Advertisment

'বন্ধু' ইজরায়েলের বিরুদ্ধে ভারত, গাজায় যুদ্ধবিরতির পক্ষে ভোট, সমর্থন ১৫৩ দেশের

ইজরায়েলে হামাসের হামলাকে 'সন্ত্রাসবাদী হামলা' বলে উল্লেখ ভারতের।

author-image
IE Bangla Web Desk
New Update
India UN Gaza vote, India UN vote, India Israel Hamas war, India Israel Hamas conflict, gaza, gaza strip, israel attacks gaza, UN on attacks in gaza, UN on violence in Gaza, Gaza news, United Nations news, UN news, Israel Hamas conflict, Hamas conflict, Israel Palestine conflict, Gaza violence, ceasefire in Gaza, UNGA on ceasefire in Gaza

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব রাষ্ট্রসংঘে পাস, ভারতের অবস্থান কী?

ইজরায়েল-হামাস চলমান যুদ্ধের মধ্যে, ১৯৩-সদস্যের রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদে (UNGA) একটি জরুরি বিশেষ সভা আহ্বান করা হয়েছিল, যেখানে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির জন্য মিশর কর্তৃক উপস্থাপিত প্রস্তাবটি পাস হয়। ভারতসহ ১৫৩টি দেশ গাজায় যুদ্ধবিরতির পক্ষে ভোট দিয়েছে। ১০টি সদস্য দেশ এই প্রস্তাবের বিরোধিতা করে, যখন ২৩ সদস্য দেশ ভোটদানে বিরত থাকে। এ সময় রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কাম্বোজ ইজরায়েলে হামাসের হামলাকে 'সন্ত্রাসবাদী হামলা' বলে অভিহিত করেন।

Advertisment

ইজরায়েল-হামাস যুদ্ধের মধ্যে, ভারত রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে একটি বড় পদক্ষেপ নিয়েছে এবং তার উদ্দেশ্য স্পষ্ট করেছে যে ভারত দুই দেশের মধ্যে শান্তি চায়। ভারত রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে ইজরায়েল-হামাস যুদ্ধে অবিলম্বে যুদ্ধবিরতির পাশাপাশি সমস্ত বন্দিদেরর নিঃশর্ত মুক্তির দাবিতে একটি খসড়া প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে।

প্রকৃতপক্ষে, ইজরায়েল-হামাস যুদ্ধের মধ্যে, ১৯৩-সদস্যের রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে (UNGA) একটি জরুরি বিশেষ সভা ডাকা হয়েছিল, যেখানে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির জন্য মিশরের প্রস্তাবটি পাস হয়। ভারতসহ ১৫৩টি দেশ গাজায় যুদ্ধবিরতির পক্ষে ভোট দিয়েছে। ১০টি সদস্য দেশ এই প্রস্তাবের বিরোধিতা করেছিল, যখন 23টি সদস্যদেশ অনুপস্থিত ছিল। এ সময় রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কাম্বোজ ইজরায়েলে হামাসের হামলাকে সন্ত্রাসবাদী হামলা বলে অভিহিত করেন।

কী দাবি করা হয়েছে প্রস্তাবে

সংবাদ সংস্থা পিটিআই-এ জানিয়েছে প্রস্তাবে গাজায় অবিলম্বে মানবিক যুদ্ধবিরতি দাবি করা হয়েছে এবং সব পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। আপনার নাগরিকদের নিরাপত্তার বিষয়ে রেজুলেশনে সমস্ত বন্দিদের অবিলম্বে এবং নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়েছে।

‘ইজরায়েলের ওপর হামাসের হামলা 'সন্ত্রাসবাদী হামলা’

সংবাদ সংস্থা এএনআই অনুসারে, রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কাম্বোজ বলেছেন যে ৭ অক্টোবর ইজরায়েলে একটি সন্ত্রাস্বাদী হামলা হয়েছিল। তিনি বলেন, এর ফলে বড় ধরণের মানবিক সংকট এবং ব্যাপক হারে মানুষের প্রাণহানি ঘটেছে। তিনি আরও বলেন, ভারত রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদে গৃহীত প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। নিহতদের বেশির ভাগই নারী ও শিশু। ইস্যুটি হল সব পরিস্থিতিতে আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলা।

রাষ্ট্রসংঘের এই প্রস্তাবে আরব দেশগুলোর সমর্থন রয়েছে। ভারতও প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। প্রস্তাবে গাজায় যুদ্ধবিরতির আবেদন জানানো হয়েছে। এর পক্ষে ১৫৩টি ভোট পড়ে। যেখানে ১০টি ভোট এর বিপক্ষে যায়। ২৩ সদস্য ভোটদানে বিরত থাকেন। মার্কিন যুক্তরাষ্ট্র ইজরাইল এবং বাকি আটটি দেশের সঙ্গে এই প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছে। আমেরিকার বক্তব্য প্রস্তাবে হামাসের নাম উল্লেখ করা হয়নি। এর আগে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের বিরোধিতা করেও প্রস্তাব পাশ হয়েছে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে। তবে সেখানে এত দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়নি।

Hamas Israel-Palestine clash
Advertisment