Advertisment

প্রতিবেশীদের নিয়ে উদ্বিগ্ন বায়ুসেনা প্রধান

এদিনই গাজিয়াবাদের হিনডন বিমানঘাঁটিতে ভারতীয় বিমানবাহিনীর ৮৭ তম প্রতিষ্ঠাদিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে ভাদুরিয়া ফের একবার বালাকোট প্রসঙ্গ উত্থাপন করেন এবং বলেন, যে কোনও পরিস্থিতির জন্য প্রস্তুত থাকা জরুরি।

author-image
IE Bangla Web Desk
New Update
IAF

রাফাল বিমানের প্রথমটি ভারতের হাতে আসবে

প্রতিবেশীদের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আশঙ্কাপ্রকাশ করলেন ভারতীয় বিমানবাহিনীর প্রধান আরকেএস ভাদুরিয়া। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, বিষয়টি ব্যাপক উদ্বেগের বলে মন্তব্য করেছেন তিনি। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময়ে পুলওয়ামার জঙ্গি হামলাকে ভারতের প্রতিরক্ষা পরিস্থিতির উপর ক্রমাগত হামলার আশঙ্কার কথা মনে করিয়ে দেয় বলে মন্তব্য করেছেন বিমানবাহিনীর প্রধান।

Advertisment

বালাকোট আকাশপথে হামলাকে সরকারের তরফে জঙ্গি হামলা প্রতিহত করার ব্যাপারে বড়সড় রদবদল বলেও উল্লেখ করেন তিনি। সংবাদসংস্থা পিটিআই তাঁকে উদ্ধৃত করেছে। রাজনৈতিক নেতৃত্ব সন্ত্রাসবাদের ষড়যন্ত্রীদের শাস্তি গেবার ব্যাপারে উদ্যোগী এবং পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালানোর ব্যাপারে ভারতীয় বিমানবাহিনীর ক্ষমতার উপর ভরসা রেখেছে। জঙ্গি হামলা রোধে সরকারের ভূমিকার ক্ষেত্রে এটা একটা বড় পরিবর্তন।

বালাকোট হামলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য ৫১ নং স্কোয়াড্রন এবং ৯ নং স্কোয়াড্রনের ভূমিকার প্রশংসা করেন তিনি।

এদিনই গাজিয়াবাদের হিনডন বিমানঘাঁটিতে ভারতীয় বিমানবাহিনীর ৮৭ তম প্রতিষ্ঠাদিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে ভাদুরিয়া ফের একবার বালাকোট প্রসঙ্গ উত্থাপন করেন এবং বলেন, যে কোনও পরিস্থিতির জন্য প্রস্তুত থাকা জরুরি।

ঘটনাচক্রে এদিনই ফ্রান্সের হাত থেকে প্রথম রাফাল বিমান নেবেন রাজনাথ সিং। এদিন তিনি তিনদিনের সফরে প্যারিস গিয়ে পৌঁছিয়েছেন। রাফাল বিমানের সরাসরি অভিজ্ঞতা অর্জনের জন্য তিনি নিজে এদিন ওই জেটে চড়বেন।

Read the Full Story in English

indian air force Rafale Balakot
Advertisment