প্রবল বর্ষণের জেরে কেরালার ইদুক্কি জেলার মুন্নুরে ভয়াবহ ধস নামল। ধসের জেরে কমপক্ষে ১৫ জনের মৃত্য়ু হয়েছে। এদিকে, সুশান্তকাণ্ডে অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে ম্য়ারাথন জিজ্ঞাসাবাদ চালাল ইডি। অন্য়দিকে, ডাক মেসেঞ্জারের পর ব্রিটিশ আমলের আরও এক পদে দাঁড়ি টানতে চলেছে রেলমন্ত্রক। এবার রেলের ‘খালাসি’ প্রথা তুলে দিতে চলেছে মন্ত্রক। দেশের এমনই সব গুরুত্বপূর্ণ খবর পড়ে নিন এক এক করে...
কেরালায় ধসে মৃত কমপক্ষে ১৫, নিখোঁজ আরও ৫২
প্রবল বর্ষণের জেরে কেরালার ইদুক্কি জেলার মুন্নুরে ভয়াবহ ধস নামল। ধসের জেরে কমপক্ষে ১৫ জনের মৃত্য়ু হয়েছে। এখনও পর্যন্ত ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। ৪০ জনেরও বেশি নিখোঁজ ,চলছে উদ্ধারকাজ।
* ইদুক্কি জেলায় পুলিশ, দমকল, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজে হাত লাগিয়েছে। উদ্ধারকাজে হাত লাগিয়েছেন স্থানীয়রাও।
* যাঁদের সামান্য় আঘাত লেগেছে, তাঁদের মুন্নুরে টাটা হাসপাতালে ভর্তি করা হয়েছে। যাঁদের অবস্থা সংকটজনক, তাঁদের ইদুক্কি ও এরনাকুলামে স্থানান্তরিত করা হয়েছে।
Pained by the loss of lives due to a landslide in Rajamalai, Idukki. In this hour of grief, my thoughts are with the bereaved families. May the injured recover quickly. NDRF and the administration are working on the ground, providing assistance to the affected.
— Narendra Modi (@narendramodi) August 7, 2020
* উদ্ধারকাজে হাত লাগিয়েছে ৫০ সদস্য়ের স্পেশাল টাস্ক ফোর্সও।
* এ ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য়ের কথা ঘোষণা করেছেন মোদী।
* মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য়ের কথা ঘোষণা করেছেন সে রাজ্য়ের মুখ্য়মন্ত্রী।
(Read in English)
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
দেশের অন্য়ান্য় খবর পড়ুন নীচে
সুশান্তকাণ্ডের তদন্তে রিয়ার হাজিরা ইডি দফতরে
ইডির দফতরে হাজির হলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। সুশান্ত কাণ্ডে আর্থিক তছরুপের মামলায় অভিনেত্রীকে তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি ডেকে পাঠানোয় সুপ্রিম কোর্টের রায় পর্যন্ত জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া পিছিয়ে দেওয়ার আবেদন করেছিলেন রিয়া। তবে তা খারিজ করে দেয় ইডি। ৮ অগাস্ট সুশান্তের বন্ধু সিদ্ধার্থ পিঠানিকেও ডেকে পাঠিয়েছে ইডি।
रिया चक्रवर्ती पहुचीं @dir_ed ऑफिस आज बयान दर्ज करेगी सुशान्त मामले में रिया का @news24tvchannel #RheaChakraborty #SushantDeathMystery pic.twitter.com/Fne3hNw3yi
— Deepak Dubey *DD* (@deepakdubey_dd) August 7, 2020
এদিকে ছেলের মৃত্যুর জন্য রিয়া চক্রবর্তী-সহ মোট ছয় জনের বিরুদ্ধে বিহার পুলিশে এফআইআর দায়ের করেছেন সুসান্তের বাবা কেকে সিং। সেই মামলা মুম্বইতে স্থানান্তরের জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেন রিয়া। সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর, এদিন শীর্ষ আদালতে বিহার সরকার অভিনেত্রীর সেই আবেদনের খারিজের পক্ষে সওয়াল করেছে। গত বুধবারই সুপ্রিম কোর্ট রিয়ার আবেদনের প্রেক্ষিতে বিহার সরকারের কাছ থেকে প্রতিক্রিয়া তলব করেছিল। এর আগে বিহার সরকারের পক্ষে গোটা ঘটনার সিবিআই তদন্তের সুপারিশ করা হয়।
এদিকে. বৃহস্পতিবারের মধ্যে কোয়ারেন্টিন থেকে বিহারের আইপিএস অফিসার বিনয় তিওয়ারিকে না ছাড়লে আইনি পদক্ষেপ করা হবে- বিহার পুলিশের এই হুঁশিয়ারির পর শুক্রবার সকালে আইপিএস বিনয় তিওয়ারিকে কোয়ারেন্টিন মুক্ত করে বৃহন্মুম্বই পুরনিগম। এ সম্পর্কে আদালতে মুম্বই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে বিহার পুলিশ। মুম্বই পুলিশ রিয়ার পক্ষে বলে দাবি বিহার পুলিশের।
সুশান্ত সিং মৃত্যুকাণ্ডের তদন্তে ইতিমধ্যেই সিবিআই রিয়া চক্রবর্তী সহ অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধে বিরুদ্ধে মামলা দায়ের করেছে। Read in English
দেশের অন্য়ান্য় খবর পড়ুন নীচে
রেলে এবার বন্ধের মুখে ব্রিটিশ আমলের ‘খালাসি’ ব্যবস্থা
ডাক মেসেঞ্জারের পর ব্রিটিশ আমলের আরও এক পদে দাঁড়ি টানতে চলেছে রেলমন্ত্রক। এবার রেলের ‘খালাসি’ প্রথা তুলে দিতে চলেছে মন্ত্রক। খালাসি অর্থাৎ বাংলো পিওনরা রেলের বিভিন্ন আধিকারিকদের বাড়িতে কাজ করতেন। এই পদে আর নতুন করে নিয়োগ করতে নিষেধ করেছে রেলমন্ত্রক।
৬ অগাস্ট এক বিজ্ঞপ্তিতে রেলমন্ত্রক জানিছে যে, টেলিফোন অ্যাটেন্ডেন্ট কাম ডাক খালাসির পদে নতুন নিয়োগ হবে কিনা তা এখনও আলোচনা সাপেক্ষ বিষয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'টেলিফোন অ্যাটেন্ডেন্ট কাম ডাক খালাসির পদে নতুন নিয়োগের বিষয়টি এখনও রেলবোর্ডের আলোচনার মধ্যে রয়েছে। তাই এই মুহূর্তে এই পদে নতুন কোনও নিয়োগ হবে না, বা নিয়োগ সংক্রান্ত কোনও নির্দেশিকাও জারি হবে না।'
রেলমন্ত্রকের তরফে জারি বিবৃতিতে বলা হয়েছে, '১ জুলাই ২০২০ সাল পর্যন্ত যেসব সিদ্ধান্ত কার্যকরী করার প্রস্তাব রেলবোর্ডের কাছে এসেছিল সেগুলি পুনরায় পর্যালোচনা করে দেখা হচ্ছে। তাই এই মুহূর্তে এই সংক্রান্ত কোনও নিয়োগ রেলে হবে না। প্রতিটি শাখাকে তা জানিয়ে দেওয়া হল। একবার বোর্ডের তরফে সিদ্ধান্ত নেওয়া হলে তা জানিয়ে দেওয়া হবে।' Read in English
দেশের অন্য়ান্য় খবর পড়ুন নীচে
সংবাদ মাধ্যমের মুখ চাপলে নাগরিকদের জানার অধিকার খর্ব হবে, সুপ্রিম কোর্টে কেন্দ্র
দিল্লির নিজামুদ্দিন সম্পর্কে বিদ্বেষ ছড়াচ্ছে সংবাদ মাধ্যম। তাই সুপ্রিম কোর্টে আবেদন করে সংবাদ মাধ্যমের উপর নিয়ন্ত্রণ জারির আবেদন করে জামিয়াত-উলেমা-ই-হিন্দ। সেই সংক্রান্ত মামলার শুনানিতে শীর্ষ আদালতে এদিন সংবাদ মাধ্যমের স্বাধীনতার পক্ষে সওয়াল করে কেন্দ্রীয় সরকার।
সুপ্রিম কোর্টে এদিন কেন্দ্রের তরফে বলা হয়, 'সংবাদ মাধ্যমের মুখ বন্ধ করলে নাগরিকদের বিভিন্ন বিষয় জানার অধিকার ক্ষুণ্ণ হবে। এছাড়া সমাজকে জানানোর যে অধিকার সাংবাদিকদের রয়েছে তাও ব্যাহত হবে।'
নিজামুদ্দিন ও তবলিঘির জমায়েতকারীরা কোয়ারেন্টিনে খারপ আচরণ করেছিল বলে সংবাদ মাধ্যমে প্রতিবেদন লেখা হয়। যার বিরুদ্ধে সরব জামায়ত-উলেমা-ই-হিন্দ। এ প্রসঙ্গে কেন্দ্র জানিযেছে যে, 'সংবাদ মাধ্যম ভুয়ো বা মিথ্যা' খবর দেয় না। তবে, প্রতিবেদন অতিরঞ্জিত হয়ে থাকতে পারে, যা ব্যতিক্রম বলেই গণ্য করা উচিত।'
কারণ অনুসন্ধানকারী পোর্টালগুলো নিয়ে প্রশ্ন তুলেছে কেন্দ্র। 'অনিয়ন্ত্রিত এইসব ওয়েবসাইট অধিকাংশ ক্ষেত্রে বিভিন্ন ধারনার বশবর্তী হয়ে কাজ করে থাকে' বলে আদালতে জানিয়েছে কেন্দ্র।
সমগ্র মুসলমান জাতি করোনা ছড়াচ্ছে, এই ধরনের মিথ্যার যেন চক্রান্তমূলক প্রচার না করা হয়। গত ৬ এপ্রিল জামিয়াত উলেমা-ই- হিন্দ সুপ্রিম কোর্টকে কেন্দ্র ও সংবাদ মাধ্যমকে এই মর্মে নির্দেশ দেওয়ার আবেদন জানায়। আদালত জানায়, সংবাদ মাধ্যমের মুখে বেড়ি পড়ানো যাবে না। এই মামলায় প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়াকে পার্টি করার নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত।
এদিকে তবলিঘি জামাত মামলায় কয়েকজন বিদেশির বিরুদ্ধে জারি করা লুক আউট নোটিস প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে জানায় কেন্দ্র। Read in English
দেশের অন্য়ান্য় খবর পড়ুন নীচে
‘যোগী হিসাবে অযোধ্যায় মসজিদের শিলান্যাসে যাব না’
অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজোর সব দায়িত্ব কার্যত নিজে হাতেই সামলেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। অনুষ্ঠানের প্রস্তুতি থেকে শেষ পর্যন্ত তিনি প্রতিটি বিষয় পুঙ্খানুপুঙ্খ নজর রেখেছিলেন। সাফল্যের সঙ্গে সেই অনুষ্ঠান শেষে উত্তরপ্রদেশেরে মুখ্যমন্ত্রী সাফ জানালেন, ‘যোগী রূপে’ বা এক জন ‘হিন্দু হওয়ার দরুন’ অযোধ্যায় মসজিদের সূচনা অনুষ্ঠানে তিনি যাবেন না। তাঁর দাবি, মসজিদের শিলান্যাসে কেউ তাঁকে ডাকবেও না।
যোগী আদিত্যনাথ বলেন, ‘মুখ্যমন্ত্রী হিসাবে আমার কোনও ধর্মকে নিয়েই সমস্যা নেই।’ তাঁর স্পষ্ট দাবি, যেসব রাজনৈতিক নেতারা রোজা রাখেন, ইফতার করেন, ইসলাম রীতি মেনে মাথায় টুপি দেন- তাঁরা কেবল ধর্মনিরপেক্ষতার ভান করেন। যোগীর কথায়, ‘এই ধরনের কাজ যে ধর্মনিরপেক্ষতা নয়, তা জনগণ উপলব্ধি করতে পারেন।’
গত বুধবার অযোধ্যায় ভূমি পুজো অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথও। ওই অনুষ্ঠান শেষের কয়েক ঘন্টার মধ্যে এবিপি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে যোগীকে প্রশ্ন করা হয় অযোধ্যায় মসজিদের শিলান্যাসে যাবেন তিনি? জবাবে আদিত্যনাথ বলেন, ‘মুখ্যমন্ত্রী হিসাবে আমাকে এই প্রশ্ন করা হলে আমার কোনও ধর্ম বা গোষ্ঠীর সঙ্গে কোনও দূরত্ব নেই। কিন্তু যোগী হিসাবে প্রশ্ন করা হলে বলব আমি কখনই যাব না।’
এরপরই মুখ্যমন্ত্রীর ব্যাখ্যা, ‘আমি যাব না কারণ আমি যোগী। হিন্দু হয়ে সেই ধর্মের আচার অনুসরণ করে জীবনধারণের অধিকার রয়েছে।’ একই সঙ্গে তিনি জানান, মসজিদ তিনি মসজিদ নির্মাণের অংশ নন। তাই, ‘আমাকে কেই অনুষ্ঠানে ডাকবেন না, আর আমি যেতেও চাই না। আমি জানি এই ধরনের কোনও আমন্ত্রণ আমি পাবও না।’ Read in English
দেশের অন্য়ান্য় খবর পড়ুন নীচে
বেইরুট থেকে শিক্ষা নিয়ে সতর্ক সরকার
ছয় বছর ধরে বন্দরে জমা ছিল অ্যামোনিয়াম নাইট্রেট। তাতেই আগুন ধরে ঘটে বিস্ফোরণ। কার্যত ধ্বংস হয়ে গিয়েছে লেবাননের রাজধানী বেইরুট। নিহত শতাধিক। জখমের সংখ্যা পাঁচ হাজারের বেশি। এই ধরনের ভয়াবহ দুর্ঘটনা এড়াতে উগ্যোগী হল কেন্দ্রীয় অপ্রত্যক্ষ কর বোর্ড ও কাস্টমস। বেইরুটের ঘটনা উল্লেখ করে ‘জরুরি ভিত্তিতে’ বোর্ডের নির্দেশ, ‘যেসব গুদাম বা বন্দরে অ্যামোনিয়াম নাইট্রেট মজুত রয়েছে সেখানকার সুরক্ষা, অগ্নিনির্বাপণ ব্যবস্থা উপযুক্ত কিনা, বর্তমানে প্রাণহানির ভয় রয়েছে কিনা তা ৪৮ ঘন্টার মধ্যে খতিয়ে দেখতে হবে।’ সূত্রের খবর, চেন্নাইয়ে বিপুল পরিমাণ অ্যমোনিয়াম নাইট্রেট জমা আছে। তাই বিশেষভাবে চেন্নাইকে সতর্ক করা হয়েছে। কাস্টমসের এক আধিকারিক জানিয়েছেন, ‘মজুত অ্যামোনিয়াম নাইট্রেট কি উপায়ে দ্রুত স্থানান্তর করা যায় তার অনুসন্ধান চলছে।’
নিয়ম না মেনে আমদানি করায় ২০১৫ সালে কারুর স্থিত আম্মান কেমিক্যালসের অ্যামোনিয়াম নাইট্রেট বাজেয়াপ্ত করে কাস্টমস । তারপর থেকে ৩৭ কন্টেনার বোঝাই অ্যামোনিয়াম নাইট্রেট চেন্নাই বন্দরের গুদামেই পড়ে রয়েছে। যার আনুপাতিক বাজার মূল্য প্রায় ১.৮০ কোটি টাকা। সার তৈরির জন্য এই পণ্য আমদানি করা হয়েছিল বলে দাবি করা হয়।
এত বিপুল সংখ্যক অ্যামোনিয়াম নাইট্রেট থেকে যে কোনও মুহূর্তে বেইরুটের মতো কিছু একটা হয়ে যেতে পারে, এই নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন পিএমকে দলের প্রতিষ্ঠাতা এস রামদাস। তিনি সরকারকে এই নিয়ে দ্রুত ব্যবস্থা নিতে আর্জি জানিয়েছেন।
বৃহস্পতিবার কাস্টমসের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, ‘শহর থেকে ২০ কিমি দূরে মানালিতে বাজেয়াপ্ত অ্যামোনিয়াম নাইট্রেটের কন্টেনারগুলো রয়েছে। এর ২ কিমির মধ্যে কোনও লোকালয় নেই। নিরাপদে রাখা আছে সেগুলো। সব সুরক্ষা বিধি মেনেই দ্রুত সেগুলোর নিষ্পত্তি করা হবে।’ Read in English
দেশের অন্য়ান্য় খবর পড়ুন নীচে
আন্দামান-নিকোবরে সাবমেরিন কেবল কানেক্টিভিটির উদ্বোধন ১০ অগাস্ট
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে সাবমেরিন কেবল কানেক্টেভিটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ১০ অগাস্ট ভিডিও কনফারেন্সে এই ব্য়বস্থার উদ্বোধন করবেন মোদী।
*পোর্ট ব্লেয়ারের সঙ্গে স্বরাজ দ্বীপ (হ্য়াভলক), লিটল আন্দামান, কার নিকোবর, কামোর্তা, গ্রেট নিকোবর, লং আইল্য়ান্ড, ও রংগটকে জুড়বে সাবমেরিন কেবিল।
* এরফলে, দেশের অন্য় প্রান্তের সঙ্গে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মোবাইল ও ল্য়ান্ডলাইন টেলিকম পরিষেবা আরও উন্নতমানের হবে।
*২০১৮ সালের ডিসেম্বরে পোর্ট ব্লেয়ারে এই প্রকল্পের শিলান্য়াস করেন প্রধানমন্ত্রী।
দেশের সব গুরুত্বপূর্ণ খবর পড়ুন এই প্রতিবেদনে