয়ে রাজস্থান কংগ্রেস ব্যাঙ্গাত্মক মন্তব্য করায় এদিন হাত শিবিরকেও এক হাত নেয় সেনা শিবির। অনুষ্ঠানে হাজির না হতে পারায় মঞ্চ ফাঁকা ফাঁকা দেখাবে বলেও জানানো হয়েছে।
তাঁর সংস্পর্শে যাঁরা এসেছেন তাঁদের আইসোলেশনে যাওয়ার অনুরোধ করেছিলেন অমিত শাহ। মোদী সহ একাধিক ক্যাবিনেট মন্ত্রীই গত কয়েকদিনে সাহের সংস্পর্ষে এসেছেন। কিন্তু তা সত্ত্বেও প্রধানমন্ত্রী ভূমি পুজোয় উপস্থিত থাকবেন। এতে কী সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা নেই? শিবিসেনার মুখপত্র সামনায় উল্লেখ, 'ভগবান রামের আর্শীবাদে কোনও ব্যাঘাত ঘটবে না, ভাইরাস অবলুপ্ত হয়ে য়াবে।'
শাহের মতোই সংক্রমণের আতঙ্কে ভূমি পুজোয় হাজির হবেন না রামমম্দির আন্দোলনের অন্যতম মুখ উমা ভারতী। এ প্রসঙ্গে শিবসেনা বলেছে, 'মনের চোখ দিয়েই সব কিছু প্রত্যক্ষ করবেন উমা ভারতী।' Read in English
দেশের অন্য়ান্য় খবর পড়ুন নীচে
রামমন্দিরের ভিত পুজোয় রাবণ মন্দিরের পুরোহিত উচ্ছ্বসিত
রাম মন্দিরের ভূমিপুজোকে কেন্দ্র করে যারপরনাই উচ্ছ্বসিত অযোধ্যা থেকে প্রায় ৬৫০ কিমি দূরের গৌতমবুদ্ধ নগরের রাবণ মন্দিরের পুরোহিত৷ উচ্ছ্বাস এতটাই যে বুধবার ভুমি পুজো সম্মন্ন হওয়ার পর পর গোটা অঞ্চলে লাড্ডু বিতরণ করবেন বিশখারের রাবণ মন্দিরের পুরোহিত মহন্ত রামদাস।
‘অযোধ্যায় শেষ পর্যন্ত রামমন্দির তৈরি হচ্ছে। এতে আমি খুব খুশি। আমি এই উপলক্ষে লাড্ডু বিলি করব, সবার সঙ্গে আনন্দ ভাগ করে নেব।’ জানিয়েছেন মহন্ত রামদাস।
রাবণ ছাড়া রামায়ণ অসম্পূর্ণ। রামও তাই। এই প্রসঙ্গেই রাবণ মন্দিরের পুরোহিত হন্ত রামদাস বলেন, ‘রাবণ যদি না থাকতো তাহলে শ্রী রামকে কেউ চিনতেন না। ভগবান রাম ছাড়া আবার রাবণও অপরিচিত থাকত।’ স্থানীয় প্রচোলন যে বিশরাখেই হল রাবণের জন্মভূমি। তাই বিশরাখ ‘রাবণ জন্মভূমি’ বলেও পরিচিত। (বিস্তারিত পড়ুন)
দেশের অন্য়ান্য় খবর পড়ুন নীচে
সুশান্তকাণ্ডে সিবিআই তদন্তের সুপারিশ বিহার সরকারের
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর কিনারায় সিবিআই তদন্তের সুপারিশ করল বিহার সরকার। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, ‘মঙ্গলবার সকালে রাজ্য পুলিশের ডিজি সুশান্তের বাবা কেকে সিংয়ের সঙ্গে কথা বলেছেন। সিবিআই তদন্তের জন্য তিনি সম্মতি দিয়েছেন। তাই আমরাও সরকারের তরফে সিবিআই তদন্তের সুপারিশ করলাম।’
*ইতিমধ্যেই সুশান্ত মৃত্যু মামলায় ক্রিয়েটিভ কনটেন্ট ম্যানেজার সিদ্ধার্থ পিঠানীর বয়ান রেকর্ড করেছে বিহার পুলিশ। এক পুলিশ আধিকারিককে উদ্ধৃত করে এই খবর জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। এছাড়াও অভিনেতার ম্যানেজার দীপেশ সাওয়ান্ত সহ মোট ১০ জনের বয়ান রেকর্ড করা হয়েছে। আগেই সুশান্ত রাজপুতের বোন, প্রাক্তন বান্ধবী অঙ্কিতা লোখাণ্ডে, পরিচালক রুমি জাফরি, পাচক বন্ধু ও চিকিৎসকের বয়ান রেক্রড করা হয়েছিল।
*বিহার পুলিশের একটি দল সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলার তদন্তে এই মুহূর্তে দিল্লিতে রয়েছে। এর আগে মৃত অভিনেতার বাবা কেকে সিং ছেলের মৃত্যুর জন্য পাটনা পুলিশের কাছে রিয়া চক্রবর্তী সহ মোট ছয় জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের প্রেক্ষিতেই মুম্বইতে গিয়েছে বিহার পুলিশ।
দেশের অন্য়ান্য় খবর পড়ুন নীচে
ফের মোদীর মন্ত্রিসভায় করোনার হানা, এবার আক্রান্ত ধর্মেন্দ্র প্রধান
মোদীর মন্ত্রিসভায় ফের করোনার থাবা। এবার করোনায় আক্রান্ত হলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
* টুইটারে নিজেই করোনা আক্রান্তের খবর জানিয়েছেন ধর্মেন্দ্র প্রধান।
* টুইটারে মন্ত্রী লিখেছেন, ''করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। ডাক্তারের পরামর্শে হাসপাতালে ভর্তি হয়েছি এবং সুস্থ আছি''।
#COVID19 के लक्षण दिखने पर मैंने टेस्ट करवाया जिसमें मेरी रिपोर्ट पॉज़िटिव आई है। डाक्टरों की सलाह पर मैं अस्पताल में भर्ती हूँ और स्वस्थ हूँ।
— Dharmendra Pradhan (@dpradhanbjp) August 4, 2020
* উল্লেখ্য়, করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
দেশের অন্য়ান্য় খবর পড়ুন নীচে
কাশ্মীরজুড়ে কার্ফু জারি
জম্মু-কাশ্মীর ৩৭০ ধারা বিলোপের বর্ষপূর্তি। উপত্যকায় নাশকতার আশঙ্কা করছে নিরাপত্তা বাহিনী। তাই বছর ঘুরতে তাই ফের কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হল ‘ভূস্বর্গ’কে। জারি হল কার্ফু। কাশ্মীরে সোমবার রাত থেকে জারি হয়েছে কার্ফু, যা চলবে বুধবার পর্যন্ত।
নিরাপত্তার দায়িত্বে থাকা অফিসার, প্রশাসন ও গোয়েন্দা কর্তাদের মধ্যে আলোচনার ভিত্তিতেই কাশ্মীরে ৩ তারিখ বিকেল থেকে ৫ অগাস্ট পর্যন্ত কার্ফুর লাগুর সিদ্ধান্ত হয়েছে। এই বৈঠকে ছিলেন জম্মু-কাশ্মীর পুলিশের ডিজি দিলবাগ সিংও।
পুলিশ রিপোর্টে উল্লেখ, ‘বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ও পাকিস্তানের মদতপুষ্ট কিছু দল এই ৫ অগস্টকে কালো দিন হিসেবে দেখে। তাই এই দু’দিন উপত্যকায় দাঙ্গা বাধানোর চেষ্টা চলতে পারে। নাশকতার সম্ভাবনাও আছে। তাই সবদিক দিয়েই নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে। শ্রীনগর প্রশাসন সিআরপিসি আইনে ১৪৪ ধারা জারি করেছে।’ Read in English
দেশের সব গুরুত্বপূর্ণ খবর পড়ুন এই প্রতিবেদনে