Advertisment

চলতি বছর ডিসেম্বরের মধ্যে সকল দেশবাসী টিকা পাবেন, সাফ জানালেন কেন্দ্রীয়মন্ত্রী

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আগেই বলেছিলেন। তারই পুনরাবৃত্তি করলেন অপর কেন্দ্রীয়মন্ত্রী প্রকাশ জাভড়েকর।

author-image
IE Bangla Web Desk
New Update
Corona Vaccine, Side Effects, Allergy

টিকা নেওয়ার আধ ঘণ্টার মধ্যে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আগেই বলেছিলেন। তারই পুনরাবৃত্তি করলেন অপর কেন্দ্রীয়মন্ত্রী প্রকাশ জাভড়েকর। প্রকাশ জাভড়েকর সাফ জানালেন চলতি বছরের শেষে সকল দেশবাসীর টিকাকরণ সম্পন্ন হওয়া সম্ভব। ২১৬ কোটি ডোজ টিকাকরণের জন্য ইতিমধ্যেই স্বাস্থ্যমন্ত্রক রূপরেখা স্থির করে দিয়েছে। এদিন এই বিষয়টিকেও উল্লেখ করেছেন জাভড়েকর। একই সঙ্গে করোনা মোকাবিলা নিয়ে এদিন মোদী সরকারকে রাহল গান্ধীর সমালোচনারও প্রতিবাদ করেন কেন্দ্রীয়মন্ত্রী।

Advertisment

শুক্রবার প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী আবারও করোনার নিয়ে কেন্দ্রীয় সরকারকে সতর্ক করেন। বলেন যে সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনাকে বুঝতেই পারেননি। রাহুল দাবি করেন যে আজ অবধি প্রধানমন্ত্রী মোদী বুঝতে পারেননি যে করোনা কেবল একটি রোগ নয়, এটি একটি পরিবর্তিত রোগ। রাহুলের সংযোজন, 'ভাইরাসকে দেশে না আটকালে তার পরিবর্তন ঘটাতে থাকবে, আমি ভ্যাকসিনের সঠিক রণনীতি স্থিরের জন্য কেন্দ্রকে বহুবার বলেও লাভ হয়নি। ফলে এখন দেশের মাত্র ৩ শতাংশ মানুষকে এই ভ্যাকসিন দেওয়া হয়েছে। বাকি ৯৭ শতাংশ।'

রাহুল গান্ধীর এই আক্রমণ সম্পর্কে প্রকাশ জাভড়েকর বলেন, 'টুলকিটকাণ্ড থেকে নজর ঘোরাতেই কংগ্রেস সাংসদ এইসব অভিযোগ করছেন। মানুষ সব বোঝেন।'

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Prakash Javadekar Corona India
Advertisment