Advertisment

'দেশের স্বার্থের সঙ্গে আপোস নয়', দীপাবলিতে সেনাদের বার্তা মোদীর

'সন্ত্রাসে মদতকারী দেশগুলি সহ গোটা বিশ্ব দেখেছে, প্রয়োজনে অন্য দেশে প্রবেশ করেও সন্ত্রাসবাদীদের খতম করতে পারে ভারতীয় সেনা।'

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

'বিশ্বের কোনও শক্তি ভারতীয় সেনাদের দেশের সীমান্ত রক্ষার কাজ থেকে টলাতে পারবে না। সন্ত্রাসে মদতকারী দেশগুলি সহ গোটা বিশ্ব দেখেছে, প্রয়োজনে অন্য দেশে প্রবেশ করেও সন্ত্রাসবাদীদের খতম করতে পারে ভারতীয় সেনা। এর পিছনে রয়েছে পূর্ণ রাজনৈতিক সমর্থন। দেশের সেনা বাহিনীর জন্য আমরা গর্বিত।' দীপাবলিতে জয়সলমীরে লঙ্গেওয়ালা পোস্টে সেনাদের মাঝে দাঁড়িয়ে এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Advertisment

এ দিন সেনাবাহিনীর সদস্যদের জন্য দীপাবলি উপলক্ষে মিষ্টি উপহার দেন মোদী। প্রধানমন্ত্রীর কথায়, 'প্রত্যেক দেশবাসীর হয়ে আপনাদের (জওয়ান) কাছে আমি দীপাবলির শুভেচ্ছাবার্তা নিয়ে এসেছি। আপনারা বরফে প্রবল ঠান্ডা বা মরুভূমির তীব্র গরমে কর্মে অবিচল থাকেন। কিন্তু আপনাদের সঙ্গে দীপাবলির দিন কাটাতে না পারলে আমার উৎসব সম্পন্ন হয় না। আপনাদের আনন্দ আমার উৎসবের খুশি দ্বিগুণ করে দেয়।' এই নিয়ে সাত বছর ধরে দীপাবলিতে জয়সলমীরে সেনাদের মাঝেই কাটাচ্ছেন মোদী।

ভারতের প্রতিরক্ষা সক্ষমতা ননিয়ে বলতে গিয়ে মোদী বলেছেন, 'দেশ প্রতিরক্ষাক্ষেত্রে আত্মনির্ভর হয়ে উঠছে। আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা ক্রমশ পোক্ত হচ্ছে। আমরা দেশিও অস্ত্র কোম্পানির দিকে নজর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। প্রতিরক্ষা ক্ষেত্রে এই সিদ্ধান্তের ফলে ১৩০ কোটি ভারতীয়কে ভোকাল ফর লোকালের পক্ষে অনুপ্রণিত করা গিয়েছে।'

আগ্রাসন, বিস্তারবাদের বিপক্ষে ভারত সোচ্চার। তাঁর কথায়, 'বিস্তারবাদী শক্তির দ্বারা আজ দুনিয়া অস্থির। আগ্রাসী নীতি অষ্টাদশ শতাব্দীর মানসিক বিপন্নতাকে তুলে ধরছে। এর বিরুদ্ধে আওয়াজ তুলেছে ভারত।'

এরপরই তিনি বলেছেন, দেশের স্বার্থের পরিপন্থী এমন কোনও কিছুই বরদাস্ত করা হবে না। গোটা বিশ্বে ভারতের খ্যাতি এবং উচ্চ অবস্থান সেনার শক্তি এবং বীরত্বের কারণেই।'

দিনের শুরুকতেই এদিন দীপাবলি উপলক্ষে টুইটে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। টুইটে তিনি লিখেছেন, ‘দীপাবলিতে দেশবাসীকে শুভেচ্ছা। এই উথসব সবার জীবনে সুখ ও সমৃদ্ধি আনুক। প্রত্যেকে সুস্থ থাকুন।’

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

modi Indian army Diwali
Advertisment