Advertisment

Rajnath Singh On Terrorism: 'পাকিস্তানে ঢুকে যোগ্য জবাব দিতে প্রস্তুত ভারত', সন্ত্রাসবাদ ইস্যুতে 'জিরো টলারেন্স' রাজনাথের গলায়

দেশের শান্তি বিঘ্নিত করার চেষ্টা করে তাহলে তাকে কোন মূল্যে ছাড় দেওয়া হবে না।

author-image
IE Bangla Web Desk
New Update
rajnath singh

পাকিস্তানে ঢুকে যোগ্য জবাব দিতে প্রস্তুত ভারত, সন্ত্রাসবাদ ইস্যুতে জিরো টলারেন্স রাজনাথের গলায়

প্রয়োজনে পাকিস্তানে ঢুকে সন্ত্রাসীবাদীদের মোকাবিলা করবে ভারত। এমনই হুঙ্কার ছুঁড়লেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

Advertisment

রাজনাথ সিং বলেন, ভারত কখনও কোন দেশকে আক্রমণ করেনি বা কোন দেশের এক ইঞ্চি জমিও দখল করেনি। তিনি স্পষ্টভাবে বলেছেন যে ভারত সবসময় তার প্রতিবেশী দেশগুলির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়। তারপরও যদি কেউ ভারতের প্রতি কুদৃষ্টিতে তাকায়, দেশের শান্তি বিঘ্নিত করার চেষ্টা করে তাহলে তাকে কোন মূল্যে ছাড় দেওয়া হবে না।

সন্ত্রাসবাদ নির্মূলে ভারত বরাবরই এগিয়ে। ভারত শুধু দেশে নয় বিদেশের মাটিতেও সন্ত্রাসবাদের প্রকাশ্যে বিরোধিতা করেছে। সম্প্রতি, সন্ত্রাসবাদ ইস্যুতে আরও একবার ভারত তার নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছে। একটি সাক্ষাত্কারে সন্ত্রাসবাদের বিষয়ে কথা বলতে গিয়ে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং স্পষ্ট করেছেন যে 'ভারতে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে চাইছে তাদের কোন মূল্যে ছাড় দেওয়া হবে না। পাকিস্তানে লুকিয়ে থাকলেও সেখানে ঢুকে তাদের প্রতি বদলা নেওয়ার ক্ষমতা রাখে ভারত'।

প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, দেশে সন্ত্রাস ছড়িয়ে সীমান্ত পেরিয়ে পালিয়ে যাওয়া ব্যক্তিকে চরম শাস্তি দিতে ভারত পাকিস্তানে প্রবেশ করতে দু'বার ভাববে না। সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ান। সেখানে দাবি করা হয়েছে যে বিদেশের মাটিতে বসবাসকারী সন্ত্রাসীদের নির্মূল করার একটি বড় পরিকল্পনার অংশ হিসাবে ভারত ২০২০ সাল থেকে পাকিস্তানের ২০ জন সন্ত্রাসবাদীকে হত্যা করেছে।

‘যারা দেশের ক্ষতি করবে তাদের আমরা যোগ্য জবাব দেব’
প্রতিরক্ষা মন্ত্রীকে এই প্রতিবেদন সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, 'প্রতিবেশী দেশ থেকে কোনও সন্ত্রাসবাদী কর্মকাণ্ড চালিয়ে ভারতের ক্ষতি করার চেষ্টা করলে ভারত তার উপযুক্ত জবাব দেবে। যদি কেউ মনে করেন সন্ত্রাস চালিয়ে পাকিস্তানে আত্মগোপন করবেন তবে ভারতীয় সেনা পাকিস্তানে ঢুকে তাকে খুঁজে হত্যা করতেও দুবার ভাববে না'।
রাজনাথ সিং বলেন, 'ভারত কখনও কোন দেশ আক্রমণ করেনি বা কারুর এক ইঞ্চি জমিও দখল করেনি। তিনি স্পষ্টভাবে বলেছেন যে ভারত সবসময় তার প্রতিবেশী দেশগুলির সাথে সুসম্পর্ক বজায় রাখতে চায়। তারপরও যদি কেউ ভারতের প্রতি কুদৃষ্টি নিতে তাকায় এবং দেশের শান্তি বিঘ্নিত করে তাহলে কোন মূল্যে তাকে ছাড় দেওয়া হবে না'।

৩৭০ ধারা বাতিলের পর কাশ্মীরে পরিস্থিতি স্বাভাবিক
সেই সঙ্গে সাক্ষাৎকারে রাজনাথ সিং পাক অধিকৃত কাশ্মীর নিয়েও কথা বলেছেন। রাজনাথ বলেন, ৩৭০ ধারা বাতিলের পরে, কাশ্মীরে শান্তি ফিরে এসেছে এবং দ্রুত উন্নয়ন হয়েছে।

rajnath singh Terrorism
Advertisment